প্রত্নতত্ত্ব নিদর্শন মেহেরপুরের ভাটপাড়া নীলকুঠি যা আজও ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের সাক্ষী হয়ে রয়েছে। অযত্ন-অবহেলায় কুঠিবাড়ির কাছারি ঘর, জেলখানা,মৃত্যুকূপ ও ঘোড়ার আস্তাবল হারিয়ে যাওয়ার পথে।ব্রিটিশরা ১৮০০ থেকে ১৮২০ সালের মধ্যে মেহেরপুরে বেশ কয়েকটি স্থানে নীলকুঠি স্থাপন করেন। এলাকাটি নীল চাষের জন্য উপযোগী বলে মেহেরপুর জেলা জুড়ে রয়েছে বেশকিছু নীলকুঠি যা সেই সময় ব্রিটিশ বণিকরা তৈরি করে।
প্রথম নীল বিদ্রোহ এই মেহেরপুর অঞ্চল থেকে শুরু হয়। ১৮৬০ সালে নীল বিদ্রোহ চরম আকার ধারণ করলে ও কৃত্রিম নীলের ব্যবহার শুরু হলে ব্রিটিশ নীলকররা এ অঞ্চল থেকে ব্যবসা গুটিয়ে নেন। নীলকরদের ব্যবসা গুটিয়ে নিলেও তারা রেখে যান এই নীলকুঠি স্থাপনাগুলো।
ইতিমধ্যে কুঠিবাড়ি ঘিরে কৃত্রিম লেক, ঝর্ণাধারা,বিভিন্ন পশুপাখির মূর্তি, খেলাধুলার সরঞ্জাম, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চলাচলের রাস্তা, বাহারি সব ফুলের বাগান করা হয়েছে। দখলদারদের কবল থেকে মুক্ত করে ২০১৭ সালে শুরু হয় ইকোপার্ক এর কাজ। ঐতিহ্য রক্ষার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছে এই ভাটপাড়া কুঠিবাড়ি ইকোপার্ক দেখার জন্য।
।
অবস্থান
এটি বাংলাদেশের মেহেরপুর জেলা সদর হতে ১০ কিলোমিটার দুরে গাংনী উপজেলার ৭ কিলোমিটার উত্তরে কাজলা নদীর পাশে অবস্থিত।
তৎকালীন সময়ে নীলকুঠির কর্মকর্তা-কর্মচারীদের প্রার্থনার জন্য নকশা খচিত একটি চার্চ ও তার পাশে একটি বাগান লক্ষ করা যায়।
কিভাবে যাবেন
ঢাকার কল্যাণপুর,গাবতলী ও মহাখালী হতে মেহেরপুর জেলায় সরাসরি এসি নন এসি বাসের ব্যবস্থা হয়েছে। এসি ১০০০ টাকা ও নন-এসি ৪৫০ টাকা ভাড়া।
বাস
শ্যামলী পরিবহন( গাবতলী মোবাইল-01865068925, মেহেরপুর মোবাইল-01784287004 )
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল-01767280296, মেহেরপুর মোবাইল-01767280280, মেহেরপুর গাংনী উপজেলা মোবাইল-01767280281, মেহেরপুর মুজিবনগর উপজেলা মোবাইল-01737813660)
রয়েল এক্সপ্রেস( গাবতলী মোবাইল-01775113320, মেহেরপুর মোবাইল-01775113323, মেহেরপুর মুজিবনগর উপজেলা মোবাইল-01775113322 )
ট্রেন
ঢাকা থেকে মেহেরপুর জেলা সরাসরি কোন ট্রেন সার্ভিস নেই তবে ঢাকা থেকে চুয়াডাঙ্গা জেলায় গিয়ে সেখান থেকে বাস যোগে ৩০ কিলোমিটার দূরে মেহেরপুর জেলা সদর যেতে পারেন। সকল ট্রেনের ভাড়া ৪১০ টাকা।
ঢাকা কমলাপুর থেকে চুয়াডাঙ্গা স্টেশন
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 12:30 Am পৌঁছায় 06:07 Am
বন্ধ বৃহস্পতিবার
সুন্দরবন প্রভাতী ছাড়ে 6:20 Am পৌঁছায় 1:05 Pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছায় 01:37 Am
বন্ধ সোমবার
চুয়াডাঙ্গা থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 11:22 Am পৌঁছাই 6:20 Pm
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 3:26 Pm পৌঁছায় 08:55 pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11:26 Pm পৌঁছায় 05:40 Am
[ মেহেরপুর জেলা সদর থেকে সড়ক পথে ভাটপাড়া নীলকুঠি ১৭ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে ৪০ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ২৫-৩০ টাকার মতো]
কোথায় থাকবেন
জেলা পরিষদ ডাকবাংলো ফোন-079162464
সার্কিট হাউজ মেহেরপুর মোবাইল-01708410005
ফিন টাওয়ার আবাসিক হোটেল মোবাইল-01736647961
মিতা আবাসিক হোটেল মোবাইল-0181248541
পরিদর্শন বাংলো মুজিবনগর মোবাইল-01553539185
[ গাংনী উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]