নবরত্ন মন্দির

 লিখেছেনঃ
  নভে. 28, 2019
  398 Views
0 0
 সাতচল্লিশের দেশভাগের পর অনেক হিন্দু জমিদারদের দেশ  ত্যাগ ছিল প্রচলিত ঘটনা যা ১৯৫০ এর জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়ে শেষ হয়। এদেশের হিন্দু জমিদাররা কলকাতাতে পাড়ি জমালে রেখে যান তাদের তৈরিকৃত নানা স্থাপনা। মন্দির যার মধ্যে অন্যতম। তেমনই একটি মন্দির নবরত্ন মন্দির যা সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গ্রামে অবস্থিত।
মন্দিরটি দীর্ঘদিন জঙ্গলের মাঝে লোকচক্ষুর আঁড়ালে ছিল পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে। এই মন্দিরে ছিল নানা মূল্যবান সামগ্রী যা কালের বিবর্তনে চুরি হয়ে যায়।  মন্দিরটির আরও দুটি নাম আছে হাটিকুমরুল মন্দির ও দোলমঞ্চ মন্দির। এর উত্তর দক্ষিণে  রয়েছে আরও তিনটি মন্দির যা  শিব মন্দির নামে পরিচিত।
এর নির্মাণকাল সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যায়না তবে এলাকাবাসীর মতে ১৭ শতকের মাঝামাঝি ১৬৬৫-১৬৬৬ সালের দিকে রামনাথ ভাদুরী এটি নির্মাণ করেন।  আবার অনেকের মতে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খানের সময় ১৮ শতকের প্রথম দিকে এটি নির্মিত হয় । মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপরে অবস্থিত যা তিন তলাবিশিষ্ট।
উত্তর-দক্ষিণ এ আরও তিনটি মন্দিরের সাথে এই মন্দিরের পোড়ামাটির নকশার সাদৃশ্য পাওয়া যায়। ধারণা করা হয় জমিদার রামনাথ ভাদুরী মূল মন্দিরের সাথে উত্তর দক্ষিণে আরো তিনটি মন্দির নির্মাণ করেন। এর মোট সাতটি বারান্দা ও পাঁচটি দরজা রয়েছে। দৈর্ঘ্য-প্রস্থে ১৬×১৪ মিটার।  এর নয়টি চূড়া ছিল যা থেকে নবরত্ন মন্দির এর নাম এসেছে।

অবস্থান

এটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শহর হতে ২০ কিলোমিটার দূরে উপজেলা উল্লাপাড়ার উত্তর দিকে হাটিকুমরুল নামক গ্রামে অবস্থিত।

কিভাবে যাবেন

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যেকোনো বাসে চড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর নেমে রিক্সা ভ্যান গাড়ি যোগে এক কিলোমিটার দূরের নবরত্ন মন্দির ঘুরে আসতে পারবেন। রাজধানী ঢাকার কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল হতে অথবা মহাখালী বাস টার্মিনাল হতে ঢাকা হতে বগুড়া গামী অথবা ঢাকা-রাজশাহী গামী যেকোনো বাসে চলে ভবন করতে পারবেন। এছাড়া ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে বেশ কয়েকটি বাস যোগে আসতে পারেন।
বাস
 ঢাকা লাইন পরিবহন (টেকনিক্যাল কাউন্টার মোবাইল-01879116916, সিরাজগঞ্জ মোবাইল-01879116912)
অভি ক্লাসিক  (টেকনিক্যাল মোবাইল-01715155939, সিরাজগঞ্জ মোবাইল-01715114180)
নন এসি ভাড়া ২৫০ টাকা
এছাড়া হানিফ, ন্যাশনাল,শ্যামলী, দেশ ট্রাভেলস  যোগে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর নেমে নবরত্ন মন্দির দেখতে  যেতে পারেন।
ট্রেন

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন সিরাজগঞ্জ মনসুর আলী স্টেশন, উল্লাপাড়ায় দাঁড়ায়। ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশন থেকে পুরো দিনেই সিরাজগঞ্জের  ট্রেন পাওয়া যায়।

কোথায় থাকবেন

সিরাজগঞ্জ শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।
হোটেল আরমানি, মুজিব সড়ক, মোবাইল-01711340519
হোটেল অনিক ,মুজিব সড়ক, মোবাইল-01712062061
হোটেল আল হামরা, স্বাধীনতা স্কয়ার, মোবাইল-01745629264
হোটেল উত্তর ভিলা, সিরাজগঞ্জ রোড চৌরাস্তা,মোবাইল-01712623180
[ উল্লাপাড়া উপজেলা সদর থাকতে চাইলে ডাকবাংলো থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]
[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।