নান্দাইল দীঘি

 লিখেছেনঃ
  নভে. 27, 2019
  516 Views
0 0

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ছোট্ট জেলা জয়পুরহাট। এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা নান্দনিক ও ঐতিহাসিক স্থান। তেমনি একটি স্থান হল কালাই উপজেলার নান্দাইল দীঘি। জনশ্রুতি আছে করতোয়া নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি ওই নদীতে নেমে যাওয়াই চৈত্র ও বৈশাখ মাসে এলাকার কৃষি জমি ফেটে চৌচির হয়ে যেত।

এর আয়তন প্রায় একশত একর কিন্তু স্থানীয় লোকদের কাছ থেকে শোনা যায় বিভিন্ন কথা। তাদের মতে নান্দাইল দিঘী তে পরি বাসে সময় প্রজাকুলের দুঃখের কথা ভেবে মৌর্য বংশের সম্রাট নন্দলাল ৬১০ খ্রিস্টাব্দে বিশাল আয়তনের দীঘিটি খনন করেন।

রাজা নন্দলাল এর নাম থেকেই এই দীঘির নামকরণ করা হয় নান্দাইল। জিন্দের গোসল করার জন্য এক রাতের মধ্যে পরীরা এই দীঘি খনন করে। যা পড়ে রাজা নিজের নামে এই দীঘির নামকরণ করেন নান্দাইল। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দীঘি এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার।

শীতকালে শত শত অতিথি পাখির কলকাকলিতে দিঘি ও দিঘির আশপাশ মুখরিত থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে দীঘিটি পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে দীঘিটির পারে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে।

অবস্থান

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার কালাই উপজেলার নান্দাইল গ্রামে অবস্থিত।

কিভাবে যাবেন
বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে জয়পুরহাট যাওয়ার বাস পাবেন ।
হানিফ এন্টারপ্রাইজ কল্যাণপুর মোবাইল-01713049573
এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কল্যাণপুর মোবাইল-01711394801
ঢাকা থেকে জয়পুরহাট ননএসি বাস ভাড়া ৪৫০ টাকা।
ট্রেন
ঢাকা কমলাপুর থেকে জয়পুরহাট
নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Am পৌঁছায়  02:48 pmবন্ধ সোমবারএকতা এক্সপ্রেস ছাঁড়ে 10:00 Am পৌঁছায় 5:00 pmদ্রুতযান এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Pm পৌঁছাই 02:34 Amকুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে  8:45 Pm পৌঁছায় 02:53 Am
বন্ধ বুধবারসকল ট্রেনের ভাড়া 410 টাকাজয়পুরহাট থেকে ঢাকা কমলাপুর

নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 12:20 Am পৌঁছাই 07:10 Am
একতা এক্সপ্রেস 1:30 Am পৌঁছায় 8:10 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে 10:52 Am পৌঁছায় 5:25 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে 11:34 pm পৌঁছায় 6:10 Am

[ জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে বাসবো সিএনজিযোগে কালাই উপজেলার নেমে সেখান থেকে অটো বা ভ্যান যোগে নান্দাইল দীঘি যেতে পারেন। জয়পুরহাট থেকে কালাই উপজেলা ২৩ কিলোমিটার পথ ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো]

কোথায় থাকবেন

জয়পুরহাট শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।

হোটেল সাদ, ১ নং স্টেশন রোড জয়পুরহাট মোবাইল-01721904488

প্রমি হোটেল, সদর থানার পশ্চিম পাশে  মোবাইল01727-806667

হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, সদর রোড,জয়পুরহাট মোবাইল-01717866529

[ কালাই উপজেলা সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সেজন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]
[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
জয়পুরহাট
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।