লকমা জমিদার বাড়ি

 লিখেছেনঃ
  নভে. 26, 2019
  616 Views
0 0
৫৬ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এ নদীমাতৃক দেশে  প্রকৃতি যেন নিজহাতে সাজিয়েছে এ বাংলাকে। যুগে যুগে এ বাংলায় বসবাস করতে এসেছে তুরান থেকে পীর- দরবেশরা তাঁরা যেমন নির্মাণ করেছিলেন মসজিদ-মাদ্রাসা তেমনি দেশের জমিদারদের শাসনামলে তাঁরা নির্মাণ করেছিলেন  নানা আকৃতির মন্দির ও জমিদার বাড়ি গুলো।
৪৭ এর দেশভাগ ও পঞ্চাশের জমিদারি প্রথা বিলুপ্ত এর পরে তাঁরা এ ঐতিহ্যবাহী জমিদার বাড়ি গুলো রেখে পাড়ি জমান কলকাতায়। যত্ন ও দেখভালের অভাবে অনেকটাই বিলীন হয়ে পড়ে এইসব স্থাপনা। তেমনি একটি জমিদার বাড়ি লকমা জমিদার বাড়ি। যা বাংলাদেশের উত্তরবঙ্গের ভারতের সীমানা লাগোয়া জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবস্থিত।
এটি চৌধুরি বাড়ি নামেও পরিচিত। বর্তমানে এর মালিক হাদী মামুন চৌধুরী। আনুমানিক ১৬ শতাব্দীতে এটি নির্মাণ করেন চৌধুরীদের পূর্বপুরুষেরা। কথিত আছে চৌধুরী জমিদার ছিলেন অনেক অত্যাচারী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে।এক গায়েবী বার্তায় জমিদারি ছেড়ে চলে যেতে বলা হয় তাদেরকে ,তখন তারা জমিদারি ছেড়ে   পশ্চিমবঙ্গে চলে যান।
পঞ্চাশের জমিদারি বিলুপ্তির আগেই এখানে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। প্রায় ৯ বিঘা জায়গার উপরে জমিদার বাড়িটি নির্মিত। এর ছিল মোট দুইটি তিনতলা বিশিষ্ট প্রাসাদ যার প্রায় পঁচিশটি করে ঘর ছিল। জমিদারের জমিদারীতে ছিল হাতি,ঘোড়া,  সৈন্য,কাছাড়ি বাড়ি। বর্তমানে  জমিদার বাড়ির এক-তৃতীয়াংশ মাটির গর্ভে হারিয়ে গেছে।
অবস্থান
এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার  কড়াই গ্রামে অবস্থিত।
কিভাবে যাবেন
বাস
ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে জয়পুরহাট যাওয়ার বাস পাবেন ।
হানিফ এন্টারপ্রাইজ কল্যাণপুর মোবাইল-01713049573
এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কল্যাণপুর মোবাইল-01711394801
ঢাকা থেকে জয়পুরহাট ননএসি বাস ভাড়া ৪৫০ টাকা।
ট্রেন
ঢাকা কমলাপুর থেকে জয়পুরহাট
নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Am পৌঁছায়  02:48 pmবন্ধ সোমবারএকতা এক্সপ্রেস ছাঁড়ে 10:00 Am পৌঁছায় 5:00 pmদ্রুতযান এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Pm পৌঁছাই 02:34 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে  8:45 Pm পৌঁছায় 02:53 Am
বন্ধ বুধবারসকল ট্রেনের ভাড়া 410 টাকাজয়পুরহাট থেকে ঢাকা কমলাপুর
নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 12:20 Am পৌঁছাই 07:10 Am
একতা এক্সপ্রেস 1:30 Am পৌঁছায় 8:10 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে 10:52 Am পৌঁছায় 5:25 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে 11:34 pm পৌঁছায় 6:10 Am

জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে পাঁচবিবি উপজেলা  ২৩ কিলোমিটার পথ বাস বা  সিএনজিতে ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো। পাঁচবিবি উপজেলা থেকে কড়াই  গ্রামে অবস্থিত লকমা জমিদার বাড়ি ভ্যানে যেতে পারেন]

কোথায় থাকবেন

জয়পুরহাট শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।

হোটেল সাদ, ১ নং স্টেশন রোড জয়পুরহাট মোবাইল-01721904488

প্রমি হোটেল, সদর থানার পশ্চিম পাশে  মোবাইল01727-806667

হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, সদর রোড,জয়পুরহাট মোবাইল-01717866529

[ পাঁচবিবি উপজেলা সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]
[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।