বাংলাদেশের গ্রিন সিটি নামে পরিচিত রাজশাহী শহর যা দেশবাসীর কাছে এক অন্যতম সুন্দর শহরের তকমা পেয়েছে অনেক আগে। শহরের প্রতিটা রাস্তা স্থাপনা যেন যে কারো মন কেরে নেবে অনায়াসে। রাজশাহী শহরটি গড়ে উঠেছে পদ্মা নদীর কূল ঘেষে। নদীর ওপাশে ভারতের সীমানা যা দুই দেশকে বিভক্ত করেছে।রাজশাহী শহরের বুলনপুর থেকে সাতবাড়িয়া এই ১২ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত পদ্মার পাড়। পুরো শহরটিকে বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা করে এই বাঁধ। এই ১২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সব দৃষ্টিনন্দন স্থাপনা। বছরের পুরোটা সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজশাহী শহরে আসেন তারা একবার হলেও পদ্মার পাড় ঘুরে যান। বিভিন্ন ঋতুতে পদ্মার রূপ বিভিন্ন ভাবে ফুটে ওঠে। ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসু মানুষদের আনাগোনায় পুরো পদ্মার পাড় মুখরিত থাকে। শহরের মূল বিনোদন কেন্দ্র পদ্মার পাড় হওয়ায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবালবৃদ্ধাবনিতা সবার আড্ডা চলে। পদ্মা পাড়ের বেশ কিছু বিনোদন কেন্দ্রে:
[ সবগুলো বিনোদন কেন্দ্র উম্মুক্ত কোথাও টিকিট নেওয়া হয়না ]
নবগঙ্গা
রাজশাহী শহরের কোর্ট থেকে ৩ কিলোমিটার দূরে ইংরেজি আই বর্ণের ন্যায় একটি বাঁধ নবগঙ্গা। এখান থেকে ভারতের সীমানা স্পষ্ট দেখা যায়।
লালনশাহ্ পার্ক বা মুক্ত মঞ্চ
রাজশাহী শহরের ৯ নং ওয়ার্ডের পাঠানপাড়ায় পদ্মার কূল ঘেসে অবস্থিত লালনশাহ্ পার্ক বা মুক্ত মঞ্চ। ২০১৩ সালে ৫৫ একর যায়গা জুড়ে এই পার্ক তৈরি করা হয়।বিশেষ বিশেষ দিনে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এই মুক্ত মঞ্চে একসাথে কয়েকশত মানুষ একসাথে যে কেনো অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখানে আছে অত্যাধুনিক রেস্টুরেন্ট নোঙ্গর। দেশি বিদেশি নানা খাবার এখানে পাওয়া যায়। এর মধ্যে আছে গ্রিনজোন, ল্যান্ডস্কেপ ও বাচ্চাদের খেলাধুলার জন্য নানা সরঞ্জাম।
পদ্মা গার্ডেন বা ওডভার মুনক্সগার্ড পার্ক
রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে ৫০০ মিটার উত্তরে এই পর্কের অবস্থান। এখানে মুক্ত মঞ্চের আদলে পর্যটকদের জন্য বসার ব্যবস্থা আছে। এখানে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা আপনাদের পছন্দের খাবার খেতে খেতে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
টি–বাদ
রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার পশ্চিমে ইংরেজি ‘টি’ বর্ণের আদলে এই বাঁধ নির্মিত। এখান থেকে বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা ভাড়ায় নিয়ে নৌকা ভ্রমণ করতে পারেন।
হায়টেক পার্ক
রাজশাহী শহরের কোর্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে এই পার্কের অবস্থান। এখানে স্টার সিনেপ্লেক্সে আপনারা চলচ্চিত্র উপভোগ করতে পারেন। এখানে ইংরেজি আই বর্ণের ন্যায় একটি বাঁধ আছে যা হায়টেক পার্ক সংলগ্ন।
সীমান্তনোঙ্গর
রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তনোঙ্গর অবকাশযাপন কেন্দ্র। বিজিবি দ্বারা নিয়ন্ত্রিত এখানে বাতায়ন নামে অবকাশযাপন স্থানটি আপনাকে মুগ্ধ করবে অনায়াসে। বটগাছের উপর ছোটো ছোটো ঘর করা আছে পর্যটকদের জন্য। এখানে বসে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে পদ্মার রূপ উপভোগ করতে পারেন।
কিভাবে যাবেন
রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ড ও রাজশাহী স্টেশন পাশাপাশি হয় আপনারা বাস বা ট্রেন থেকে নেমে রিকশা বা অটো যোগে এই বিনোদনকেন্দ্রগুলোতে যেতে পারেন। ভাড়া ২০-৬০ টাকার মধ্যে।
বাস
ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।
ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৬৯০ টাকা এসি ১৪০০টাকা।
ট্রেন
ঢাকা থেকে রাজশাহী
ধুমকেতু এক্সপ্রেস ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ
বনলতা এক্সপ্রেস ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা
সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ
রাজশাহী থেকে ঢাকা
বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ
সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:40 Am ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ
ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am ভাড়া 340 টাকা।
শনিবার বন্ধ
কোথায় থাকবেন
রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল
হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188
হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100
হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470
হক’স ইন-0721810420
[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]