পাবনার কাচারি পাড়া জামে মসজিদ

 লিখেছেনঃ
  নভে. 25, 2019
  667 Views
0 0

পাবনা শহরের কেন্দ্রীয় মসজিদ কাচারী পাড়া জামে মসজিদ। শহরের ব্যস্ততম এলাকা অফিসপাড়ায় এই মসজিদের অবস্থান।মসজিদটি শত বছরের ঐতিহ্যকে ধারণ করে এখনো পাবনা অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দিগির আশ্রয়স্থল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।মসজিদের গায়ে বসানো ফারসি ভাষায় লিখিত ফলক হতে জানা যায় জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহায়তায় শেখ হারুন চাপরাশি ১৮৮৯ সালে এই মসজিদটি নির্মাণ করেন।

মসজিদের জমি দান করেছিলেন সৌরভ প্রামানিক।তৎকালীন সরকারী কর্মচারীরাও মসজিদটির নির্মাণকালে আর্থিক সহায়তা করেছিলেন। মসজিদটি স্থাপত্যশৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা। ২৬ টি ছোট বড় গম্বুজ ও ৮ ফুট উঁচু এই ধারার প্রকাশ এছাড়াও রয়েছে ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান ও সুউচ্চ মিনার  বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা। এখানে একসাথে প্রায় দেড় হাজার মুসল্লীর অধিক নামাজ আদায় করতে পারে।

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা সদরের কোর্ট ও প্রশাসনিক এলাকায় অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে পাবনা যাওয়ার বাস প্রতি ঘন্টায় পাওয়া যায়।

সরকার ট্রাভেলস (টেকনিক্যাল মোবাইল-01718508727, নিউ বাস টার্মিনাল কাউন্টার পাবনা মোবাইল-01725442646)
বাস সার্ভিসের জন্য Shohoz call-16374
Busbd.com call-16460

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে ঈশ্বরদী
বেনাপোল এক্সপ্রেস ছাড়ে 12:40 Am   পৌঁছায় 05:10 Am  ভাড়া ৩১৫ টাকা।
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 11:30 Am
বন্ধ বুধবার
চিত্রা ছাড়ে 7:00 Pm পৌঁছায় 11:40 Am
বন্ধ সোমবার

ঈশ্বরদী থেকে ঢাকা কমলাপুর

বেনাপোল এক্সপ্রেস  4:35Pm পৌঁছায় 08:55 Pm

চিত্রা ছাড়ে 12:55 pm পৌঁছে 06:20 Pm

সুন্দরবন প্রভাতী 12:45 Am 05:40 Am

[ ইশ্বরদী স্টেশন ট্রেন থেকে নেমে সেখান থেকে বাস বা সিএনজি যোগে পাবনা শহর যেতে পারেন। প্রায় ৫৬ কিলোমিটার রাস্তা ১:৩০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৬০-৭০ টাকা। পাবনা বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটো যোগে ১০-১৫ মিনিট এ কাচারি পাড়া জামে মসজিদ যাওয়া যায়]

কোথায় থাকবেন

পাবনা শহরে  বিভিন্ন মানের হোটেল ও মোটেল রয়েছে।

সার্কিট হাউজ পাবনা ফোন-0731-65088 ডিসি রোড, পাবনা।
ইডেন বোডিং, পাবনা মোবাইল-01714423443
হোটেল টাইম গেস্ট, পাবনা মোবাইল-01711402677

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।