হালতির বিল

 লিখেছেনঃ
  নভে. 18, 2019
  480 Views
1 0

বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত নাটোরের নলডাঙ্গা থানার দেশের দ্বিতীয় বৃহত্তম বিল হালতির বিল। এটি এখন এ অঞ্চলের বিনোদন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত। বিলের ভিতর  দ্বীপের মতো যে ছোট ছোট গ্রামগুলি আছে সেগুলো আরো মনমুগ্ধকর। নাটোর সদর উপজেলা থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে ব্রহ্মপুর ইউনিয়নের বিশাল খোলা এলাকাটি হালতিবিলের অংশ। বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশী আকর্ষণীয়।

বৈশাখ মাস হতে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকায় প্রায় চার ফুট পানিতে নিমজ্জিত থাকে। প্রাকৃতিক মাছের প্রজনন স্থল হিসেবে হালতিবিল বিখ্যাত। বিলটি অথই নদীর সাথে সংযুক্ত। বর্ষাকালে হালতিবিল নৌভ্রমণের জন্য  এই পাটুল এলাকায় প্রচুর পর্যটকের আগমন ঘটে। উত্তরাঞ্চলে কোন সমুদ্র নেই তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন যা হালতির বিল থেকে কিছুটা হলেও সমুদ্রের স্বাদ নিয়ে থাকে পর্যটকরা। হালতি বিলের উত্তাল জলরাশি আর ঢেউ নিমিষেই মন ভালো করে দেয় এখানে আসা প্রকৃতিপ্রেমীদের।

২০০৪ সালে এই বিলটির মাঝ বরাবর প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ করা হয়। বর্ষাকালে এই সড়কটি পানিতে নিমজ্জিত থাকে আর তখন এই সড়কটি হয়ে থাকে বিনোদনের মূল কেন্দ্র। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানারকম দোকানপাট। প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু মানুষ দেশের নানা প্রান্ত থেকে এই বিলটি দেখতে আসে।

পাটুল রাস্তার মোড়ে একটি সাইন বোর্ডে পর্যটকদের আকর্ষণের জন্য লিখা আছে ‘পাটুল মিনি কক্সবাজার’। বিলের মনোরম দৃশ্য ঘুরে দেখার জন্য বিভিন্ন মানের নৌকা এখানে পাওয়া যায়। ৫০০-৮০০ টাকার মধ্যে পুরো দিনের জন্য নৌকাগুলো পেয়ে থাকবেন। তবে নৌকার মাঝির সাথে দর-দাম করে নেওয়া ভালো।

অবস্থান

এটিই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত।

কিভাবে যাবেন
বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী মহাখালী কলাবাগান থেকে নাটোর যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়। ভাড়া ৩৮০-৪০০ টাকার মধ্যে।
ন্যাশনাল ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01713228286, নাটোর মোবাইল- 01713228284)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-017626844401, নাটোর মোবাইল- 01762684402)
এছাড়া তুহিন, শ্যামলী,একতা ও গ্রামীন ট্রাভেলস  এই লাইনে যাতায়াত করে।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে নাটোর

নীলসাগর ছাড়ে 8:00 Am নাটোর
পৌঁছাই 1:05 pm ভাড়া ৩৪০ টাকা।
সোমবার বন্ধ

রংপুর এক্সপ্রেস ছাড়ে 9:00 Am পৌঁছায় 1:58 pm ভাড়া ৩৪০ টাকা
সোমবার বন্ধ

একতা এক্সপ্রেস ছাড়ে  10:00 Am পৌঁছায়  3:02 Pm ভাড়া ৩৪০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  8:00 Pm পৌঁছায় রাত 12:45 Pm ভাড়া ৩৪০ টাকা

লালমনি এক্সপ্রেস  ছাড়ে 10:10 pm পৌঁছায় 3:40 Am ভাড়া ৩৪০ টাকা
শুক্রবার বন্ধ

নাটোর থেকে ঢাকা কমলাপুর

রংপুর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে 12:47 pm পৌছাই 6:20 Am

নীলসাগর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে  2:02 Pm পৌঁছায় 7:10 Am

একতা এক্সপ্রেস  ছাড়ে 2:30 pm পৌঁছায় 8:10 am

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  1:00 pm
পৌঁছায় 6:10

লালমনি এক্সপ্রেস ছাড়ে 2:30 pm পৌঁছায় 08:55 pm

[ নাটোর সদর থেকে এর দূরত্ব ১০ কিলোমিটার সিএনজি বা অটোতে যেতে পারেন সময় ২৫-৩০ মিনিট লাগে আর ভাড়া পড়বে  ২৫-৩০ টাকা]

কোথায় থাকবেন

[ হালতির বিলে থাকার মতো কোনো ব্যবস্থা নেই হালতির বিল দেখে নাটোর এসে থাকতে পারেন। এছাড়া নলডাঙ্গা থানার ডাকবাংলোতে থাকতে পারেন সেজন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]

থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে

নাটোর সদর ডাকবাংলো ফোন- 0771-66932
হোটেল ভিআইপি
মোবাইল-01718673735
হোটেল প্রিন্স মোবাইল-01746029429
হোটেল রাজ মোবাইল-01727371500

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।