Nov 28, 2019
802 Views
0 0

বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক

Written by

সিরাজগঞ্জ জেলার অধীনে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিমে সায়েদাবাদে ৬০০ একর জমির উপর স্থাপিত বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক জনগণের জন্য উন্মুক্ত করা হয় ২০০৮ সালে।বর্তমানে এটি সিরাজগঞ্জের বিনোদনপ্রেমীদের ছাপিয়ে দেশের  বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণত বিভিন্ন ছুটিতে পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর জন্য এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এখানে পিকনিক স্পট সহ মিনি চিড়িয়াখানা রয়েছে। পুরো পার্ক জুড়ে হাঁটার রাস্তার ব্যবস্থা আছে আর হাঁটতে হাঁটতে দেখতে পারেন এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য। ইকোপার্ক এ আছে চঞ্চলা হরিণের উন্মুক্ত বিচরণ, পাখির কলকাকলি, ঝাউবন, নানা ঔষধি বৃক্ষের সমারোহ, নানাবিধ শোভাবর্ধনকারী ফুলের গাছ। ইকোপার্ক এলাকায় উম্মুক্ত বিচরণকৃত বন্যপ্রাণী সমূহ দেখতে পারবেন সহজেই। এখানে প্রাইভেটকার ও মোটরবাইক নিয়েও  প্রবেশের সুবিধা রয়েছে যার জন্য আলাদা টিকিট কাটতে হয়।

পুরো ইকো পার্ক ঘুরতে ২-৩ ঘণ্টার বেশি সময় লাগবে। ছুটির দিনগুলোতে পুরো একটা দিন হাতে নিয়ে এখানে আসতে  পারেন।  এখানে এসে সবুজের সমারোহে নিজেকে বিলিয়ে দিতে পারেন খুব সহজেই। তবে পার্কটিতে খাবারের ক্যান্টিন ও বিশ্রামের ব্যবস্থা না থাকায় পরিবার-পরিজন নিয়ে কিছুটা অসুবিধায় পড়তে পারেন সেজন্য সঙ্গে করে খাবার নিয়ে  আসতে  পারেন ও দিনে এসে দিনেই  এখান থেকে ফিরে যেতে হবে।

[ প্রতিদিন টিকিটের বিনিময়ে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই পার্কটি খোলা থাকে]

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ  জেলা শহর হতে দক্ষিনে প্রায় ৮ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম পাড় ঘেঁষে অবস্থিত।

[ সিরাজগঞ্জ শহর থেকে বাস বা সিএনজি যোগে ৮ কিলোমিটার পথ বঙ্গবন্ধু যমুনা সেতু পঁশ্চিম নেমে সেখান থেকে কিছু দূর হাঁটলেই বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক]

কিভাবে যাবেন

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যেকোনো বাসে চড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর নেমে রিক্সা ভ্যান গাড়ি যোগে এক কিলোমিটার দূরের নবরত্ন মন্দির ঘুরে আসতে পারবেন।

রাজধানী ঢাকার কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল হতে অথবা মহাখালী বাস টার্মিনাল হতে ঢাকা হতে বগুড়া গামী অথবা ঢাকা-রাজশাহী গামী যেকোনো বাসে চলে ভবন করতে পারবেন। এছাড়া ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে বেশ কয়েকটি বাস যোগে আসতে পারেন।

বাস

ঢাকা লাইন পরিবহন (টেকনিক্যাল কাউন্টার মোবাইল-01879116916, সিরাজগঞ্জ মোবাইল-01879116912)
অভি ক্লাসিক  (টেকনিক্যাল মোবাইল-01715155939, সিরাজগঞ্জ মোবাইল-01715114180)
নন এসি ভাড়া ২৫০ টাকা
এছাড়া হানিফ, ন্যাশনাল,শ্যামলী, দেশ ট্রাভেলস  যোগে সিরাজগঞ্জ  যেতে পারেন।

ট্রেন

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন সিরাজগঞ্জ মনসুর আলী স্টেশন, উল্লাপাড়ায় দাঁড়ায়। ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশন থেকে পুরো দিনেই সিরাজগঞ্জে ট্রেন পাওয়া যায়।

কোথায় থাকবেন

সিরাজগঞ্জ শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।
হোটেল আরমানি, মুজিব সড়ক, মোবাইল-01711340519
হোটেল অনিক ,মুজিব সড়ক, মোবাইল-01712062061
হোটেল আল হামরা, স্বাধীনতা স্কয়ার, মোবাইল-01745629264
হোটেল উত্তর ভিলা, সিরাজগঞ্জ রোড চৌরাস্তা,মোবাইল-01712623180

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

Leave a Reply