নাটোর রাজবাড়ি

 লিখেছেনঃ
  নভে. 16, 2019
  509 Views
0 0

টুকিটাকি

দেশের বৃহৎ স্বাদুপানির বিল ‘চলনবিল’  ঘেষা ছোট্ট শহর নাটোর। ভ্রমণ পিপাসু মানুষদের আকৃষ্ট করার মত আছে অনেক কিছুই এই শহরে। ইতিহাস আশ্রিত নাটোর রাজবাড়ি এই শহরের অন্যতম নিদর্শন।

ইতিহাস

১৭১০ খ্রিস্টাব্দের  দিকে এই নাটোর রাজবংশের গোড়াপত্তন হয়। সেই সময় বানগাছি নামক অঞ্চলের জমিদার গণেশ রায় রাজস্ব দিতে ব্যর্থ হলে তিনি তার চাকরি হারান। পরবর্তীতে জমিদারিটি রামজীবনের নামে বন্দোবস্ত হয়। মূলত নাটোর রাজবংশের প্রথম রাজা ছিলেন রামজীবন। ১৭৩৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ জমিদারি দেখাশোনা করেন। ১৭৩৬ সালের শেষের দিকে রামজীবনের পালিত পুত্র রামকান্তের সাথে  রানী ভবানীর বিয়ে হয়। এরপরে রামকান্ত এই রাজবংশের দায়িত্ব নেন।

১৭৪৮ সালে রমাকান্ত মৃত্যুবরণ করেন এরপর রামকান্তর স্ত্রী রানী ভবানী নবাব আলীবর্দী খানের অনুমতিক্রমে এই  রাজবংশ পরিচালনা করেন। রানী ভবানী তার রাজত্বকালীন সময়ে এই নাটোর রাজবংশের ব্যাপক প্রসার ঘটান। তার রাজত্ব শুধু নাটোর অঞ্চল জুড়েই ছিল না পাশাপাশি উত্তরবঙ্গের বগুড়া,পাবনা,কুষ্টিয়া পর্যন্ত রাজত্ব পরিচালনা করেন।

রাজবাড়ীর নির্মাণ

বিশাল জমিদারী রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রামজীবন ও পন্ডিত বর্গ তৎকালীন ভাত দিল কে নির্বাচন করেন। ভাত ঝাড়ার বিল ছিল টুটিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি জাতিসত্তা পত্তনের আবেদন করেন। নতুন রাজা কে রাজা দর্পনারায়ন জমিটি ব্রহ্মোত্তর দান করেন।পরবর্তীতে১৭০৬-১৭১০  খ্রিস্টাব্দের মধ্যে এই বাড়িটি নির্মাণ করা হয়।

অবকাঠামো

এই রাজবাড়িটি মোট ৩৬০ বিঘার বিশাল আয়তনের জায়গার উপর নির্মিত। ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি ভবন এর আশেপাশে রয়েছে। রাজবাড়ীর চারিপাশে ছোট বড় পুকুর মিলে মোট সাতটি পুকুর রয়েছে। তরফ ও বরফ এই দুটি নামে পুরো এলাকাটি বিভক্ত। রাজবাড়ীটির পাশে রয়েছে বেশ কয়েকটি মন্দির যেগুলোতে সেসময় পূজা-অর্চনা করা হতো যার ধারাবাহিকতা আজও বর্তমান।

অবস্থান

এটি বাংলাদেশের নাটোর সদর উপজেলা বাস স্ট্যান্ড থেকে ২ কিলোমিটার দূরে নাটোর শহরের কালী মন্দিরের পাশে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস
ঢাকার কল্যাণপুর গাবতলী মহাখালী কলাবাগান থেকে নাটক যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়। ভাড়া ৩৮০-৪০০ টাকার মধ্যে।
ন্যাশনাল ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01713228286, নাটোর মোবাইল- 01713228284)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-017626844401, নাটোর মোবাইল- 01762684402)
এছাড়া তুহিন, শ্যামলী,একতা ও গ্রামীন ট্রাভেলস  এই লাইনে যাতায়াত করে।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে নাটোর

নীলসাগর ছাড়ে 8:00 Am নাটোর
পৌঁছাই 1:05 pm ভাড়া ৩৪০ টাকা।
সোমবার বন্ধ

রংপুর এক্সপ্রেস ছাড়ে 9:00 Am পৌঁছায় 1:58 pm ভাড়া ৩৪০ টাকা
সোমবার বন্ধ

একতা এক্সপ্রেস ছাড়ে  10:00 Am পৌঁছায়  3:02 Pm ভাড়া ৩৪০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  8:00 Pm পৌঁছায় রাত 12:45 Pm ভাড়া ৩৪০ টাকা

লালমনি এক্সপ্রেস  ছাড়ে 10:10 pm পৌঁছায় 3:40 Am ভাড়া ৩৪০ টাকা
শুক্রবার বন্ধ

 নাটোর  থেকে ঢাকা কমলাপুর

 

থেকে ঢাকারংপুর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে 12:47 pm পৌছাই 6:20 Am

নীলসাগর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে  2:02 Pm পৌঁছায় 7:10 Am

একতা এক্সপ্রেস  ছাড়ে 2:30 pm পৌঁছায় 8:10 am

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  1:00 pm
পৌঁছায় 6:10

লালমনি এক্সপ্রেস ছাড়ে 2:30 pm পৌঁছায় 08:55 pm

[ নাটোর বাস স্ট্যান্ড বা শহরের মাদ্রাসা মোড় থেকে রিক্সা বা অটো যোগে  নাটোর রাজবাড়ি যাওয়া যায় ।১০-১৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ২০ টাকা]

কোথায় থাকবেন

নাটোর থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।

নাটোর সদর ডাকবাংলো ফোন- 0771-66932
হোটেল ভিআইপিমোবাইল-01718673735
হোটেল প্রিন্স মোবাইল-01746029429
হোটেল রাজ মোবাইল-01727371500

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
নাটোর
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।