অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্ক

 লিখেছেনঃ
  ডিসে. 20, 2019
  612 Views
0 0
নড়াইল জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে  তৈরি করা হয়েছে অরুনিমা গলফ ক্লাব ও ইকোপার্ক। পানিপাড়া নামক গ্রামে মোট ৭০ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে এটি। ধীরে ধীরে এই রিসোর্টটি বড় করা হচ্ছে যা বর্তমানে ৫০ একর জায়গা জুড়ে এর ব্যাপ্তি। ব্যক্তিগত উদ্যোগে ২০০৯ সালের ১৪ মে এটি যাত্রা শুরু করে।
মোট আটটি লেক ও এর মাঝে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে। লেকের কোলঘেঁষে বাঁশ ও বেত দ্বারা তৈরি ছোট ছোট কুড়ে ঘর চোখে পড়ার মতো।ঘুরতে  আশা ভ্রমণ পিপাসু মানুষদের কাছে পছন্দের তালিকায় এই রিসোর্টটি দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। এখানে মাছ ধরার জন্য আলাদা প্যাকেজ আছে টিকিট কেটে মাছ ধরতে পারবেন। পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজনের মাছ এখানে পাওয়া যায়।
রাতে থাকার জন্য বিভিন্ন মানের কটেজ রয়েছে। বন্ধুবান্ধব বা গ্রুপ নিয়ে এখানে ঘুরতে আসলে লেকের পাশে রাতে ক্যাম্প বা বারবিকিউ পার্টির  করার জন্য সকল ব্যবস্থা এখানে রয়েছে। আনন্দঘন মুহূর্তের সাক্ষী করতে ও ক্লান্তিময় জীবনের কিছুটা ফুরসত পেতে পছন্দের শীর্ষে রাখতে পারেন এই রিসোর্টটি।বড় একটি মাঠ রয়েছে যেখানে গলফ খেলার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সময়ে এখানে গলফ খেলার আয়োজন করা হয়ে থাকে।
একটি কনফারেন্স রুম আছে যেখানে ৫ থেকে ৭ শত মানুষের বসার ব্যবস্থা রয়েছে। ছোটদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। প্যাডেল বোট,ট্রেন, ইলেকট্রিক  বিভিন্ন রাইড সহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। লেকে ঘুরার জন্য একটি নৌকার ওপর তৈরি করা হয়েছে কাঠের ঘর। এই ঘরে বসে ঘরের জানালায় চোখ রেখে দর্শন করতে পারেন এই রিসোর্টের পুরো সৌন্দর্য।

অবস্থান

এটি বাংলাদেশের নড়াইল জেলা শহর হতে ৬০ কিলোমিটার দূরে উপজেলা কালিয়ার সন্নিকটে পানিপাড়া নামক গ্রামে অবস্থিত।

রিসোর্টে প্রবেশ করতে হলে ১০০ টাকার মূল্যের টিকিট করতে হয়। পিকনিক পার্টির জন্য মাথাপিছু ৫০% ছাড় রয়েছে। এছাড়া এখানে ১০০ টাকার টিকিট কেটে অতিথিরা বসি দিয়ে মাছ ধরতে পারেন। ৩০ টাকা মূল্যের টিকিট কেটে অল্প পানিতে নেমে বাচ্চারা মাছ ধরতে পারে।

 

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে নড়াইল জেলায় সরাসরি এর ব্যবস্থা রয়েছে এসি ১০০০ টাকা ননএসি ৫০০ টাকা।

বাস
একে ট্রাভেলস কল্যাণপুর মোবাইল-01709964207, নড়াইল মোবাইল-01709964202

হানিফ এন্টারপ্রাইজ কল্যানপুর মোবাইল-01713049573

অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে নড়াইল সরাসরি কোন ট্রেন নেই তবে ঢাকা থেকে যশোর জেলায় ট্রেনে যেয়ে সেখান থেকে ৩০ কিলোমিটার দূরে বাস বা সিএনজি যোগে নড়াইল জেলায় যেতে পারেন।
সকল ট্রেনের ভাড়া ৪৭৫ টাকা

[ নড়াইল জেলা থেকে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব প্রায় ৬০ কিলোমিটার পথ। নড়াইল জেলা শহর থেকে বাস বা সিএনজি যোগে কালিয়া উপজেলায় এসে সেখান থেকে পানিপাড়া গ্রামে অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব দেখতে যেতে পারেন]

ঢাকা কমলাপুর থেকে যশোর

বেনাপোল এক্সপ্রেস 12: 40 Am পৌঁছায় 07:50 Am
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 2:20 pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 pm পৌঁছায় 3:40 Am
বন্ধ সোমবার

যশোর থেকে ঢাকা কমলাপুর

চিত্রা ছাঁড়ে 9 Am পৌঁছাই 06:20 Am

বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 02:07 pm মিনিটে পৌঁছায় 08:55 pm

সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 9:30 Pm পৌঁছায় সকাল 5:40 Am

কোথায় থাকবেন

[ অরুণিমা রিসোর্ট, যোগাযোগ:01716431210]

নড়াইল শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।78

জেলা পরিষদ ডাকবাংলো ফোন-0481-62530
মর্ডান আবাসিক হোটেল মোবাইল-01917835028
নড়াইল পানি উন্নয়ন বোর্ড ফোন-0481-62772

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]
Article Categories:
নড়াইল
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।