শহীদ জিয়া শিশু পার্ক

 লিখেছেনঃ
  নভে. 16, 2019
  1027 Views
0 0

রাজশাহী শহর থেকে তিন কিলোমিটার দূরে নওদাপাড়ার বনগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়া শিশু পার্ক। ভ্রমণ প্রেমীদের জন্য এটি একটি অন্যতম বিনোদন কেন্দ্র। পার্কটি নির্মাণের জন্য ১৯৯৫ সালে রাজশাহী সিটি করপোরেশন একটি প্রকল্প গ্রহণ করে।  ২০০৫ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও  পার্কটির কার্যক্রম শুরু হয় ২০০৪ সাল থেকে।

২০০৬ সালে এর নির্মাণ কাজ শেষ হলে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হয়। একই বছরের ফেব্রুয়ারির শেষের দিকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। প্রায় ৩৭ বিঘা জায়গার উপর অবস্থিত এই পার্কটিতে মোট ২০ টি আইটেমের ৭২ টি গেমস প্লে রয়েছে। পার্কটির মূল আকর্ষণ মাঝখানে একটি লেক।

লেকটির ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম পাহাড়। পাহাড়ের ভেতর দিয়ে রেল যাওয়ার জন্য দুপাশে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জীবজন্তু ও কারুকার্যখচিত সীমানাপ্রাচীর নজর কাড়ার মতো। পার্ক থেকে বেরোনোর গেটটি অক্টোপাস এর নকশা যে কারো মন কেরে নিবে। এখানে বিভিন্ন রাইড এর মধ্যে আছে  সুপার সিং,হর্স রাইড, ৫০ টি আসন সম্পন্ন থ্রিডি মুভি থিয়েটার , প্যাডেল বোট, বিদ্যুৎ চালিত কারসহ অনেক কিছু।

প্রবেশ মূল্য এবং সময়সূচী:

সপ্তাহে ৭ দিন পার্কটি খোলা থাকে। জনপ্রতি প্রবেশ মূল্য ২৫ টাকা। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এটি খোলা থাকে।
ফোন-০৭২১৭৭০৫০৬

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।

ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডমোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।

ট্রেন

ঢাকা থেকে রাজশাহী

ধুমকেতু এক্সপ্রেস  ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ

বনলতা এক্সপ্রেস  ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা

সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am  ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ

রাজশাহী থেকে ঢাকা

বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:
40 Am  ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ

ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am  ভাড়া 340 টাকা।

শনিবার বন্ধ

[ রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ড রাজশাহী স্টেশন পাশাপাশি হয় আপনারা পাঁচবার ট্রেন থেকে নেমে একটু হাঁটলেই শহীদ জিয়া শিশু পার্ক যাওয়ার জন্য অটোরিক্সা সহজেই পেয়ে যাবেন।১০-১৫ মিনিট সময় লাগে ভাড়া পড়বে ২৫-৩০ টাকা। রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ড থেকে এ দূরত্ব মাত্র ৩ কিলোমিটার]

থাকবেন কোথায়

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল। হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100

হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470

হক’স ইন-0721810420

[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।