চলনবিল

 লিখেছেনঃ
  নভে. 18, 2019
  530 Views
1 0

 

                                                                    এ যেন সমুদ্রের মাঝে
                                                                                              ছোট ছোট দ্বীপ
                                                                    অবারিত উঁচু-নিচু পানির ঢেউ
                                                                                             বুক করে ঢিপ ঢিপ!

জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতাসেন’ আর সেই বনলতা সেন এর নাটোরে অবস্থিত চলনবিল যা বাংলাদেশের সর্ববৃহৎ মিঠা পানির বিল। চলনবিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস প্রজনন কেন্দ্র। নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশজুড়ে যে জলভুমি বর্ষাকালের সময়ে ছোটখাটো সমুদ্রের  রূপ নেয় সেটাই বিখ্যাত চলনবিল। বিশাল জলরাশির উপর ছোট ছোট সবুজ রঙের খেলা দেখে মনে হয় সমুদ্রের মাঝে যেন ছোট ছোট দ্বীপ।  ।

চলন বিলের মূলধারা এসেছে আত্রাই ও বড়াল নদী থেকে। চলন বিলের মধ্য দিয়ে বেশকয়েকটি নদী প্রবাহিত হয়েছে যার মধ্যে আত্রাই,বড়াল,করোতোয়া ইত্যাদি। চলন বিলে মোট ৫০ থেকে ৬০ টি বিল রয়েছে যার মধ্যে ছয়আনি বিল, বাগমারায বিল,হরিয়াল বিল ইত্যাদি। ১৯ শতকের প্রথমদিকে এই চলন বিলের আয়তন ছিল প্রায় ১০০০ বর্গমাইল।

বিলের মাঝখানে উঁচু উঁচু স্থান গুলোতে ধীরে ধীরে বসতি গড়ে ওঠে । বর্তমানে এই চলন বিলের আয়তন কমতে কমতে  প্রায় ৬০০ বর্গমাইলে এসে ঠেকেছে। প্রায় ৩৫ বর্গমাইল এলাকা জুড়ে সারা বছরই পানি থাকে। চলনবিল এলাকার মানুষদের জীবিকা নির্বাহ চলে এখানকার কৃষিজমি চাষ করে ও বর্ষাকালের মাছ ধরে। উত্তরবঙ্গের বৃহৎ তিনটি জেলা নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ৫০ টি ইউনিয়ন ১৫ টি গ্রাম এবং ১৩ টি নদী নিয়ে এর বিস্তৃতি।

চলন বিলের আসল রূপ দেখতে হলে বর্ষাকালে এখানে আসতে হবে

[ নাটোর চলনবিল দেখার পর  চলনবিল জাদুঘর দেখে যেতে পারেন]

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী মহাখালী কলাবাগান থেকে নাটোর যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়। ভাড়া ৩৮০-৪০০ টাকার মধ্যে।
ন্যাশনাল ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01713228286, নাটোর মোবাইল- 01713228284)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-017626844401, নাটোর মোবাইল- 01762684402)
এছাড়া তুহিন, শ্যামলী,একতা ও গ্রামীন ট্রাভেলস  এই লাইনে যাতায়াত করে।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে নাটোর

নীলসাগর ছাড়ে 8:00 Am নাটোর
পৌঁছাই 1:05 pm ভাড়া ৩৪০ টাকা।
সোমবার বন্ধ

রংপুর এক্সপ্রেস ছাড়ে 9:00 Am পৌঁছায় 1:58 pm ভাড়া ৩৪০ টাকা
সোমবার বন্ধ

একতা এক্সপ্রেস ছাড়ে  10:00 Am পৌঁছায়  3:02 Pm ভাড়া ৩৪০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  8:00 Pm পৌঁছায় রাত 12:45 Pm ভাড়া ৩৪০ টাকা

লালমনি এক্সপ্রেস  ছাড়ে 10:10 pm পৌঁছায় 3:40 Am ভাড়া ৩৪০ টাকা
শুক্রবার বন্ধ

নাটোর থেকে ঢাকা কমলাপুর

রংপুর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে 12:47 pm পৌছাই 6:20 Am

নীলসাগর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে  2:02 Pm পৌঁছায় 7:10 Am

একতা এক্সপ্রেস  ছাড়ে 2:30 pm পৌঁছায় 8:10 am

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  1:00 pm
পৌঁছায় 6:10

লালমনি এক্সপ্রেস ছাড়ে 2:30 pm পৌঁছায় 08:55 pm

[ নাটোর শহর থেকে বাস, সিএনজি যোগে গুরদাসপুর  বা সিংড়া থানায় যেতে পারেন  এক ঘণ্টার মতো সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকা।সেখান থেকে অটো বা ভ্যানে এক থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিলেই চলনবিল এর দেখা পাওয়া যায়।

এ ছাড়া নাটোর থাকাকালীন স্থানীয়দের সহযোগিতা নিতে পারেন।  চলনবিল বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যায় ভাড়ায়। সারাদিনের জন্য ভালো মানের ইঞ্জিন নৌকা ভাড়া পড়বে ৮০০ থেকে ১০০০ টাকা। সাধারন নৌকা পড়বে ৫০০-৬০০ টাকা]

কোথায় থাকবেন

চলনবিল জাদুঘর এর আশেপাশে থাকার মত তেমন কোনো ব্যবস্থা নেই। চাইলে গুরুদাসপুর উপজেলা ডাকবাংলোতে থাকতে পারেন সেজন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে।

থাকার মতো বিভিন্ন মানের হোটেলরয়েছে।
নাটোর সদর ডাকবাংলো ফোন- 0771-66932
হোটেল ভিআইপিমোবাইল-01718673735
হোটেল প্রিন্স মোবাইল-01746029429
হোটেল রাজ মোবাইল-01727371500

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।