বাবুডাইং

 লিখেছেনঃ
  নভে. 12, 2019
  631 Views
0 0

টুকিটাকি
শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে সবুজ বনানী স্নিগ্ধতায় মন ভরে নির্মল আলো বাতাস নিতে চাইলে আপনার জন্য বাবুডাইং হতে পারে একমাত্র অবলম্বন।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পিকনিক স্পট বাবুডাইং। দূর থেকে দেখলে মনে হবে বরেন্দ্র অঞ্চলের ঢেউখেলানো বনভূমি।
ছোট ছোট টিলার মত উঁচু নিচু ভূমি গুলোই বাবুডাইং নামে পরিচিত।প্রতিদিন শত শত দর্শনার্থী এক পলক দেখতে ও প্রকৃতির স্বাদ নিতে এই বাবুডাইং ঘুরতে আসে। বরেন্দ্র প্রকল্পের উদ্যোগে এখানে যে ২৫ টি ছোট-বড় টিলা রয়েছে সেখানে ১৯৮৬ সালের শেষের দিকে গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়। বর্তমানে  সবুজ গাছগাছালি পূর্ণ একটি ঘন বনের রূপ নিয়েছে এটি। নানা রকম পশু ও পাখির কলকাকলিতে মুখরিত থাকে পুরো বাবুডাইং।

গঠন

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এর ২০০একর জমি নিয়ে গড়ে উঠেছে অপূর্ব বনভূমি। মোট আয়তন ৩২২.১৫ একর। ছোট-বড় ২৫ টি টিলার সমন্বয়ে গঠিত বাবুডাইং। প্রায় ৩৪ বছর আগে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লাখ গাছ রোপন করে বিএমডিএ। গাছ লাগানোর পাশাপাশি এখানে পাঁচটি পুকুর খনন করা হয়েছে ।

প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়াই কিলোমিটার দীর্ঘ লেকে একটি ক্রস ড্যাম নির্মাণ করে লেকের পানিকে জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। এই ক্রাস ড্যামের পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় তা দেখতে অনেকটা কৃত্রিম ঝর্ণার মত মনে হয়।

[ নানা অবহেলার কারণে দিনদিন আকর্ষণ হারাচ্ছে এই জনপ্রিয় পিকনিক স্পটটি।অবকাঠামোগত উন্নয়ন করা হলে বাবুডাইং এ বেশি বেশি পর্যটক আসবে বলে মনে করেন স্থানীয় জনগণ]

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বাবুডাইং অবস্থিত। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে এটি অবস্থিত।

কি কি দেখবেন

ছোট বড় অনেকগুলো টিলা। প্রায় আড়াই কিলোমিটার সুদীর্ঘ লেক। ঘন সবুজে ঘেরা ফাঁকা মাঠ যেন মনে হবে সবুজের মেলা। সারি সারি হাজার হাজার নানা প্রকারের গাছ। ছোট ছোট খাঁড়ি ও ঝর্না।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, মহাখালী কলাবাগান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল-01713228286, শিবগঞ্জ-01755583942),দেশ ট্রাভেলস( কল্যাণপুর-017626844401 শিবগঞ্জ-01762684412) , গ্রামীন ট্রাভেলস, তুহিন, একতা( মহাখালী-01711103191) সরাসরি চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌঁছায়। ভাড়া নন এসি ৫৬০ ও এসি ১১০০টাকা ।
[ এছাড়া ঢাকা থেকে রাজশাহী এসে রাজশাহী থেকেও লোকাল বাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ যেতে পারেন ]
ট্রেন
বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে 01:15 pm চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় 07:10 pm ভাড়া  ৪৪০টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 05:50 am ঢাকায় পৌঁছায় 11:40 am
বন্ধ -শুক্রবারপদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে11:10 pm চাঁপাইনবাবগঞ্জপৌঁছায় 05:50 am ভাড়া ৪০৫ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে 02:30 pm ঢাকায় পৌঁছায় 9:38 pm
বন্ধ -মঙ্গলবার[ স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসষ্ট্যান্ড পায়ে হেঁটে কয়েক মিনিট লাগে। সেখান থেকে সিএনজি অটোরিক্সা যোগে বাবুডাইং যাওয়া যায় ১৫-২০মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে  ২০-২৫ টাকা ]
কোথায় থাকবেন
চাঁপাইনবাবগঞ্জ শহরে  মোটামুটি মানের কিছু হোটেল আছে । আপনারা চাইলে দিনে যেয়ে সেই দিনই ফিরে রাজশাহীতে থাকতে পারেন।এছাড়া শিবগঞ্জ থাকতে চাইলে উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন। এর জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।
চাপাইনবাবগঞ্জে থাকার মত কিছু হোটেল।
হোটেল স্বপ্নপুরী ,মোবাইল- 01711416041
হোটেল আল নাহিদ ,মোবাইল- 01713376902
স্কাইভিউ ইন্টারন্যাশনাল ,মোবাইল-01739035876
হোটেল রংধনু,  মোবাইল- 01712339687

[ হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]

banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।