শাহ সুজার তাহখানা

 লিখেছেনঃ
  নভে. 12, 2019
  738 Views
0 0

গৌর একসময় বাংলার রাজধানী ছিল। ৪৫৫ খ্রিস্টাব্দে গুপ্ত রাজবংশ থেকে শুরু করে ১২২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত বলবনের শাসনামল ও পরবর্তী শাসনামল পর্যন্ত এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। মূলত চাঁপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদ অঞ্চলটি নিয়েই  রাজধানী গৌর গঠিত।

প্রাচীন এই জনপদের নানা স্থাপনা ছড়িয়ে রয়েছে এই পুরো জেলা জুড়ে। শাহ সুজা তাহখানা তার মধ্যে অন্যতম। শাহ সুজা তাহখানা তিন তলা বিশিষ্ট একটি রাজপ্রাসাদ। তোহাখানা মূলত ফারসি  শব্দ যার অর্থ ঠান্ডা ভবন।

বর্তমানে তাহখানা যেখানে অবস্থিত পূর্বে এই স্থানটির নাম ছিল পিরোজপুর। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই পিরোজপুর স্থানটির একটি উল্লেখযোগ্য স্থাপনা এই তাহখানা। তাহখানাটির পূর্ব দিকে একটি বিশাল আয়তনের পুকুর রয়েছে।

বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নেয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে ভবনটি নির্মাণ করেছিলেন। বিভিন্ন সময় শাহ্ সুজা এই পিরোজপুরে আসলে এই তাহাখানাই বিশ্রাম নিতেন।

ঐতিহাসিক গ্রন্থ সূত্রে জানা যায় বাংলার সুবেদার শাহ সুজা (১৬৩৯-১৬৬০) তার নিজ উদ্যোগে তাপ নিয়ন্ত্রিত এই তোহাখানা নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরোজপুরে মোরশেদ শাহ নেয়ামতউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বিশ্রাম নিতেন। এই তোহাখানার ভিতর পরিচয়হীন বেশ কয়েকটি  সমাধি দেখা যায়। ধারণা করা হয় এই সমাধিগুলো হযরত শাহ নেয়ামতুল্লাহর শীর্ষ বা সহচর ছিলেন।

অবস্থান

এটি  চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ৩৭ কিলোমিটার দূরে উপজেলা শিবগঞ্জ এর ভারত সীমান্তে শাহবাজপুরে অবস্থিত।
কি কি দেখবেন

 শাহ নেয়ামতুল্লাহ মসজিদ। হযরত শাহ নেয়ামতুল্লাহ সমাধিস্থল। হযরত শাহ নেয়ামতুল্লাহ মাজার প্রাঙ্গণে অজানা সমাধি।তোহাখানার অভ্যন্তরে অবস্থিত অন্ধকার কূপ। তোহাখানা সংলগ্ন একটি দিঘী।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, মহাখালী কলাবাগান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল-01713228286, শিবগঞ্জ-01755583942),দেশ ট্রাভেলস( কল্যাণপুর-017626844401 শিবগঞ্জ-01762684412) , গ্রামীন ট্রাভেলস, তুহিন, একতা( মহাখালী-01711103191) সরাসরি চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌঁছায়। ভাড়া নন এসি ৫৬০ ও এসি ১১০০টাকা ।
[ এছাড়া ঢাকা থেকে রাজশাহী এসে রাজশাহী থেকেও লোকাল বাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ যেতে পারেন ]
[ রাজশাহী থেকে চাঁপাইনবাবগন্জ   ৭০ কিলোমিটার বাস বা  সি এন জি যোগে যেতে পারেন। দেড় ঘন্টার মত সময় লাগে। ভাড়া ৭০ থেকে ৮০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জ সোনামসজিদ  ৩৭ কিলোমিটার সিএনজি ,বাস বা অটোতে যেতে পারেন ভাড়া ২০ থেকে ২৫ টাকা]

ট্রেন

বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে 01:15 pm চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় 07:10 pm ভাড়া  ৪৪০টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 05:50 am ঢাকায় পৌঁছায় 11:40 am
বন্ধ -শুক্রবার

পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে11:10 pm চাঁপাইনবাবগঞ্জপৌঁছায় 05:50 am ভাড়া ৪০৫ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 02:30 pm ঢাকায় পৌঁছায় 9:38 pm
বন্ধ -মঙ্গলবার

থাকবেন কোথায়
চাঁপাইনবাবগঞ্জ শহরে  মোটামুটি মানের কিছু হোটেল আছে । আপনারা চাইলে দিনে যেয়ে সেই দিনই ফিরে রাজশাহীতে থাকতে পারেন।এছাড়া শিবগঞ্জ থাকতে চাইলে উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন। এর জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।

চাপাইনবাবগঞ্জে থাকার মত কিছু হোটেল

হোটেল স্বপ্নপুরী ,মোবাইল- 01711416041
হোটেল আল নাহিদ ,মোবাইল- 01713376902
স্কাইভিউ ইন্টারন্যাশনাল ,মোবাইল-01739035876
হোটেল রংধনু,  মোবাইল- 01712339687

[ হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]

banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।