ধনিয়াচক মসজিদ

 লিখেছেনঃ
  নভে. 12, 2019
  741 Views
1 0

১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী এই উপমহাদেশে মুসলিম ভিত্তি স্থাপন করলে তারপর থেকে ভারত উপমহাদেশ ও পারস্য থেকে বিভিন্ন সময় বিভিন্ন পীর ও ধর্মপ্রচারক এই বাংলায় এসেছেন। তারা বাংলার  এ প্রান্ত থেকে ও প্রান্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন আর সে সময় তাঁদের নিজের উদ্যোগে বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন।

১৪৫০ থেকে ১৫৬৫ সাল পর্যন্ত মুর্শিদাবাদ ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গৌড় রাজধানী ছিল তখন সে সময় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয় এ অঞ্চলটিতে। ধনিয়াচক মসজিদ এমন একটি স্থাপনা যা মোঘল আমলে নির্মিত হয়। মুর্শিদাবাদের বড় সোনা মসজিদের নির্মাণের সময় চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ নির্মাণ করা হয় তখন এই ছোট সোনা মসজিদের আশেপাশে আরো বেশ কয়েকটি মসজিদ নির্মিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ছোট সোনা মসজিদের পাশেই অবস্থিত হওয়ার কারণে ধনিয়াচক মসজিদটির গুরুত্ব  অত্যধিক। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। ধারণা করা হয় বাদশা হোসেন শাহের আমলে নির্মিত হয়। মসজিদটি ইট টেরাকোটা নির্মিত এক মুঘল আমলের স্থাপত্যের উদাহরণ। মসজিদের চারকোণে চারটি  মিনার এবং ৬ টি গম্বুজ তিনটি জানালা আছে। সামনের দিকে তিনটি প্রবেশপথ লক্ষ্য করা যায়। একসাথে এ মসজিদে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

অবস্থান

বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনামসজিদের সন্নিকটে সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত।

কি কি দেখবেন

ধনিয়াচক মসজিদ, মসজিদ সংলগ্ন একটি দীঘি   ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আম বাগান।

কিভাবে যাবেন

বাস
ঢাকার কল্যাণপুর,গাবতলী, মহাখালী কলাবাগান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর।
ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল-01713228286, শিবগঞ্জ-01755583942)
দেশ ট্রাভেলস( কল্যাণপুর-017626844401 শিবগঞ্জ-01762684412)
গ্রামীন ট্রাভেলস, তুহিন, একতা( মহাখালী-01711103191) সরাসরি চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌঁছায়।
ভাড়া নন এসি ৫৬০ ও এসি ১১০০টাকা ।
[ এছাড়া ঢাকা থেকে রাজশাহী এসে রাজশাহী থেকেও লোকাল বাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ যেতে পারেন ]
[ রাজশাহী থেকে চাঁপাইনবাবগন্জ   ৭০ কিলোমিটার বাস বা  সি এন জি যোগে যেতে পারেন। দেড় ঘন্টার মত সময় লাগে। ভাড়া ৭০ থেকে ৮০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে শিবগঞ্জ উপজেলা প্রায় ৩৭ কিলোমিটার । বাস অথবা সিএনজিতে যাওয়া যায় প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা]

ট্রেন

বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে 01:15 pm চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় 07:10 pm ভাড়া  ৪৪০টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 05:50 am ঢাকায় পৌঁছায় 11:40 am
বন্ধ -শুক্রবার

পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে11:10 pm চাঁপাইনবাবগঞ্জপৌঁছায় 05:50 am ভাড়া ৪০৫ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 02:30 pm ঢাকায় পৌঁছায় 9:38 pm
বন্ধ -মঙ্গলবার

কোথায় থাকবেন

চাঁপাইনবাবগঞ্জ শহরে  মোটামুটি মানের কিছু হোটেল আছে । আপনারা চাইলে দিনে যেয়ে সেই দিনই ফিরে রাজশাহীতে থাকতে পারেন।এছাড়া শিবগঞ্জ থাকতে চাইলে উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন। এর জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।

চাপাইনবাবগঞ্জে থাকার মত কিছু হোটেল।

হোটেল স্বপ্নপুরী ,মোবাইল- 01711416041
হোটেল আল নাহিদ ,মোবাইল- 01713376902
স্কাইভিউ ইন্টারন্যাশনাল ,মোবাইল-01739035876
হোটেল রংধনু,  মোবাইল- 01712339687

[ হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]

banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।