ইতিহাস
বাংলাদেশে যে কজন প্রসিদ্ধ ধর্ম প্রচারক এর আবির্ভাব হয়েছে তার মধ্যে অন্যতম হযরত আলীর বংশধর আব্দুল কাদির জিলানীর দৌহিত্র শাহ মখদুম রূপস অন্যতম। কথিত আছে তিনি কুমিরের পিঠে চড়ে যাতায়াত করতেন এবং বোনের অনেক হিংস্র পশু তার বশ্যতা স্বীকার করেছিল যার মধ্যে বাঘ অন্যতম। ইরাকের বাগদাদে ১২১৬ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন সেখানে শৈশবে লেখাপড়া শেষ করে প্রথমে উপমহাদেশের ভারতের দিল্লিতে আসেন। ইসলাম ধর্ম প্রচারকালে তিনি বাংলাদেশের প্রথম নোয়াখালীর সোনাইমুড়ীতে অবস্থান নেন। সেখান থেকে কিছু সাহাবীর সাথে নিয়ে উত্তরবঙ্গের নদীপথে রাজশাহীর বাঘাতে পদ্মা নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন সেখান থেকে রাজশাহী দরগাপাড়ায় অবস্থান নেন। প্রায় চুয়াল্লিশ বছর এখানে অবস্থান করেন। তাঁর প্রকৃত নাম আব্দুল কুদ্দুস।নানা কর্মকাণ্ডে শাহ- মখদুম-রূপোশ তাকে উপাধি দেওয়া হয়। তিনি মূলত চৌদ্দ শতকের শুরুতে রাজশাহী বা এই বোয়ালিয়া অঞ্চলে ধর্ম প্রচার শুরু করেন।রাজশাহী সহ সারাদেশে তার অনেক অনুরাগী ও শিষ্য রেখে গেছেন। হিজরি ২৭ তারিখে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশ থেকে তার সম্মানার্থে অনেক মুসল্লী অনুরাগী মাজারে অবস্থান নেন।দূর- দূরান্ত থেকে অনেকে মানত করে নানা উপকরণ নিয়ে আসেন গরীব দুঃখী মানুষদের খাবারের ব্যবস্থা করেন যেন তাদের মনোকামনা পূরণ হয়। তার মৃত্যুর পর তার সম্মানার্থে তার নামানুসারে রাজশাহী শহরে শাহমখদুম কলেজ, শাহ মখদুম থানা,শাহমখদুম বিমানবন্দর স্থাপিত হয় যা রাজশাহী শহরের ঐতিহ্য বহন করে।
অবস্থান
রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে ৫০০ মিটার দূরে পদ্মা নদীর তীরবর্তী দরগাপাড়া নামক স্থানে অবস্থিত।
কিভাবে যাবেন
রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ড ও রাজশাহী স্টেশন পাশাপাশি হওয়াই আপনারা বাস বা ট্রেন থেকে নেমে একটু হাটলেই শাহমখদুম মাজার যাওয়ার জন্য অটো বা রিকশা খুব সহজেই পেয়ে যাবেন। ১০-১৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ২০ টাকার মতো]
কী কী সমস্যায় পড়তে পারেন
শাহমখদুম মাজারে বেশিরভাগ দর্শনার্থী তাঁর জন্মবার্ষিকীতে আসেন। পদ্নমা নদীর তীরবর্তী বাঁধ ও মাজারের সামনে অনেক অস্থায়ী বাজার বসে। বিভিন্নজন বিভিন্ন মনমানসিকতার হয়ে থাকে তাই এধরনের হকারদের কাছ থেকে সাবধানে থাকবেন। এ ছাড়া অন্যসময় সেখানে খুব একটা সমস্যা হয়না। বিভিন্ন বয়সের ফকির মিসকিন এর আনাগোনা দেখা যায় তারা সাধারনত খুব একটা সমস্যা করেনা দর্শনার্থীদের।
বাস
ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।
ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।
ট্রেন
ঢাকা থেকে রাজশাহী
ধুমকেতু এক্সপ্রেস ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ
বনলতা এক্সপ্রেস ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা
সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ
রাজশাহী থেকে ঢাকা
বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ
সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:40 Am ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ
ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am ভাড়া 340 টাকা।
শনিবার বন্ধ
কোথায় থাকবেন
রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল
হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188
হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100
হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470
হক’স ইন-0721810420
[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]