উত্তরা গণভবন

 লিখেছেনঃ
  নভে. 16, 2019
  455 Views
0 0

টুকিটাকি

উত্তরা গণভবন,সৌন্দর্য পিপাসু মানুষদের ভীড় যেন সবসময়  এখানে লেগেই থাকে। ১৭৩৪ সালে রাজা দয়ারাম রায় শহরের অদূরে দিঘাপতিয়া এলাকায় তাই ৪১ একর জায়গা জুড়ে নির্মাণ করেন এই রাজবাড়ী। উত্তরা গণভবন এর মূল আকর্ষণ এর প্রবেশপথ, গণভবনে ঢুকতে যে প্রবেশপথ পরে সে প্রবেশপথটি আসলে বিশাল আকৃতির পাথরের ঘড়ি দিয়ে তৈরি।

প্রায় ৩০০ বছরের স্থাপত্যশৈলী ইটালি গার্ডেন শতবর্ষী গাছ আর ফুল ফলের বাগান উপভোগ করে আগত দর্শনার্থীরা। সম্প্রতি গণভবনে মিনি চিড়িয়াখানা আগ্রহ বাড়িয়েছে সব বয়সী দর্শনার্থীদের। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এখানকার বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন।বর্তমানে এটি নাটোর জেলা প্রশাসকের আয়ত্তাধীন।

[ এটি খোলা থাকে সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত]

ইতিহাস

দয়ারাম রায় নামক একজন রাজা এটি প্রতিষ্ঠা করেছিলেন। একসময় এই নাটোর অঞ্চল অন্যের দখলে ছিল তখন দয়ারাম রায় ১৭০৬  খ্রিস্টাব্দের দিকে এই অঞ্চল শত্রুদের হাত থেকে রক্ষা করেন। যার ফলস্বরূপ তিনি রাজা রামজীবন এর কাছ থেকে কিছু জমি উপহার পান যেখানে নির্মাণ করেছিলেন এই উত্তরা গণভবন। রাজা দয়ারাম রায় দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। সাতচল্লিশের দেশভাগের পর দিঘাপতিয়ার শেষ রাজা প্রতিভা নাথ রায় কলকাতায় পাড়ি জমান।

১৯৪৭ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত এই রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকে। ১৯৬৫ সালের শেষের দিকে পাকিস্তান সরকার রাজবাড়িটি সংরক্ষণ করেন এবং ১৯৬৭ সালে এটিকে গভর্নর হাউজ হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর জাতির জনক শেখ মুজিবুর রহমান এটির নাম পরিবর্তন করে রাখেন উত্তরা গণভবন। ১৯৭২ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান এই উত্তরা গণভবনে এক মন্ত্রিসভা বৈঠক করেন।

অবকাঠামো

সাড়ে ৪১ একর জায়গাজুড়ে বিস্তৃত পাসওয়ার্ডটি পরীক্ষা ও উঁচু প্রাচীর ঘেরা। প্রাসাদের পূর্বপাশে পিরামিড আকৃতির চারতলা প্রবেশদ্বার হয়েছে যা উপরের দিকে শুরু হয়ে গেছে এবং এর ওপর একটি ঘড়ি রয়েছে। ঘড়িটি রাজা দয়ারাম সেই সময়ই ইংল্যান্ড থেকে নিয়েছিলেন ঘড়িটির পাশে রয়েছে একটি বড় ঘন্টা একসময় এই ঘণ্টাধ্বনি বহুদূর থেকে শোনা যেত। প্রাসাদের মধ্যে পরীক্ষা বা লেকের পারে বিভিন্ন প্রকার দুঃখের মহাসমারোহ রয়েছে।

প্রসাদের প্রবেশপথের চারিদিকে প্রাসাদ ঘেরা পরীক্ষা জয়াপ্রদা প্রাসাদ কে ঘিরে রেখেছে। এখানে শিব হাতে কালো রঙের মার্বেল পাথরের মূর্তি টি উপভোগ্য পাহাড়ি কন্যা পাথরের মূর্তি টির এক হাত ভাঙ্গা হাতের কব্জি সোনা দিয়ে বাঁধাই করা ছিল এখানে রানীর টি- হাউসটি অতুলনীয়। এখানে মোট ৬ টি পুকুর রয়েছে প্রতিটি পুকুরে শান বাঁধানো একাধিক ঘাট আছে।

কি কি দেখবেন

উত্তরা গণভবনের মূল প্রাসাদের আশেপাশে আরও বেশ কয়েকটি প্রসাদ রয়েছে,প্রবেশপথে বিশাল আকৃতির ঘড়ি, মূল প্রাসাদের সামনে ফুলের বাগান,ভবনের পেছনদিকে আছে রানীর টি হাউস,মূলত উত্তরা গণভবনের চারিধারে পরিখা খনন করা হয়েছিল সেই সময় যা এখনও বিদ্যমান।এছাড়া উত্তরা গণভবন জুড়ে রয়েছে বিভিন্ন রকমের পাথরের ভাস্কর্য যা দেখে এখানে আসা পর্যটকরা চমৎকৃত হয়।

কোথায় অবস্থিত

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটক শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী মহাখালী কলাবাগান থেকে নাটক যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়। ভাড়া ৩৮০-৪০০ টাকার মধ্যে।
ন্যাশনাল ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01713228286, নাটোর মোবাইল- 01713228284)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-017626844401, নাটোর মোবাইল- 01762684402)
এছাড়া তুহিন, শ্যামলী,একতা ও গ্রামীন ট্রাভেলস  এই লাইনে যাতায়াত করে।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে নাটোর

নীলসাগর ছাড়ে 8:00 Am নাটোর
পৌঁছাই 1:05 pm ভাড়া ৩৪০ টাকা।
সোমবার বন্ধ

রংপুর এক্সপ্রেস ছাড়ে 9:00 Am পৌঁছায় 1:58 pm ভাড়া ৩৪০ টাকা
সোমবার বন্ধ

একতা এক্সপ্রেস ছাড়ে  10:00 Am পৌঁছায়  3:02 Pm ভাড়া ৩৪০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  8:00 Pm পৌঁছায় রাত 12:45 Pm ভাড়া ৩৪০ টাকা

লালমনি এক্সপ্রেস  ছাড়ে 10:10 pm পৌঁছায় 3:40 Am ভাড়া ৩৪০ টাকা
শুক্রবার বন্ধ

নাটোর থেকে ঢাকা কমলাপুর

রংপুর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে 12:47 pm পৌছাই 6:20 Am

নীলসাগর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে  2:02 Pm পৌঁছায় 7:10 Am

একতা এক্সপ্রেস  ছাড়ে 2:30 pm পৌঁছায় 8:10 am

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  1:00 pm
পৌঁছায় 6:10

লালমনি এক্সপ্রেস ছাড়ে 2:30 pm পৌঁছায় 08:55 pm

[ নাটোর শহরের যেকোনো স্থান থেকে সরাসরি রিক্সা বা অটো যোগে উত্তরা গণভবন যাওয়া যায় ভাড়া যথাক্রমে ৩০ টাকা ১০ টাকা]

কোথায় থাকবেন

থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে
নাটোর সদর ডাকবাংলো ফোন- 0771-66932
হোটেল ভিআইপিমোবাইল-01718673735
হোটেল প্রিন্স মোবাইল-01746029429
হোটেল রাজ মোবাইল-01727371500[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
নাটোর
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।