ইতিহাস
বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ডের আদলে নির্মিত দেশসেরা রাজশাহী কলেজ। পরপর তিনবার জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এই কলেজ। ৪ টি অনুষদে ২৪ টি বিভাগে বত্রিশ হাজারের বেশি শিক্ষার্থী এখানে পাঠদান করে ভ্রমণ পিপাসু মানুষদের খুব সহজে আকৃষ্ট করবে এই কলেজ। দৃষ্টিনন্দন কলেজ টি ১৮৭৩সালে প্রতিষ্ঠিত হয়। যার পর থেকে সগৌরবে সেবা দিয়ে যাচ্ছে হাজারো শিক্ষার্থীদের। এখান থেকে পাঠদান শেষে দেশের বিভিন্ন কর্ম ক্ষেত্রে নিয়োজিত আছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বাংলাদেশের যে কয়েকটি প্রাচীন কলেজ আছে তার মধ্যে তৃতীয় প্রাচীন কলেজ রাজশাহী কলেজ। দেশের ৬৮৫ টি কলেজের মধ্যে অন্যতম এটি। এই কলেজেই প্রথম মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট প্রদান করা হয়। রানী হেমন্ত কুমারী যেমন বোয়ালিয়া রাজশাহী শহরের মানুষদের পানির চাহিদা দূরীকরণে শহরের বিভিন্ন জায়গায় ঢোপ কলের ব্যবস্থা করেন তেমনি রাজা হরনাথ রায় চৌধুরী এই কলেজ স্থাপিত করেন এই অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষায় শিক্ষিত করার জন্য। হরগোবিন্দ সেন ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ। রাজশাহী কলেজ বাংলার ইতিহাসে এক উজ্জ্বল স্মৃতি বহন করে। বাহান্নর ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার এই কলেজ প্রাঙ্গনে স্থাপিত হয়।।
অবকাঠাম
অনেকটা নিঃসংকচে বলা যায় এটি দেশের সবচেয়ে সুন্দর গোছানো একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের প্রতিটি ভবন প্রাচীন বাংলার ঐতিহ্য বহন করে। রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান স্যারের কর্মদক্ষতায় এই কলেজকে তিনি একটি আইডল কলেজ হিসেবে সে পরিচিত করেছেন। প্রায় ৩৫ একর এলাকা জুড়ে এই শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত কলেজের প্রতিটি ভবন, ছত্রাবাস ও পদ্মপুকুর আপনাকে মুগ্ধ করবে সহজে।
অবস্থান
রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে ১০০ মিটার পশ্চিমে এটি অবস্থিত।
কিভাবে যাবেন
রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ড ও রাজশাহী স্টেশন পাশাপাশি হয় আপনারা বাস বা ট্রেন থেকে নেমে একটু হাঁটলেই শাহ মখদুম মাজার রাজশাহী কলেজের জন্য খুঁজে পেয়ে যাবেন ১০-১৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ২০ টাকার মতো।
বাস
ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।
ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৬৯০ টাকা এসি ১৪০০টাকা।
ট্রেন
ঢাকা থেকে রাজশাহী
ধুমকেতু এক্সপ্রেস ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ
বনলতা এক্সপ্রেস ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা
সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ
রাজশাহী থেকে ঢাকা
বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ
সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:40 Am ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ
পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ
ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am ভাড়া 340 টাকা।
শনিবার বন্ধ
কোথায় থাকবেন
রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল
হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188
হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100
হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470
হক’স ইন-0721810420
[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]