কানসাট আম বাজার

 লিখেছেনঃ
  নভে. 12, 2019
  2202 Views
4 0

পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল আম আরে আমের জন্যই একটি বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। বাংলাদেশের সর্ববৃহৎ আম বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট। এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার। কানসাটের পূর্ববর্তী নাম ছিল কংসহট্ট। এই কানসাটে অবস্থিত কানসাট রাজবাড়ি যেটি স্থানীয়দের মাঝে কুঁজো রাজার বাড়ি বলে পরিচিত। এই রাজার কয়েকশো বছরের পুরনো একটি আম বাগান রয়েছে যেটি ‘কানসাট বাজার বাগান’ বলে পরিচিত।
পুরো চাপাইনবাবগঞ্জে শত শত উল্লেখযোগ্য বাগান থাকলেও এই ‘কানসাট বাজার বাগান’ এই অঞ্চলের একটি অন্যতম আম বাগান। চাঁপাইনবাবগঞ্জের মানুষের জীবিকার প্রধান উৎস আম ব্যবসা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম রপ্তানি হয়। উপজেলা শিবগঞ্জ থেকে সোনামসজিদ যাওয়ার পথে যে মহাসড়কটি পরে সেখানে আমের মৌসুমে আমচাষীদের যাতায়াতে জ্যামের সৃষ্টি হয়। আর এ রাস্তার দু’পাশে আমের বাগান গুলো দেখতে দেখতে রীতিমত চোখ জুড়িয়ে যায়।
এই উপজেলা অর্থনৈতিক দিক থেকে বেশ সচল হয়ে উঠছে এই আমবাগান কে কেন্দ্র করে।  চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ আমবাগানের মালিকেরা তাদের বাগানগুলো আমচাষীদের লিজ দিয়ে থাকেন। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই অঞ্চলের লোকেরা আমবাগান কেন্দ্রিক নানা কাজে ব্যস্ত থাকে। কানসাট বাজারে যারা সাইকেলে আম বহন করেন তারা প্রতিদিন ৪০০-৬০০ টাকার মতো উপার্জন করেন। এই অঞ্চলে যাদের সাইকেল আছে  তারা আমের মৌসুমে ৮-১০ হাজার টাকা মাসে উপার্জন করেন। আমের জন্য উপযুক্ত ও উর্বর মাটি হাওয়াই এই অঞ্চলের সুস্বাদু আম পুরো পৃথিবী ব্যাপী পরিচিত।
প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় হাজার খানেক বেপারী ও কয়েক শত আরতদাররা সরাসরি কৃষকের কাছ থেকে আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। ভরা মৌসুমে প্রতিদিন প্রায় ১৫-২০কোটি টাকা লেনদেন হয়ে থাকে। আর সরকার  এই বাজার থেকে রাজস্ব পায় প্রায় ২ কোটি টাকার উপরে।যারা কানসাট আম বাজার দেখতে আসবেন তাদের জেনে রাখা ভালো ; এখানে সাধারণত সকালের দিকে কাঁচা আম বিক্রি হয়। দুপুর তিনটার পর থেকে রাত অব্দি পাকা আমের পসরা নিয়ে বসেন বিক্রেতারা।

অবস্থান

এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ২৩ কিলোমিটার দূরে উপজেলা শিবগঞ্জের কানসাট নামক স্থানে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, মহাখালী কলাবাগান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর ন্যাশনাল ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-01713228286, শিবগঞ্জ-01755583942),দেশ ট্রাভেলস( কল্যাণপুর-017626844401 শিবগঞ্জ-01762684412) , গ্রামীন ট্রাভেলস, তুহিন, একতা( মহাখালী-01711103191) সরাসরি চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌঁছায়। ভাড়া নন এসি ৫৬০ ও এসি ১১০০টাকা ।
[ এছাড়া ঢাকা থেকে রাজশাহী এসে রাজশাহী থেকেও লোকাল বাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ যেতে পারেন ]

[ রাজশাহী থেকে চাঁপাইনবাবগন্জ   ৭০ কিলোমিটার বাস বা  সি এন জি যোগে যেতে পারেন। দেড় ঘন্টার মত সময় লাগে। ভাড়া ৭০ থেকে ৮০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে কানসাট আম বাজার ২৩ কিলোমিটার। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাস অটো সিএনজিতে ৩০-৪০ মিনিটের মত সময় লাগে ভাড়া পড়বে ৩০-৪০ টাকার মতো]

ট্রেন

বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে 01:15 pm চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় 07:10 pm ভাড়া  ৪৪০টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 05:50 am ঢাকায় পৌঁছায় 11:40 am
বন্ধ -শুক্রবারপদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে11:10 pm চাঁপাইনবাবগঞ্জপৌঁছায় 05:50 am ভাড়া ৪০৫ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 02:30 pm ঢাকায় পৌঁছায় 9:38 pm
বন্ধ -মঙ্গলবার

কোথায় থাকবেন

চাঁপাইনবাবগঞ্জ শহরে  মোটামুটি মানের কিছু হোটেল আছে । আপনারা চাইলে দিনে যেয়ে সেই দিনই ফিরে রাজশাহীতে থাকতে পারেন।এছাড়া শিবগঞ্জ থাকতে চাইলে উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন। এর জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।
চাপাইনবাবগঞ্জে থাকার মত কিছু হোটেল।
হোটেল স্বপ্নপুরী ,মোবাইল- 01711416041
হোটেল আল নাহিদ ,মোবাইল- 01713376902
স্কাইভিউ ইন্টারন্যাশনাল ,মোবাইল-
01739035876
হোটেল রংধনু,  মোবাইল- 01712339687

[ হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]

banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।