তাঁতীবন্দ জমিদার বাড়ি

 লিখেছেনঃ
  নভে. 25, 2019
  802 Views
0 0

পাবনা জেলার যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম জমিদারবারি এই তাঁতিবন্দ জমিদার বাড়ি। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্দ নামক গ্রামে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি।

আনুমানিক ১৭ শতকের মাঝামাঝি সময়ে উপেন্দ্র নারায়ণ চৌধুরী নামে এক জমিদার এ জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই জমিদার বংশধররা এই  তাঁতিবন্দ জমিদারী পরিচালনা করেন। বেশ কয়েক প্রজন্ম এই জমিদারী পরিচালনা করলেও বিজয় গোবিন্দ চৌধুরী তার অসাধারন গুনাবলীর কারণে বেশ পরিচিত হয়ে আছেন এই অঞ্চলে।

তিনি এই অঞ্চলে বেশ কিছু স্থাপনা তৈরি করেন। জনদরদি এই জমিদার তার জমিদারি আরো বৃদ্ধি করেন। তার সময় থেকে এলাকাবাসী তার নামেই এই জমিদার বাড়িটি কে জানত। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সিদ্ধহস্ত আর এজন্য প্রজাদের কাছে ভালবাসার পাত্র হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি।

অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত এই জমিদার গরিব প্রজাদের খাজনা মাফ করে দিতেন। হিন্দু মুসলিম সব ধর্মের প্রজাদের কাছে তিনি প্রিয় ছিলেন। হিন্দু-মুসলমান দাঙ্গা দমনে তিনি মুসলমানদের কোরবানির জন্য আলাদা  জায়গা করে দেন।

উপেন্দ্র নারায়ন উঠত জমিদার বংশ ও জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেও মূলত জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী সময় জমিদার বাড়িতে বিশাল বিশাল সুন্দর কারুকার্যখচিত একাধিক অট্টালিকা তৈরি করা হয়। এছাড়াও কয়েকটি দিঘির দুইটি সর্বোচ্চ মোট তৈরি করা হয়। এই দুইটি সুউচ্চ মোট বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষিত বস্তু হিসেবে রয়েছে।

কিভাবে যাবেন
বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে পাবনা যাওয়ার বাস প্রতি ঘন্টায় পাওয়া যায়।

সরকার ট্রাভেলস (টেকনিক্যাল মোবাইল-01718508727, নিউ বাস টার্মিনাল কাউন্টার পাবনা মোবাইল-01725442646)
বাস সার্ভিসের জন্য Shohoz call-16374
Busbd.com call-16460

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে ঈশ্বরদী

বেনাপোল এক্সপ্রেস ছাড়ে 12:40 Am   পৌঁছায় 05:10 Am  ভাড়া ৩১৫ টাকা।
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 11:30 Am
বন্ধ বুধবার
চিত্রা ছাড়ে 7:00 Pm পৌঁছায় 11:40 Am
বন্ধ সোমবার

ঈশ্বরদী থেকে ঢাকা কমলাপুর

বেনাপোল এক্সপ্রেস  4:35Pm পৌঁছায় 08:55 Pm

চিত্রা ছাড়ে 12:55 pm পৌঁছে 06:20 Pm

সুন্দরবন প্রভাতী 12:45 Am 05:40 Am

[ ইশ্বরদী স্টেশন ট্রেন থেকে নেমে সেখান থেকে বাস বা সিএনজি যোগে পাবনা শহর যেতে পারেন। প্রায় ৫৬ কিলোমিটার রাস্তা ১:৩০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৬০-৭০ টাকা।পাবনার জেলা সদর থেকে সুজানগর উপজেলা বাস বা সিএনজি যোগে যেতে পারেন উপজেলা সদর দেড় ঘন্টার মত সময় লাগে আর ভাড়া পড়বে ৪০-৪৫ টাকার মতো। সুজানগর উপজেলা থেকে সিএনজি বা অটো যোগে উত্তর দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাতিবন্ধ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিদার বাড়ি  যাওয়া যায়]

কোথায় থাকবেন

পাবনা শহরে  বিভিন্ন মানের হোটেল ও মোটেল রয়েছে।

সার্কিট হাউজ পাবনা ফোন-0731-65088 ডিসি রোড, পাবনা।
ইডেন বোডিং, পাবনা মোবাইল-01714423443
হোটেল টাইম গেস্ট, পাবনা মোবাইল-01711402677

[সুজানগর  উপজেলা সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।