মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা

 লিখেছেনঃ
  নভে. 25, 2019
  476 Views
0 0

ষাটের দশকে বাংলা সিনেমা জগতের রুপালি পর্দার সারা জাগানো অভিনেত্রী সুচিত্রা সেন। যার অনবদ্য অভিনয় ও রুপে মুগ্ধ হয়েছে লক্ষ কোটি দর্শক। তিনি ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার সেন ভাঙ্গাবাড়ি গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালের দিকে তার বাবা করুণাময় দাশগুপ্ত পরিবারসহ কলকাতায় পাড়ি জমান।

পাবনা শহরের গোপালপুর হিমসাগর এলাকার সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি জেলা সংস্কৃতিপ্রেমীদের ভালোবাসার অন্যতম একটি স্থান। জেলা প্রশাসকের উদ্যোগে সুচিত্রা সেনের বাড়িটিকে বেশ কয়েক বছরের প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয়েছে ‘কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসাবে।

পূর্বে এই বাড়িটি ইমাম গাজ্জালী ট্রাস্টের অধীনে ছিল। আদালতের রায়ে ২০১৪  সালে বাড়িটিকে হস্তান্তর করা হয় পাবনা জেলা প্রশাসকের কাছে। সুচিত্রা সেনের প্রথম ছবি ‘শেষ কোথায়’। ১৯৫২ সালের শেষের দিকে এই ছবিটিতে অভিনয় করলেও ছবিটি দর্শকের সামনে আসেনি।  পরবর্তীতে বাংলা মহানায়ক উত্তম কুমারের সাথে জুটি বাঁধেন।

তাঁদের প্রথম ছবি ‘সাড়ে চুয়াত্তর’ বক্সঅফিসে তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপরে সুচিত্রা-উত্তম জুটি একের পর এক ব্যবসাসফল ছবি বাংলা দর্শকদের উপহার দেয়। উত্তম-সুচিত্রার এই অবিচ্ছেদ্য জুটি পরবর্তী ২০ বছরে বাংলা চলচিত্তে সবচেয়ে সফল  জুটি হিসাবে পরিচিতি লাভ করে। দীর্ঘদিন তিনি লোকচক্ষুর আঁড়ালে থেকে ২০১৪ সালের ১৭ জানুয়ারি ৮৩ বছর বয়সে মারা যান।

কি কি দেখবেন

সুচিত্রা সেনের নানা রকম ছবি, তার জীবনের বিভিন্ন তথ্য সম্বলিত বিলবোর্ড, পুস্তিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে এখানে। বাড়ির আঙিনায় সম্প্রতি স্থাপন করা হয়েছে সুচিত্রার একটি ম্যুরাল। প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে মহানায়িকার বিশাল আকৃতির একটি ম্যুরাল।

[ সোমবার সাপ্তাহিক ছুটি ছাড়া সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই সংগ্রহশালা খোলা থাকে]

মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা, মোবাইল-01744-891235

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে পাবনা যাওয়ার বাস প্রতি ঘন্টায় পাওয়া যায়।

সরকার ট্রাভেলস (টেকনিক্যাল মোবাইল-01718508727, নিউ বাস টার্মিনাল কাউন্টার পাবনা মোবাইল-01725442646)
বাস সার্ভিসের জন্য Shohoz call-16374
Busbd.com call-16460

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে ঈশ্বরদী

বেনাপোল এক্সপ্রেস ছাড়ে 12:40 Am   পৌঁছায় 05:10 Am  ভাড়া ৩১৫ টাকা।
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 11:30 Am
বন্ধ বুধবার
চিত্রা ছাড়ে 7:00 Pm পৌঁছায় 11:40 Am
বন্ধ সোমবার

ঈশ্বরদী থেকে ঢাকা কমলাপুর

বেনাপোল এক্সপ্রেস  4:35Pm পৌঁছায় 08:55 Pm

চিত্রা ছাড়ে 12:55 pm পৌঁছে 06:20 Pm

সুন্দরবন প্রভাতী 12:45 Am 05:40 Am

[ ইশ্বরদী স্টেশন ট্রেন থেকে নেমে সেখান থেকে বাস বা সিএনজি যোগে পাবনা শহর যেতে পারেন। প্রায় ৫৬ কিলোমিটার রাস্তা ১:৩০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৬০-৭০ টাকা। পাবনা বাস স্ট্যান্ড হতে রিকশা অটো সিএনজি যোগে সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা যাওয়া যায় ১০-১৫ মিনিটের মত সময় লাগে ভাড়া পড়বে ২৫-৩০ টাকার মতো]

কোথায় থাকবেন

পাবনা শহরে  বিভিন্ন মানের হোটেল ও মোটেল রয়েছে।

সার্কিট হাউজ পাবনা ফোন-0731-65088 ডিসি রোড, পাবনা।
ইডেন বোডিং, পাবনা মোবাইল-01714423443
হোটেল টাইম গেস্ট, পাবনা মোবাইল-01711402677

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
পাবনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।