পুঠিয়া রাজবাড়ি

 লিখেছেনঃ
  নভে. 16, 2019
  1024 Views
0 0

রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ৬০ একর জমির উপর প্রতিস্ঠিত এই পুঠিয়া রাজবাড়ী। সম্রাট আকবরের শাসনামলে রাজবাড়ী প্রতিষ্ঠিত হয়। ১৫৩৮ থেকে ১৫৭৬ সাল পর্যন্ত বাংলায় আফগান শাসন থাকায় এর বিভিন্ন অংশ আফগান জায়গীরদের অধীনে ছিল।

লস্কর খান নামক একজন আফগান জায়গীরদারের নাম অনুসারে পুঠিয়ার পূর্বনাম ছিল লস্করপুর।বৎসাচার্যের বড় ছেলে পীতাম্বর এর মাধ্যমেই পুঠিয়ার জমিদারির সূচনা হয় এবং তিনি পুঠিয়া রাজবাড়ি নির্মাণ করেন। পুঠিয়ার এই রাজবাড়ি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য রাজ বাড়ির চারপাশে ৩০ একর জলাশয়  করা হয়েছিলো।

মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ যার সাথে আছে ৯ টি মন্দির ও একটি মঠ এরমধ্যে রয়েছে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, রয়েছে পশ্চিম দিকে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির, আর্নিক মন্দির, রাজবাড়ীর প্রবেশপথে রয়েছে বিরাট শিবমন্দির এছাড়াও দোল মন্দির সহ আরো কিছু মন্দির রয়েছে।

কালের সাক্ষী এই রাজবাড়িটি যেন মনে করিয়ে দেয় অতীতের ঐশ্বর্যকে।রানীর স্নানের ঘাট অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ী প্রাঙ্গন। বর্তমানে  এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন। পুঠিয়ার প্রত্ন নিদর্শনের মধ্যে চৌদ্দটি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে।

কি কি দেখবেন

[ পুঠিয়া রাজবাড়ি আশেপাশে ৫০০ মিটারের মধ্যে এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন]

গোবিন্দ মন্দির

ছোট আহ্নিক মন্দির

ছোট শিব মন্দির

দোল মন্দির

বড় শিব মন্দির

জগন্নাথ /রথ মন্দির

চাঁদ আমি জমিদার বাড়ি ও মন্দির সমূহ:

হাওয়াখানা

কৃষ্ণপুর মন্দির

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।

ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।

ট্রেন

ঢাকা থেকে রাজশাহী

ধুমকেতু এক্সপ্রেস  ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ

বনলতা এক্সপ্রেস  ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা

সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am  ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ

রাজশাহী থেকে ঢাকা

বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:
40 Am  ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ

ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am  ভাড়া 340 টাকা।

শনিবার বন্ধ

[রাজশাহী নাটোর থেকে সড়কপথে পুঠিয়া রাজবাড়ি দূরত্ব যথাক্রমে ৩০ কিলোমিটার ও ১৬ কিলোমিটার। রাজশাহী গামী যেকোনো বাসে চড়ে রাজশাহী নাটোর মহাসড়ক পুঠিয়া বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে  রিক্সা বা অটোতে  রাজবাড়ী যাওয়া যায় ১০ মিনিট সময় লাগে আর ভালো পড়বে ১০ টাকা]

কোথায় থাকবেন

[পুঠিয়া উপজেলায়  ডাকবাংলোতে থাকতে পারেন এর জন্য আগে থেকে অনুমতি নিতে হবে এছাড়া পুঠিয়া রাজবাড়ী দেখে সেইদিনই রাজশাহী শহরে এসে থাকতে পারেন]

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল। হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100

হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470

হক’স ইন-0721810420

[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।