জগদ্দল বিহার

 লিখেছেনঃ
  নভে. 12, 2019
  650 Views
0 0

টুকিটাকি

প্রাচীন ঐতিহ্যের লীলাভূমি নওগাঁ জেলা।ক্লান্তিময় জীবনের শান্তির পরশ বোলাতে আপনাকে আহ্বান করছে এই পুরো জেলা। জেলার পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে নানা দর্শনীয় স্থান। পুরো একটা দিনে যা ঘুরে শেষ করা যাবেনা, তাই হাতে কিছু সময় নিয়ে আসুন । আর জগদ্দল বিহার তার মধ্যে অন্যতম প্রাচীন নিদর্শন।স্থানীয় জনগণ এটিকে বটকৃষ্ণ রায় নামক একজন জমিদার বাড়ির ধ্বংসাবশেষ বলে মনে করেন।

ইতিহাস

পাল বংশের শেষ রাজা রামপাল। মুর্শিদাবাদ চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চল জুড়ে গৌড় রাজ্য অবস্থিত ছিল আর এই রাজ্য শত্রুমুক্ত করার পর রাজা রামপাল রামাবতী নামক স্থানে রাজধানী স্থাপন করেন। মোগল সম্রাট আকবরের অর্থমন্ত্রী আবুল ফজলের একটি বই এ এই অঞ্চলের নাম রমৌতি বলে জানা যায়। মধ্যযুগের ধর্মমঙ্গল কাব্যে রামাবতি স্থানের উল্লেখ আছে।১১-১২ শতকের দিকে রাজা রামপাল এই জগদ্দল বিহার প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়।

অবস্থান

এটি বাংলাদেশের নওগাঁ জেলার উপজেলা ধামুরহাট থেকে ৮ কিলোমিটার দূরে  অবস্থিত।

গুরুত্ব

এই বিহারটি প্রাচীন বাংলার শিক্ষাদিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সুভাষ মুখোপাধ্যায় এর মতে বিহারের দুইজন স্বনামধন্য পন্ডিত হলেন দানশীল অভিভূত এবং বিভূতি চন্দ্র। প্রায় ষাটখানা গ্রন্থের তিব্বতি অনুবাদ করেন আচার্য দানশীল। রাজপুত্র বিভূতিচন্দ্র ছিলেন একাধারে গ্রন্থাকার,অনুবাদক ও টিকাকার। প্রাচীন বাংলার এই জ্ঞান সাধন  কেন্দ্র  ১২৮০ খ্রিস্টাব্দে ধ্বংসপ্রাপ্ত হয়।

গঠন

১৯৯৬  সালের পর তিনবার উৎখননের  কাজ হয়। উৎখননের ফলে এখানে যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তার আয়তন পূর্ব-পশ্চিমে দীর্ঘ ১০৫× ৮৫ মিটার, দেয়াল ৫×৫ মিটার।

কিভাবে যাবেন

বাস

ঢাকা থেকে নওগাঁ যাওয়ার জন্য বেশকিছু বাহন এর সাহায্য নিতে পারেন।

বাস: গাবতলী,মহাখালী থেকে সহজেই এসি,নন -এসি বাস পাওয়া যায় নওগাঁ যাওয়ার জন্য। নন-এসি ভাড়া ৪০০ টাকা ও এসি ১১০০ টাকা।

শ্যামলী পরিবহন-মোবাইল 018 65068925
হানিফ এক্সপ্রেস-মোবাইল 01713049526 এস আর ট্রাভেলস-ফোন 02-8011226
ডিপজল ট্রাভেলস- মোবাইল 01552315836

ট্রেন

ঢাকা থেকে নওগাঁ যেতে হলে প্রথমে কমলাপুর  বা এয়ারপোর্ট স্টেশন থেকে উঠতে পারেন। বগুড়া সান্তাহার স্টেশন নেমে সেখান থেকে রিকশাযোগে ১৫-২০ টাকায় নওগাঁয় পৌঁছাতে পারেন। ট্রেন ভাড়া ৩৮০ টাকা থেকে শুরু।

ঢাকা থেকে সান্তাহার ট্রেন সিডিউল

Nilshagar express 8:00 pm-2:05pm
Rangpur express 9:00 am-3:00pm
Akota express 10:00 am- 4:00 pm
Drutojan  8:00 pm-2:00 am
Lalmoni express 10:10 pm-4:35 pm

[ যেহেতু বেশিরভাগ ট্রেনই প্রায় মধ্যরাতে বা শেষ রাতে সান্তাহার পৌঁছোবে তাই দ্রুতযান কিংবা লালমনি এক্সপ্রেস এ যাওয়াই আপনাদের জন্য সুবিধা হবে]

সান্তাহার থেকে ঢাকা ট্রেন সিডিউল

TRAIN  OFF DAY  LEAVE ARRIVE
EKOTA EXPRESS. MONDAY.1:55pm 8:10pm
Lalmoni express Friday 2:30pm 8:55 pm
Drutojan express wednesday 12:15pn 6:10pm
Nilshagor sunday 1:05pm  7:10pm
Rangour express sunday 11:50pm 6:05

[ বাস বা সিএনজি করে নওগাঁ থেকে ধামুইরহাট যাওয়া যায় ৪০-৫০ মিনিট লাগে । ভাড়া ৩০-৪০ টাকার মতো । ধামুরহাট থানা সদর থেকে অটোরিকশায় জগদ্দল বিহার যেতে পারেন]

কোথায় থাকবেন

নওগাঁ শহরের অনেক ধরনের হোটেল আছে আপনি চাইলে থাকতে পারেন।

এমনকি মান্দা উপজেলায় কুসুম্বা দিঘী দেখার পর সেখানে উপজেলা ডাকবাংলো আছে যেখানে আপনি থাকতে পারেন।

হোটেল যমুনা পার নওগাঁ-7416 2674
মেসাস হোটেল প্লাবন -মুক্তিযোদ্ধা সড়ক কাঁচাবাজার নওগাঁ
হোটেল অবকাশ- 0741-7 2356
হোটেল আগমনী মুক্তির মোড় 7421-63351
হোটেল মল্লিকা ইন্টারন্যাশনাল 0741-814101

ভাড়া ৩০০ থেকে ৪০০০ এর মধ্যে
Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।