আমঝুপি নীলকুঠি

 লিখেছেনঃ
  ডিসে. 16, 2019
  445 Views
0 0
আমঝুপি নীলকুঠি উনিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ বণিকদের নীল ব্যবসার কেন্দ্রববিন্দুতে রূপ নেয় এই মেহেরপুর জেলা। জেলার বিভিন্ন স্থানে সেই সময় গড়ে উঠেছিল নীলকুঠি যার মধ্যে আমঝুপি নীলকুঠি অন্যতম। অন্যান্য নীলকুঠির ন্যায় বাংলাদেশ সরকার ১৯৭২ সালে  এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। পুরো নীলকুঠিটি মোট ৮০ একর জায়গা জুড়ে অবস্থিত। নীলকুঠি কমপ্লেক্সের সামনে ও দুই পাশে ফুলের বাগান দিয়ে ঘেরা। বড় হলরুম সহ  পাশেই রয়েছে একটি নাচের ঘর,অতিথিদের জন্য থাকার ব্যবস্থা।
কাঠের আসবাবপত্র এখনো আছে যা সেইসময়ের ঐতিহ্যকে ধারণ করে আছে অনেকাংশে। প্রধান ভবনের মোট ১৫ টি ঘর রয়েছে।  অনেকের মতে এই সেই নীলকুঠি যেখান থেকে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পনা করেন। ১৯৭৮ সালের দিকে খুলনা বিভাগ উন্নয়ন কর্তৃপক্ষ এই আমঝুপি নীলকুঠি কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করে। ১৯৮০ সালে যা বাস্তব রূপ নেয়। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল বৈদ্যনাথ তলার আম্রকাননে; দোকানে যা এই নীলকুঠির কাছেই অবস্থিত।

অবস্থান

বাংলাদেশের মেহেরপুর জেলা সদর হতে  পূর্বে আমঝুপি  গ্রামে অবস্থিত।

আমঝুপি নীলকুঠির সাথে কাজলা নদীর মুগ্ধকর শান বাঁধানো ঘাট দেখতে পারেন।


কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর,গাবতলী ও মহাখালী হতে মেহেরপুর জেলায় সরাসরি এসি নন এসি বাসের ব্যবস্থা হয়েছে। এসি ১০০০ টাকা ও নন-এসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

শ্যামলী পরিবহন( গাবতলী মোবাইল-01865068925, মেহেরপুর মোবাইল-01784287004 )
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল-01767280296, মেহেরপুর মোবাইল-01767280280,  মেহেরপুর গাংনী উপজেলা মোবাইল-01767280281, মেহেরপুর মুজিবনগর উপজেলা মোবাইল-01737813660)
রয়েল এক্সপ্রেস( গাবতলী মোবাইল-01775113320, মেহেরপুর মোবাইল-01775113323, মেহেরপুর মুজিবনগর উপজেলা মোবাইল-01775113322 )
ট্রেন

ঢাকা থেকে মেহেরপুর জেলা সরাসরি কোন ট্রেন সার্ভিস নেই তবে ঢাকা থেকে চুয়াডাঙ্গা জেলায় গিয়ে সেখান থেকে বাস যোগে ৩০ কিলোমিটার দূরে মেহেরপুর জেলা সদর যেতে পারেন। সকল ট্রেনের ভাড়া ৪১০ টাকা।

ঢাকা কমলাপুর থেকে চুয়াডাঙ্গা স্টেশন

বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 12:30 Am   পৌঁছায় 06:07 Am
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 1:05 Pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছায় 01:37 Am
বন্ধ সোমবার

চুয়াডাঙ্গা থেকে ঢাকা কমলাপুর

চিত্রা ছাঁড়ে 11:22 Am পৌঁছাই 6:20 Pm

বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে  3:26 Pm পৌঁছায় 08:55 pm

সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে  11:26 Pm পৌঁছায় 05:40 Am

[ মেহেরপুর জেলা সদর থেকে সড়কপথে আমঝুপি নীলকুঠি ৬ কিলোমিটার পথ। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশেই এর অবস্থান। বাস বা সিএনজি যোগে যেতে পারেন, ১৫-২০ মিনিটের মত সময় লাগে  ভাড়া পড়বে  ১৫-২০ টাকার মতো]

কোথায় থাকবেন

মেহেরপুর শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।

জেলা পরিষদ ডাকবাংলো ফোন-079162464
সার্কিট হাউজ মেহেরপুর মোবাইল-01708410005
ফিন টাওয়ার আবাসিক হোটেল মোবাইল-01736647961
মিতা আবাসিক হোটেল মোবাইল-0181248541
পরিদর্শন বাংলো মুজিবনগর মোবাইল-01553539185

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

Article Categories:
মেহেরপুর
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।