বনপাড়া লুর্দের রানী মা মারিয়া ধর্মপল্লী

 লিখেছেনঃ
  নভে. 17, 2019
  646 Views
0 0

টুকিটাকি

ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই নাটোর লুর্দের রানী মা মারিয়া ধর্মপল্লী জায়গাটি পছন্দের তালিকার এক অন্যতম স্থান। স্থানীয়ভাবে খ্রিস্টধর্ম বিশ্বাসী জনসাধারণকে পরিচালনা এবং আধ্যাত্মিক পরিচর্যার উদ্দেশ্যে  গঠিত সাংগঠনিক কর্ম এলাকাকে ধর্মপল্লী বলা হয়।

নাটোরের এই লোকদের রানী মা মারিয়া ধর্মপল্লী টি যিশুখ্রিস্টের জননী মরিয়ম  এর নামে উৎসর্গিত। বর্তমানে দুইজন পুরোহিত ধর্মপল্লী পরিচালনা ও পরিচর্চার দায়িত্বে নিয়োজিত আছেন। তারা হলেন ফাদার দিনো জ্যাকোমিনেল্লী ও ফাদার অন্তনি হাঁসদা।

ইতিহাস

১৯৪০ খ্রিস্টাব্দের দিকে ইতালীয় বংশোদ্ভূত ধর্মযাজক ফাদার থমাস কাত্তান সর্বপ্রথম এই নাটোর অঞ্চলে  আসেন। ধারণা করা হয় ১৯৫৮-১৯৫৯  খ্রিস্টাব্দের দিকে  লুর্দের রানী মা মারিয়া ধর্মপল্লীর এই গির্জাটি স্থাপিত হয়। এই ধর্মপল্লীর অন্তর্গত মোট সাতটি গ্রামে প্রায় আট হাজার ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন।

কি কি দেখবেন

ধর্মপল্লী বা গির্জা, গির্জা প্রশাসনের অধীনে  সৌন্দর্যমন্ডিত হাই স্কুল, দুটি প্রাথমিক বিদ্যালয়, প্রায় ৪৫০ দরিদ্র অধিবাসী ছাত্রছাত্রীর অবস্থানের জন্য পৃথক ছাত্র  ছাত্রীনিবাস। পুরো গির্জা জুড়ে নানা প্রকার গাছের সমারোহ।

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার দক্ষিণ সীমানায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার  মোট ৭ টি গ্রাম নিয়ে ধর্মপল্লী প্রতিষ্ঠত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী মহাখালী কলাবাগান থেকে নাটোর যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়। ভাড়া ৩৮০-৪০০ টাকার মধ্যে।ন্যাশনাল ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01713228286, নাটোর মোবাইল- 01713228284)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-017626844401, নাটোর মোবাইল- 01762684402)
এছাড়া তুহিন, শ্যামলী,একতা ও গ্রামীন ট্রাভেলস  এই লাইনে যাতায়াত করে।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে নাটোর

নীলসাগর ছাড়ে 8:00 Am নাটোর
পৌঁছাই 1:05 pm ভাড়া ৩৪০ টাকা।
সোমবার বন্ধ

রংপুর এক্সপ্রেস ছাড়ে 9:00 Am পৌঁছায় 1:58 pm ভাড়া ৩৪০ টাকা
সোমবার বন্ধ

একতা এক্সপ্রেস ছাড়ে  10:00 Am পৌঁছায়  3:02 Pm ভাড়া ৩৪০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  8:00 Pm পৌঁছায় রাত 12:45 Pm ভাড়া ৩৪০ টাকা

লালমনি এক্সপ্রেস  ছাড়ে 10:10 pm পৌঁছায় 3:40 Am ভাড়া ৩৪০ টাকা
শুক্রবার বন্ধ

নাটোর থেকে ঢাকা কমলাপুর

রংপুর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে 12:47 pm পৌছাই 6:20 Am

নীলসাগর এক্সপ্রেস নাটোর থেকে ছাড়ে  2:02 Pm পৌঁছায় 7:10 Am

একতা এক্সপ্রেস  ছাড়ে 2:30 pm পৌঁছায় 8:10 am

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে  1:00 pm
পৌঁছায় 6:10

লালমনি এক্সপ্রেস ছাড়ে 2:30 pm পৌঁছায় 08:55 pm

[ নাটোর সদর থেকে বাস বাস, সিএনজি  বা অটোরিক্সা যোগে প্রথমে বনপাড়া যেতে হবে ভাড়া ৩০ টাকা। এরপর বনপাড়া থেকে রিকশা বা অটো যোগে সরাসরি চার্চে যাওয়া যায়। রিক্সা ও অটো ভাড়া যথাক্রমে  ২০ টাকা ও ১০ টাকা]

কোথায় থাকবেন

থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।
নাটোর সদর ডাকবাংলো ফোন- 0771-66932
হোটেল ভিআইপি মোবাইল-01718673735
হোটেল প্রিন্স মোবাইল-01746029429
হোটেল রাজ মোবাইল-01727371500
[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
নাটোর
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।