Dec 3, 2019
1565 Views
0 0

রাউতারা জমিদার বাড়ি

Written by

টুকিটাকি

ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন নিদর্শন যার মধ্যে অন্যতম  জমিদার বাড়ি। দেশভাগের পর ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার ফলে এদেশ ছেড়ে কলকাতায় চলে যান বেশিরভাগ জমিদার। রেখে যান তাদের ঐতিহ্যবাহী বাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র। বাংলাদেশের আঁনাচে-কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেগুলো। মোগল আমল থেকে শুরু করে সুলতানী আমল ও ব্রিটিশ আমল পর্যন্ত এ জমিদার প্রথা চালু ছিল।

জমিদারি প্রথা বিলুপ্ত হলেও মুছে যায়নি তাদের ইতিহাস ঐতিহ্য,  কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি গুলো। তেমনি একটি জমিদার বাড়ি রাউতারা জমিদার বাড়ি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার জমিদারি প্রথার সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই রাউতারা  জমিদার বাড়ি।  জমিদার বাড়িতে রয়েছে এমন কিছু স্থাপনা যা এখনও জমিদারী স্থাপত্যের সুনিপূণ কারুকার্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত।

[ সিরাজগঞ্জ শহর থেকে শাহজাদপুর উপজেলা ৪০ কিলোমিটার। বাস বা সিএনজি যোগে শাহজাদপুর বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে রাউতারা জমিদার বাড়ি যেতে পারেন। সিরাজগঞ্জ শহর থেকে শাহজাদপুর বাস স্ট্যান্ড দেড় ঘন্টার মত সময় লাগে আর ভাড়া পড়বে ৫০-৬০ টাকার মতো]

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল হতে অথবা মহাখালী বাস টার্মিনাল হতে ঢাকা হতে বগুড়া গামী অথবা ঢাকা-রাজশাহী গামী যেকোনো বাসে চোড়ে ভ্রমণ করতে পারবেন। এছাড়া ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে বেশ কয়েকটি বাস যোগে যেতে পারেন।

বাস

ঢাকা লাইন পরিবহন (টেকনিক্যাল কাউন্টার মোবাইল-01879116916, সিরাজগঞ্জ মোবাইল-01879116912)
অভি ক্লাসিক  (টেকনিক্যাল মোবাইল-01715155939, সিরাজগঞ্জ মোবাইল-01715114180)
নন এসি ভাড়া ২৫০ টাকা
এছাড়া হানিফ, ন্যাশনাল,শ্যামলী, দেশ ট্রাভেলস  যোগে সিরাজগঞ্জ   যেতে পারেন।

ট্রেন

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন সিরাজগঞ্জ মনসুর আলী স্টেশন থামে সেখানে নেমে ১০ টাকা ভাড়া দিয়ে সিরাজগন্জ যেতে পারেন। ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশন থেকে পুরো দিনই সিরাজগঞ্জের ট্রেন পাওয়া যায়।

কোথায় থাকবেন

সিরাজগঞ্জ শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।
হোটেল আরমানি, মুজিব সড়ক, মোবাইল-01711340519
হোটেল অনিক ,মুজিব সড়ক, মোবাইল-01712062061
হোটেল আল হামরা, স্বাধীনতা স্কয়ার, মোবাইল-01745629264
হোটেল উত্তর ভিলা, সিরাজগঞ্জ রোড চৌরাস্তা,মোবাইল-01712623180

[  শাহজাদপুর উপজেলা সদর থাকতে চাইলে ডাক বাংলোতে থাকতে পারেন সেজন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

Leave a Reply