চুয়াডাঙ্গা দামুড়হুদা আট কবর

 লিখেছেনঃ
  ডিসে. 17, 2019
  722 Views
0 0

মেহেরপুরের মুজিবনগর সরকার গঠিত হয়েছিল যার অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গা।বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর এর পাশে অবস্থিত চুয়াডাঙ্গা একদিন পরেই ৮ ডিসেম্বর শত্রুমুক্ত হয়। প্রথম শপথ এই চুয়াডাঙ্গাতে ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল, বিষয়টি জানাজানি হলে পাক-হানাদার বাহিনী এখানে বোমাবর্ষণ শুধু করে তাই নিরাপত্তার জন্য মুজিবনগর নিয়ে যাওয়া হয়।

১৯৭১ সালের ৫ ই আগস্ট ঐদিন চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সীমান্তবর্তী গ্রাম নাটুদহ ও জগন্নাথপুরে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে ৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

আটজন শহীদ মুক্তিযোদ্ধাগণ হচ্ছেন-

হাসান জামান

খালেদ সাইফুদ্দিন তারেক

রওশন আল

আলাউল ইসলাম খোকন 

আবুল কাশেম 

রবিউল ইসলাম 

কিয়ামুদ্দিন 

আফাজ উদ্দিন চন্দ্রবাস 

সেই সময় এই শহীদদের দুটি কবরে সমাহিত করা হয় পরবর্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই স্থানটিতে আটটি স্তম্ভ তৈরি করে তাদের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করা হয়। যেটি বর্তমানে আট কবর নামে পরিচিত। এর পাশে একটি কমপ্লেক্স এবং সংগ্রহশালা তৈরি করে রাখা হয়েছে যাতে এই বীর মুক্তিযোদ্ধাদের যে গৌরবগাথা রয়েছে সেটি পরবর্তী প্রজন্ম জানতে পারে।

এটি শুধু চুয়াডাঙ্গা বাসীর জন্য গর্বের বিষয় নয় পুরো দেশের জন্য একটি গর্বের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসেন এবং এই স্মৃতিবিজড়িত জায়গাটি ঘুরে দেখে যান। ১৯৯৮ সালে ১ বিঘা জায়গার ওপর এই আটকবর কমপ্লেক্সের যাত্রা শুরু। খোলা মঞ্চের সাথে একটি দ্বিতল  ভবন আছে এখানে।

ভবনের দেয়ালে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন মোট ২০০ টি আলোকচিত্র। নতুন প্রজন্ম এখানে ঘুরতে আসলে মুক্তিযুদ্ধ সম্বন্ধে একটি সম্যক ধারণা পাবে আলোকচিত্র গুলো থেকে। এছাড়া কেউ মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে চাইলে এই কমপ্লেক্সের আবাসিক সুবিধা পেতে পারবেন। এখানে একটি গ্রন্থাগার ও আছে।

অবস্থান

এটি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সদর হতে ৮ কিলোমিটার দূরে উপজেলা দামুড়হুদায় অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে চুয়াডাঙ্গা জেলায় সরাসরি বাস যাতায়াত করে। নন এসি ৪৫০ টাকা এসি ১০০০ টাকা।

শ্যামলী পরিবহন গাবতলী মোবাইল-01865068925
রয়াল এক্সপ্রেস (গাবতলি মোবাইল-01775113320, চুয়াডাঙ্গা টার্মিনাল মোবাইল-01730465500, দর্শনা মোবাইল-01730465501)
জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280196, চুয়াডাঙ্গা কাউন্টার মোবাইল-01711131125)

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে চুয়াডাঙ্গা স্টেশন

বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 12:30 Am   পৌঁছায় 06:07 Am
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 1:05 Pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছায় 01:37 Am
বন্ধ সোমবার

চুয়াডাঙ্গা থেকে ঢাকা কমলাপুর

চিত্রা ছাঁড়ে 11:22 Am পৌঁছাই 6:20 Pm

বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে  3:26 Pm পৌঁছায় 08:55 pm

সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে  11:26 Pm পৌঁছায় 05:40 Am

সকল ট্রেনের ভাড়া ৪১০ টাকা

[ এটি চুয়াডাঙ্গায় পড়লেও মেহেরপুর-মুজিবনগর থেকে কাছে। মেহেরপুরের কেদারগঞ্জ থেকে মাত্র ৮ কিলোমিটার। মুজিবনগর ঘুরে কেদারগঞ্জ আসতে পারেন আর সেখান থেকে ভ্যানে আট কবর। এছাড়া চুয়াডাঙ্গা শহর হতে সরাসরি বাস সিএনজি যোগে দামুড়হুদা উপজেলা সদর বাস স্ট্যান্ড পর্যন্ত আসা যায়। সেখান থেকে অটো বা সিএনজি যোগে আট কবর দেখতে যেতে পারেন। চুয়াডাঙ্গা শহর হতে দামুড়হুদা উপজেলা ১৮ কিলোমিটার পথ। ৩০-৪০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ২৫-৩০ টাকার মতো]

কোথায় থাকবেন

[ দামুড়হুদা উপজেলায় উল্লেখযোগ্য তেমন হোটেল নাই তবে এখানে সরকারি দুটি রেস্ট হাউজ আছে। কেরু এন্ড কোং রেষ্টহাউস ও উপজেলা পরিষদ রেস্ট হাউস। থাকার জন্য রেস্টহাউজ কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করে আসতে হবে]

চুয়াডাঙ্গা শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে

হোটেল আকাশ আবাসিক মোবাইল-01919970355
হোটেল সোনার বাংলা মোবাইল-01714812527
হোটেল আল মেরাজ মোবাইল-01721656449
খান আবাসিক হোটেল  মোবাইল-01718661513

[ হোটেল গুলোর ভাড়া ২৫০ থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]

banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।