বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৭ জন বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে অসীম সাহসিকতার জন্য এই স্বীকৃতি দেওয়া হয় তাঁকে। যশোরের শার্শায় ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় মোট ১১ টি সেক্টরের ৮ নং সেক্টরে যুদ্ধ করেন তিনি। ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। তার স্মৃতি রক্ষার্থে তাঁর জন্মভূমিতে তৈরি করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স।
তাঁর নামানুসারে এখানে একটি বিদ্যালয়ের ও মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কমপ্লেক্সে একটি জাদুঘর, ট্রাস্ট ও গ্রন্থাগার রয়েছে। গ্রামের নাম পরিবর্তন করে বর্তমানে তাঁর নামানুসারে গ্রামের নাম রাখা হয়েছে নূর মোহাম্মদ নগর। প্রতিদিন শত শত পর্যটক এই নুরমোহাম্মদ কমপ্লেক্স ঘুরতে আসেন। প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যু দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে।
অবস্থান
এটি বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলা সদর হতে ১৫ কিলোমিটার দূরে মহিষখোলা গ্রামে অবস্থিত।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
কিভাবে যাবেন
ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে নড়াইল জেলায় সরাসরি এর ব্যবস্থা রয়েছে এসি ১০০০ টাকা ননএসি ৫০০ টাকা।
বাস
একে ট্রাভেলস কল্যাণপুর মোবাইল-01709964207, নড়াইল মোবাইল-01709964202
হানিফ এন্টারপ্রাইজ কল্যানপুর মোবাইল-01713049573
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে নড়াইল সরাসরি কোন ট্রেন নেই তবে ঢাকা থেকে যশোর জেলায় ট্রেনে যেয়ে সেখান থেকে ৩০ কিলোমিটার দূরে বাস বা সিএনজি যোগে নড়াইল জেলায় যেতে পারেন।
সকল ট্রেনের ভাড়া ৪৭৫ টাকা
ঢাকা কমলাপুর থেকে যশোর
বেনাপোল এক্সপ্রেস 12: 40 Am পৌঁছায় 07:50 Am
বন্ধ বৃহস্পতিবার
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 2:20 pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 7:00 pm পৌঁছায় 3:40 Am
বন্ধ সোমবার
যশোর থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 9 Am পৌঁছাই 06:20 Am
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 02:07 pm মিনিটে পৌঁছায় 08:55 pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 9:30 Pm পৌঁছায় সকাল 5:40 Am
[ নড়াইল জেলা সদর থেকে বাস বা সিএনজি যোগে যেতে পারেন আবার নড়াইল শহর থেকে অটো রিজার্ব করেও দেখে আসতে পারেন বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স]
কোথায় থাকবেন
নড়াইল শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
জেলা পরিষদ ডাকবাংলো ফোন-0481-62530
মর্ডান আবাসিক হোটেল মোবাইল-01917835028
নড়াইল পানি উন্নয়ন বোর্ড ফোন-0481-62772