হিন্দা-কসবা শাহী জামে মসজিদ

 লিখেছেনঃ
  নভে. 26, 2019
  724 Views
0 0

প্রায় শত বছরের প্রাচীন নিদর্শন এই হিন্দা কসবা মসজিদ। ইসলামী ঐক্যের বার্তা বহনকারী পীর আব্দুল গফুর চিশতী রহমাতুল্লাহ এর আমলে এটি নির্মিত হয়। জয়পুরহাট শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলাল উপজেলার  বড়াইল ইউনিয়নের হিন্দি গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো।

মোগল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেয়ালের পোড়ামাটির আস্তরন দেখা যায়। কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চিনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজরকাড়া রূপ যে কাওকে মুগ্ধ করে।

হযরত আব্দুল কাদের এই ঐতিহ্যবাহি মসজিদটির নকশা করেন। ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক স্তম্ভের কথা স্মরণ করে এই মসজিদটিতে পাঁচটি গম্বুজ নির্মাণ করা হয়। গম্বুজ গুলোর সাদা টাইলসের বাইরের আস্তরণ  চোখে পড়ার মতো। মূল গম্বুজের চারপাশে চারটি গম্বুজ আছে। মসজিদটি দৈর্ঘ্য প্রস্থে ৫০×২৩ ফুট।

মসজিদটির ডান পাশে একটি ৪০ ফুট লম্বা মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে যেখান থেকে আযানের ব্যবস্থা করা আছে। মিনারের উপরে মাইক স্থাপন করা আছে যেখান থেকে আযানের ধ্বনি এলাকায় মুসল্লিদের নামাজের আহ্বান জানায়। মসজিদের বাম পাশে একজন পীর ও তার শিষ্যদের মাজার রয়েছে। প্রায় ৩০০-৪০০ মুসল্লী এখানে একসাথে নামাজ আদায় করতে পারে।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে জয়পুরহাট যাওয়ার বাস পাবেন ।
হানিফ এন্টারপ্রাইজ কল্যাণপুর মোবাইল-01713049573
এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কল্যাণপুর মোবাইল-01711394801
ঢাকা থেকে জয়পুরহাট ননএসি বাস ভাড়া ৪৫০ টাকা।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে জয়পুরহাট

নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Am পৌঁছায়  02:48 pm
বন্ধ সোমবার

একতা এক্সপ্রেস ছাঁড়ে 10:00 Am পৌঁছায় 5:00 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Pm পৌঁছাই 02:34 Am

কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে  8:45 Pm পৌঁছায় 02:53 Am
বন্ধ বুধবারসকল ট্রেনের ভাড়া 410 টাকা

জয়পুরহাট থেকে ঢাকা কমলাপুর

নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 12:20 Am পৌঁছাই 07:10 Am

একতা এক্সপ্রেস 1:30 Am পৌঁছায় 8:10 Am

কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে 10:52 Am পৌঁছায় 5:25 pmদ্রুতযান এক্সপ্রেস ছাড়ে 11:34 pm পৌঁছায় 6:10 Am

[ জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে বাস বা সিএনজি যোগে ক্ষেতলাল উপজেলায় নেমে সেখান থেকে অটো বা ভ্যান যোগে আপনারা হিন্দা কসবা শাহী জামে মসজিদ যেতে পারেন। জয়পুরহাট শহর থেকে ক্ষেতলাল উপজেলা ২৫-৩০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ২০-২৫ টাকার মতো]
কোথায় থাকবেন

জয়পুরহাট শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।

হোটেল সাদ, ১ নং স্টেশন রোড জয়পুরহাট মোবাইল-01721904488

প্রমি হোটেল, সদর থানার পশ্চিম পাশে  মোবাইল 01727-806667

হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, সদর রোড,জয়পুরহাট মোবাইল-01717866529

[ ক্ষেতলাল উপজেলা সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]
[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।