নভে. 22, 2019
852 Views
1 0

পাকশী রিসোর্ট

Written by

উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন স্থান ইশ্বরদী। এখানে রেলওয়ে জংশন ছাড়াও বাংলাদেশের একমাত্র ইক্ষু গবেষণা কেন্দ্র ও নানা স্থাপনা রয়েছে। যার মধ্যে পদ্মার কোলঘেষে ঈশ্বরদী উপজেলার পাকশী রিসোর্ট টি অন্যতম।

৩৬ বিঘা জমির উপর এ আকর্ষণীয় রিসোর্ট টি  মুগ্ধ করে যেকোনো পর্যটককে। মূল ভবনের নাম খান মঞ্জিল। খান পরিবারের অন্যতম সদস্য সঞ্জু খান একজন সৌখিন মানুষ।পর্যটন শিল্প বিকাশের জন্য তার বসতবাড়িটি অবকাঠামোগত উন্নয়ন করে তৈরি করেছেন পাকশী রিসোর্ট হিসেবে।

আধুনিক স্থাপত্য শৈলী এবং ল্যান্ড স্কেটিং রিসোর্টটি কে দিয়েছে ভিন্ন মাত্রার সৌন্দর্য। এখানে আছে লং টেনিস বাস্কেটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস কেরাম অথবা সহ আরো নানা ধরনের ইনডোর গেমস। যারা এডভেঞ্চার ভালবাসেন তারা আয়োজন করতে পারেন পারেন এবং থাকতে পারেন এখানে।

এখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে দেখতে পারেন চিত্রা হরিণ বানর ও কালিম পাখি। ক্লান্তিময় জীবন থেকে কিছুটা সময় হাতে নিয়ে এক নির্মল পরিবেশে আন্দোলনও মুহূর্ত কাটিয়ে আসতে পারেন এই পাকশী রিসোর্ট থেকে।

অবস্থান

এটি বাংলাদেশের পাবনা জেলার রেলওয়ে জংশন ঈশ্বরদী হতে ৫ কিলোমিটার দূরে পাকশী রিসোর্ট অবস্থিত। ঈশ্বরদী সদর থেকে সিএনজি বা অটোতে পাকশী রিসোর্ট যেতে পারেন ২০-২৫ মিনিট সময় লাগে।
পাকশী রিসোর্ট যোগাযোগ-01730706258

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে পাবনা যাওয়ার বাস প্রতি ঘন্টায় পাওয়া যায়।

সরকার ট্রাভেলস (টেকনিক্যাল মোবাইল-01718508727, নিউ বাস টার্মিনাল কাউন্টার পাবনা মোবাইল-01725442646)
বাস সার্ভিসের জন্য Shohoz call-16374
Busbd.com call-16460

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে ঈশ্বরদী

বেনাপোল এক্সপ্রেস ছাড়ে 12:40 Am   পৌঁছায় 05:10 Am  ভাড়া ৩১৫ টাকা।
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 11:30 Am
বন্ধ বুধবার
চিত্রা ছাড়ে 7:00 Pm পৌঁছায় 11:40 Am
বন্ধ সোমবার

ঈশ্বরদী থেকে ঢাকা কমলাপুর

বেনাপোল এক্সপ্রেস  4:35Pm পৌঁছায় 08:55 Pm

চিত্রা ছাড়ে 12:55 pm পৌঁছে 06:20 Pm

সুন্দরবন প্রভাতী 12:45 Am 05:40 Am

পদ্মা রিসোর্টের রুম ভাড়া ৪০০০ টাকা।

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।