১৯১১ সালের ৬ জুন কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। জন্ম কলকাতায় হলেও তাঁর বাড়ি ছিল নড়াইল জেলার ইতনা গ্রামে। বর্তমানে এই বাড়িতে ‘শিশুস্বর্গ ২’ গড়ে তোলা হয়েছে। এই শিশুস্বর্গ টি উদ্বোধন করেন চিত্রশিল্পী এস এম সুলতান। নীহাররঞ্জন গুপ্ত ১৮৯৬ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতাতে মৃত্যুবরণ করেন। তিনি মূলত জনপ্রিয় রহস্য কাহিনীকার ছিলেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘কিরিটি’ রায়ের স্রষ্টা তিনি। প্রায় ২০০ এর বেশি গ্রন্থ তিনি রচনা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হাসপাতাল, কালোভ্রমর, রাতের রজনীগন্ধা ইত্যাদি।
বাড়িটি দুই বিঘা জমির উপর নির্মিত। দুই তলা ভবনের সামনে একটি পুকুর ও নানা গাছগাছালি দিয়ে ঘেরা বাড়িটি। নিচতলা ও উপর তলা মিলে মোট দশটি ঘর হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নকশা চোখে পড়ার মতো। আসবাবপত্র তেমন নেই তবে ঘরের দেয়ালে খাঁজকাটা আলমারি রয়েছে। উপরে পশ্চিম দিকে তিনটি ঘর আছে। নিচতলায় উত্তর দিকে সাতটি ঘর রয়েছে।
বাড়ির দক্ষিনে একটি মন্দির রয়েছে সে সময় নীহাররঞ্জন গুপ্তের পরিবার এই মন্দিরে পুঁজা-অর্চনা করত। নীহাররঞ্জন বাড়ি বলে এলাকায় এটি প্রচলিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটি সংরক্ষিত করলেও কোনো সংস্কার করেনি। এলাকাবাসীর দাবি সরকার এর প্রতি সুদৃষ্টি দিলে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
অবস্থান
এটি বাংলাদেশের নড়াইল জেলা শহর হতে উপজেলা লোহাগড়া থেকে ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব কোণে ইতনা নামক গ্রামে অবস্থিত।
নীহাররঞ্জন গুপ্ত বাড়ির সাথে যোগ করতে পারেন নিরিবিলি পিকনিক স্পটটিও । নিরিবিলি পিকনিক স্পটে রাত্রি যাপনের সুযোগ রয়েছে।
কিভাবে যাবেন
ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে নড়াইল জেলায় সরাসরি এর ব্যবস্থা রয়েছে এসি ১০০০ টাকা ননএসি ৫০০ টাকা।
বাস
একে ট্রাভেলস কল্যাণপুর মোবাইল-01709964207, নড়াইল মোবাইল-01709964202
হানিফ এন্টারপ্রাইজ কল্যানপুর মোবাইল-01713049573
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে নড়াইল সরাসরি কোন ট্রেন নেই তবে ঢাকা থেকে যশোর জেলায় ট্রেনে যেয়ে সেখান থেকে ৩০ কিলোমিটার দূরে বাস বা সিএনজি যোগে নড়াইল জেলায় যেতে পারেন।
সকল ট্রেনের ভাড়া ৪৭৫ টাকা
ঢাকা কমলাপুর থেকে যশোর
বেনাপোল এক্সপ্রেস 12: 40 Am পৌঁছায় 07:50 Am
বন্ধ বৃহস্পতিবার
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 2:20 pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 7:00 pm পৌঁছায় 3:40 Am
বন্ধ সোমবার
যশোর থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 9 Am পৌঁছাই 06:20 Am
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 02:07 pm মিনিটে পৌঁছায় 08:55 pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 9:30 Pm পৌঁছায় সকাল 5:40 Am
[ নড়াইল জেলা সদর থেকে সড়কপথে লোহাগাড়া উপজেলা ১৪ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে ২৫-৩০ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ২০-২৫ টাকার মতো। লোহাগাড়া উপজেলা সদর থেকে নীহাররঞ্জন গুপ্তের বাড়ি সাড়ে পাঁচ কিলোমিটার পথ। ভ্যান বা অটো যোগে ২০-২৫ টাকায় সেখানে যাওয়া যায়]
নড়াইল শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
জেলা পরিষদ ডাকবাংলো ফোন-0481-62530
মর্ডান আবাসিক হোটেল মোবাইল-01917835028
নড়াইল পানি উন্নয়ন বোর্ড ফোন-0481-62772
[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]