Dec 26, 2023
350 Views
0 0

অপরূপ সৌন্দর্যে ভরপুর আমার এদেশ

Written by
  1. পৃথিবীর একমাত্র বদ্বীপ আমাদের বাংলাদেশ যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রকৃতির রূপ। লক্ষ কোটি বাঙালির প্রিয় এ দেশে রয়েছে হাজারো ভ্রমণ উপযোগী স্থাপনা আছে বিশ্বের দীর্ঘতম সৈকত আছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ১৮ কিলোমিটার দীর্ঘ এ সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত  দেখা যায়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাদাবন নামে পরিচিত। পশ্চিমবঙ্গের ৩৮ ভাগ ও বাংলাদেশের ৬২ ভাগ ৫ টি জেলা নিয়ে গঠিত। বিশ্বের বেশিরভাগ রয়েল বেঙ্গল টাইগার আছে এ বনে। ছোটখাটো খাল ও নদী বিস্তৃত এখানে  নৌকা নিয়ে পর্যটকরা ঘুরে ঘুরে দেখতে পারেন বনের সৌন্দর্য। বাগেরহাটের ৮১ গম্বুজ বিশিষ্ট খান জাহান আলি মসজিদ ঘুরে আসতে পারেন।বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে চট্টগ্রাম বিভাগে। তিন পার্বত্য জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে মন ভোলানো নানা প্রকৃতির রুপ। রাঙামাটি জেলার বাঘায়ছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সাজেক ভ্যালি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় এ ভ্যালি অবস্থিত। এই সাজেক ভ্যালিতে আছে বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ আছে কংলাক পাহাড় যেখান থেকে ভারতের মিজোরাম রাজ্য স্পষ্ট দেখা যায়।রাঙামাটির আরেকটি অপরূপ সৌন্দর্য কাপ্তাই লেক। প্রায় ৫৪ হাজার একর জায়গা জুড়ে এই হ্রদের অবস্থান।পাহাড়ের রানী বান্দরবান যেখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু রাস্তা ডিম পাহাড়। নীলাচল,নীলগিরি,চিম্বুক পাহাড়,শৈলপ্রপাত ঝড়না,বাংলাদেশের উচ্চতম লেক বগা লেক,স্বর্ণমন্দির,তিন্দু সর্বোচ্চ পাহাড় বিজয় তাজিংডং নাফাখুম ও কেওক্রাডং। খাগড়াছড়ি শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত আলুটিলা পাহাড়। ৩৫০ ফুট দৈর্ঘেরএ গুহা আপনাকে ভ্রমণে রোমাঞ্চিত করবে প্রতিনিয়ত। ভারতের মেঘালয় আসাম সীমান্তবর্তী বিভাগ আমাদের সিলেট জেলা। বাংলাদেশের সবচেয়ে বেশি ১৬৯ টি চাবাগান অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার যেখানে বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান শ্রীমঙ্গল অবস্থিত। বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহজালাল (র:) এর মাজার সিরেট শহরে অবস্থিত। এছাড়া সিলেট বিভাগে জাফলং,মাধবকুন্ড,তাহেরপুর,পানথুমাই,বিছানিকান্দি,ভোলাগঞ্জের সাদাপাথর,রাতারগুল সহো অনেক দর্শনীয় স্থান রয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া যেখানে বাংলার সবচেয়ে পুরাতন রাজধানী মহাস্তানগড় অবস্থিত। একানেই অবস্থিত বেহুলা লখিন্দর এর বাসর ঘর। উত্তরবঙ্গের সাজানো গোছানো শহর রাজশাহী যেখানে অবস্থিত শাহমখদুমের মাজার, বাংলাদেশের সবচেয়ে পুরাতন জাদুঘর বরেন্দ্র জাদুঘর। এছাড়া পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়া রাজবাড়ি। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন নানা দর্শনীয় স্থাপনা যা একজন ভ্রমণপিপাসু হিসাবে আপনাকে রোমাঞ্চিত করবে।
Article Categories:
অন্যান্য
banner

Leave a Reply