টুকিটাকি
বাইরের কাউকে দেখলেই মনের কথা খুলে বলতে চাই বিকশিত করতে চাই লুকিয়ে থাকা নানা প্রতিভাও। জীবনের নানা ঘাত-প্রতিঘাতে ব্যর্থ এই মানুষগুলোর স্থান হয়েছে এখানে। খুব সহজেই এরা আপন করতে পারে পরকে আর অনর্গল বলতে থাকে নিজের জীবনের সুখ দুঃখের সমস্ত গল্প। এদের দেখলে মনে হয় জেলখানার মধ্যে আর একটি জেলখানা এরা বোয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত।
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম মানসিক হাসপাতাল এটি। এখানে এনজিও ও সেবামূলক প্রতিষ্ঠান নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে হাসপাতালটিকে। জীবন রক্ষাকারী ওষুধ পথ্য এই সমস্ত সরবরাহ করে থাকে। এছাড়াও হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকরি বা কাজের ব্যবস্থাও সংস্থাটি করে। বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে এই সংস্থা বাৎসরিক অনুদান পায়।
এই পাবনা মানসিক হাসপাতাল টি পূর্বে একটি জমিদার বাড়িতে ছিল। ১৯৫৭ সালের দিকে জেলা সিভিল সার্জন তার নিজ উদ্যোগে জমিদার বাড়িতে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ১৯৫৯ সালের শেষের দিকে পাবনা শহর থেকে আট কিলোমিটার দূরে হেমায়েতপুর নামক গ্রামে ১১৩ একর জায়গা জুড়ে এই হাসপাতাল টি স্থানান্তরিত করা হয়।
১৯৬০ সালে এই হাসপাতালের শয্যা সংখ্যা ছিল ৬০। ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪০০ শয্যা হাসপাতালে পরিণত হয়েছে যার মধ্যে ২৮০ টি নন পেইং ১২০ টি পেইং। মোট ১৮ টি ওয়ার্ডের মধ্যে পুরুষদের জন্য ১৩ টি ও মহিলাদের জন্য পাঁচটি বরাদ্দ আছে। ধীরে ধীরে এই মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
অবস্থান
এটি বাংলাদেশের পাবনা জেলা বাস স্ট্যান্ড হতে ৮ কিলোমিটার দূরে হেমায়েতপুর নামক স্থানে অবস্থিত।
বাস সার্ভিসের জন্য Shohoz call-16374
Busbd.com call-16460
ট্রেনঢাকা কমলাপুর থেকে ঈশ্বরদী
বন্ধ বৃহস্পতিবারসুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 11:30 Am
বন্ধ বুধবার
চিত্রা ছাড়ে 7:00 Pm পৌঁছায় 11:40 Am
বন্ধ সোমবার
ঈশ্বরদী থেকে ঢাকা কমলাপুর
বেনাপোল এক্সপ্রেস 4:35Pm পৌঁছায় 08:55 Pm
চিত্রা ছাড়ে 12:55 pm পৌঁছে 06:20 Pm
সুন্দরবন প্রভাতী 12:45 Am 05:40 Am
[ ইশ্বরদী স্টেশন ট্রেন থেকে নেমে সেখান থেকে বাস বা সিএনজি যোগে পাবনা শহর যেতে পারেন। প্রায় ৫৬ কিলোমিটার রাস্তা ১:৩০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৬০-৭০ টাকা]
[ বাস টার্মিনাল হতে পাবনা মানসিক হাসপাতাল ৮ কিলোমিটার দূরে। বাস টার্মিনাল হতে রিকশা-অটোরিকশা সিএনজি যোগে আনুমানিক ২০-২৫ মিনিটে যাওয়া যায়]
ইডেন বোডিং, পাবনা মোবাইল-01714423443
হোটেল টাইম গেস্ট, পাবনা মোবাইল-01711402677