লালপুর গ্রীন ভ্যালি পার্ক

 লিখেছেনঃ
  নভে. 17, 2019
  8168 Views
13 3

টুকিটাকি

এটি বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান খ্যাত লালপুর উপজেলায় আর তাতে একপশলা শীতল পরশ বুলিয়ে দিতে তৈরি হয়েছে গ্রীন ভ্যালি পার্ক যা নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত। অপার সৌন্দর্যের রাজত্বে আসন পেতে আছে এই পার্কটি। বনলতা সেন, রানীভবানী,গণভবন, চলনবিল,মিনি কক্সবাজার পাটুল আর কাঁচাগোল্লার জন্য আগে থেকেই দেশবাসীর কাছে বিখ্যাত হয়ে আছে নাটোর।

নাটোর জেলাকে নতুন মাত্রায় রাঙিয়ে দিতে  নাটোরের লালপুরের গ্রীন ভ্যালি পার্ক অনন্য। ২০১৯ সালের ২৫ শে জানুয়ারি বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে নাটোরের লালপুর বাসীর বিনোদনের এই কেন্দ্রটি। লালপুর সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এটির।

 কি কি দেখবেন

পিকনিক স্পট, শুটিং স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসাট এন্ড প্লেগ্রাউন্ড, স্পিডবোর্ড, প্যাডেল বোট,  বুলেট ট্রেন,নাগরদোলা, পাইরেট শিপ ইত্যাদি।

[ প্রায় ১২০ বিঘা জমির ওপর এই পার্কটি সপ্তাহে সাত দিন খোলা থাকে এরপ্রবেশ মূল্য  ৫০ টাকা। পিকনিক স্পট বা যেকোন তথ্যের জন্য মোবাইল-০১৭১২০৪০৫৭৩]

অবস্থান

এটি বাংলাদেশের নাটোর জেলা শহর হতে ৪০ কিলোমিটার দূরে উপজেলা লালপুরের সন্নিকটে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী মহাখালী কলাবাগান থেকে নাটোর  যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়। ভাড়া ৩৮০-৪০০ টাকার মধ্যে।
ন্যাশনাল ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01713228286, নাটোর মোবাইল- 01713228284)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-017626844401, নাটোর মোবাইল- 01762684402)
এছাড়া তুহিন, শ্যামলী,একতা ও গ্রামীন ট্রাভেলস  এই লাইনে যাতায়াত করে।

ট্রেনঢাকা কমলাপুর থেকে নাটোর

নীলসাগর ছাড়ে 8:00 Am নাটোর
পৌঁছাই 1:05 pm ভাড়া ৩৪০ টাকা।
সোমবার বন্ধ

রংপুর এক্সপ্রেস ছাড়ে 9:00 Am পৌঁছায় 1:58 pm ভাড়া ৩৪০ টাকা
সোমবার বন্ধ

একতা এক্সপ্রেস ছাড়ে  10:00 Am পৌঁছায়  3:02 Pm ভাড়া ৩৪০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  8:00 Pm পৌঁছায় রাত 12:45 Pm ভাড়া ৩৪০ টাকা

লালমনি এক্সপ্রেস  ছাড়ে 10:10 pm পৌঁছায় 3:40 Am ভাড়া ৩৪০ টাকা
শুক্রবার বন্ধ

নাটোর থেকে ঢাকা কমলাপুর 

রংপুর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে 12:47 pm পৌছাই 6:20 Am

নীলসাগর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে  2:02 Pm পৌঁছায় 7:10 Am

একতা এক্সপ্রেস  ছাড়ে 2:30 pm পৌঁছায় 8:10 am

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  1:00 pm পৌঁছায় 6:10

লালমনি এক্সপ্রেস ছাড়ে 2:30 pm পৌঁছায় 08:55 pm

[নাটোর শহর থেকে এর দূরত্ব ৪0 কিলোমিটার নাটোর থেকে লালপুর পর্যন্ত বাস বা সিএনজিতে যেতে পারেন। দেড় ঘন্টার মত সময় লাগবে আর ভাড়া পড়বে ৩0 থেকে ৪0 টাকার মতো। লালপুর সদর থেকে অটো বা ভ্যানে গ্রীনভ্যালী পার্ক যেতে পারেন]

কোথায় থাকবেন

থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে
নাটোর সদর ডাকবাংলো ফোন- 0771-66932
হোটেল ভিআইপিমোবাইল-01718673735
হোটেল প্রিন্স মোবাইল-01746029429
হোটেল রাজ মোবাইল-01727371500
[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
[ গ্রীন ভ্যালি পার্ক এর আশেপাশে থাকার মত তেমন কোন ব্যবস্থা নেই তবে উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আসার আগে অনুমতি নিতে হবে। এছাড়া দিনে যেয়ে দিনেয় ফিরে এসে নাটোর শহরে এসে থাকতে পারেন]
Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।