বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরু এন্ড কোং। দেশের মোট ১৫ টি চিনিকলের মধ্যে প্রথম ও সর্ববৃহৎ চিনির কল যা চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত। রবার্ট রাসেল কেরু নামের এক ব্রিটিশ ব্যবসায়ী ১৯৩৮ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। প্রথমে এক হাজার টন আখ মাড়াই ও আঠারোশ লিটার স্পিরিট তৈরির লক্ষ্য নির্ধারণ করে এই কেরু এন্ড কোং কোম্পানি যাত্রা শুরু করে। ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের তত্ত্বাবধানে এটি নিয়ন্ত্রিত হয়।
অবকাঠামো
এটি মূলত চিনি উৎপাদনের পাশাপাশি ডিস্টিলারি ওয়াটার, স্পিরিট ও জৈব সার উৎপাদিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কারখানার ভূমির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার একর। যার মধ্যে আড়াই হাজার একর জমিতে আখ চাষ হয়। বর্তমানে এই কোম্পানি থেকে দৈনিক দুই হাজার আখ মাড়াই সহ বছরে প্রায় ১৮০০-২০০০ মেট্রিক টন চিনি উৎপাদন হয়।
কিভাবে যাবেন
বাস
ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে চুয়াডাঙ্গা জেলায় সরাসরি বাস যাতায়াত করে। নন এসি ৪৫০ টাকা এসি ১০০০ টাকা।
শ্যামলী পরিবহন গাবতলী মোবাইল-01865068925
রয়াল এক্সপ্রেস (গাবতলি মোবাইল-01775113320, চুয়াডাঙ্গা টার্মিনাল মোবাইল-01730465500, দর্শনা মোবাইল-01730465501)
জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280196, চুয়াডাঙ্গা কাউন্টার মোবাইল-01711131125)
ট্রেন
ঢাকা কমলাপুর থেকে চুয়াডাঙ্গা স্টেশন
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 12:30 Am পৌঁছায় 06:07 Am
বন্ধ বৃহস্পতিবার
সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 1:05 Pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছায় 01:37 Am
বন্ধ সোমবার
চুয়াডাঙ্গা থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 11:22 Am পৌঁছাই 6:20 Pm
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 3:26 Pm পৌঁছায় 08:55 pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11:26 Pm পৌঁছায় 05:40 Am
সকল ট্রেনের ভাড়া ৪১০ টাকা
[ চুয়াডাঙ্গা শহর হতে দর্শনা ১৮কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে দর্শনা বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে ভ্যান বটো যোগে ১০ টাকা ভাড়া দিয়ে কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড যাওয়া যায়। চুয়াডাঙ্গা স্টেশন হতে ট্রেন যোগে দর্শনা স্টেশন নেমে সেখান থেকে ভ্যানে করে দর্শনা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়। দর্শনা বাস স্ট্যান্ড হতে কেরু এ্যান্ড কোম্পানি যাওয়া যায়]
কোথায় থাকবেন
[ দামুড়হুদা উপজেলায় উল্লেখযোগ্য তেমন হোটেল নাই তবে এখানে সরকারি দুটি রেস্ট হাউজ আছে। কেরু এন্ড কোং রেষ্টহাউস ও উপজেলা পরিষদ রেস্ট হাউস। থাকার জন্য রেস্টহাউজ কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করে আসতে হবে]
চুয়াডাঙ্গা শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে
হোটেল আকাশ আবাসিক মোবাইল-01919970355
হোটেল সোনার বাংলা মোবাইল-01714812527
হোটেল আল মেরাজ মোবাইল-01721656449
খান আবাসিক হোটেল মোবাইল-01718661513
[ হোটেল গুলোর ভাড়া ২৫০ থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]