বাঘা মসজিদ

 লিখেছেনঃ
  নভে. 16, 2019
  674 Views
0 0

টুকিটাকি

বাঘা শাহী মসজিদ যা উত্তরবঙ্গের রাজশাহী অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন। যার ফলস্বরূপ বাংলাদেশের ৫০ টাকার নোটে মসজিদটির ছবি স্থান পেয়েছে। প্রায় ৪৫০ বছরের পুরনো এই মসজিদটি রাজশাহী শহর থেকে পূর্ব দিকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী জেলার বাঘা উপজেলা সদরে এই মসজিদটির অবস্থান।

ইতিহাস

হোসেন শাহী বংশের দ্বিতীয় বংশধর সুলতান নসরত শাহ (১৫২২-১৫২৫) খ্রিস্টাব্দের মধ্যে ইসলাম ধর্ম প্রসারে ও স্থানীয়দের ইসলাম ধর্মে উদ্বুদ্ধ করতে মসজিদটি নির্মাণ করেন। ৪৫০ বছরের পুরনো এই মসজিদটি বিভিন্ন সময় সংস্কার করা হলেও এর নির্মাণকালীন বৈশিষ্ট্য বজায় রেখে ১৮৯৭ সালে মসজিদটির ভগ্ন ছাদ নতুন ভাবে দেওয়া হয়।

অবকাঠামো

প্রায় ৮৫ একর জায়গার উপর অবস্থিত এই মসজিদটি ১০ ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের  উপরে অবস্থিত। মোট ১০ টি একই আকৃতির গম্বুজ নিয়ে গঠিত এই মসজিদটি চতুষ্কোণে চারটি আর ভিতরে ৬ টি পিলারের ওপর অবস্থিত।এটি দৈর্ঘ্য-প্রস্থে ৭৫×৪২ ফুট।  মসজিদের  নিচের অংশ থেকে  গম্বুজ পর্যন্ত এর উচ্চতা ২৪.৬ ফুট। এর ভিতরে প্রবেশের জন্য মোট পাঁচটি দরজা রয়েছে।
মসজিদটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। মসজিদের মূল আকর্ষণ এর ৮ ফুট চওড়া দেয়াল। ভিতরে মোট চারটি মেহরাব আছে। ভিতরে-বাহিরে মিলে একসাথে প্রায় ৫০০ জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন।পুরো মসজিদ জুড়ে টেরাকোটার নকশা যে কোন পর্যটক কে সহজেই  মুগ্ধ করে।

কি কি দেখবেন

২৫৬ বিঘা জমির উপর সুবিশাল দীঘি, আউলিয়াদের মাজার, মূল দরগা শরীফ ও জাদুঘর, মসজিদ সংলগ্ন বিশাল দীঘি। শীতে সাইবেরিয়া থেকে অসংখ্য অতিথি পাখি এখানে আসে।  দিঘির পারে অনেক দর্শনার্থী ভিড় করে তা দেখার জন্য।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।

ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।

ট্রেন

ঢাকা থেকে রাজশাহী

ধুমকেতু এক্সপ্রেস  ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ

বনলতা এক্সপ্রেস  ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা

সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am  ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ

রাজশাহী থেকে ঢাকা

বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:
40 Am  ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ

ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am  ভাড়া 340 টাকা।

শনিবার বন্ধ

[ রাজশাহী বাস স্ট্যান্ড থেকে বাঘা শাহী মসজিদ ৪১ কিলোমিটার। বাস স্ট্যান্ড থেকে বাসযোগে বাঘা মসজিদ যেতে পারেন সময় দেড় ঘন্টার মত লাগে আর ভাড়া পড়বে ৪০-৫০টাকার মতো]

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল।

হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188

হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100

হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470

হক’স ইন-0721810420

[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।