শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা

 লিখেছেনঃ
  নভে. 16, 2019
  1030 Views
0 0

টুকিটাকি

পদ্মার কোল ঘেঁষে অবস্থিত, শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী শহরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র। বিভাগীয় এই চিড়িয়াখানাটি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য  সবুজে ঘেরা এক নির্মল স্থান যা রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র এবং শিশুপার্ক হিসেবেও ব্যবহৃত হয়।

১৯৮৩ সালের শেষের দিকে জেলা প্রধান নিবার্হী কর্মকর্তা আব্দুস সালাম নিজ উদ্যোগে এই চিড়িয়াখানার লেকে দুটি ঘড়িয়ালের বাচ্চা ছেড়ে চিড়িয়াখানা টির শুভ সূচনা করেন। ১৯৯৫ সালে জেলা প্রশাসক পদে বিভাগীয় কমিশনার সৈয়দুর রহমান ও জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রহিমের প্রচেষ্ঠায় একটি পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় উন্নীত হয়।

ইতিহাস

ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। খেলা দেখা ও বাজি ধরা হয় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হতো। শহরাঞ্চলে ঘোড়দৌড় মাঠ বাস করছিল। রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পাড়ে। এখন এই রেসকোর্স ময়দান রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা।

রাজশাহী শহরের বিনোদন প্রেমীদের জন্য তৎকালীন মন্ত্রী শহীদ এ এইচ এম কামারুজ্জামান এই উদ্যান প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখেন। ১৯৭২ সালে কার্যক্রম শুরু হয়। প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত এই উদ্যানটিকে রাজশাহী জেলা পরিষদের কাজ থেকে ১৯৯৬ সালের শেষের দিকে রাজশাহী সিটি কর্পোরেশন নিজ দায়িত্ব নেন।

সংগ্রহ

এখানে রয়েল বেঙ্গল টাইগার সহ সিংহ, ভাল্লুক, অজগর, সাপ, ঘড়িয়াল, মসজিদ সংলগ্ন পুকুরে নানাপ্রকার মাছ প্রায় ৫০০ মিটার আয়তনের একটি লেক হরিণ ছাড়াও নানাপ্রকার পশুপাখির এক সংগ্রহশালা এটি। এখানে রয়েছে  বড় ছোট সবার জন্য নানা রকম রাইডস। নানারকম ভাস্কর্য।

অবস্থান

 

এটি বাংলাদেশের রাজশাহী জেলা শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার পশ্চিম দিকে রাজশাহী  কোর্ট সড়কে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।

ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডমোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।

ট্রেন

ঢাকা থেকে রাজশাহী

ধুমকেতু এক্সপ্রেস  ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ

বনলতা এক্সপ্রেস  ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা

সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am  ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ

রাজশাহী থেকে ঢাকা

বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:
40 Am  ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ

ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am  ভাড়া 340 টাকা।

শনিবার বন্ধ

[ রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার পশ্চিমে জিরো পয়েন্ট কোর্ট প্রধান রাস্তার পার্শে চিড়িয়াখানা টি অবস্থিত। জিরো পয়েন্ট থেকে রিক্সা বা অটোতে যাওয়া যায় ১০-১৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে যথাক্রমে ২০ টাকা ও ৭ টাকা]

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল।

হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188

হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100

হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470

হক’স ইন-0721810420

[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।