জয়পুরহাট শিশু উদ্যান ও রিসোর্ট

 লিখেছেনঃ
  নভে. 27, 2019
  1002 Views
0 0

দিগন্ত ছোঁয়া প্রান্তর জুড়ে যেন বিনোদনের সময় বয়ে চলেছে এখানে। সবুজে ঘেরা এই রাজ্যে প্রতিনিয়ত দোলা দেয় নির্মল বাতাস। যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠা অশান্ত  মনকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে জয়পুরহাট শিশু উদ্যান রিসোর্ট। জয়পুরহাট শিশু উদ্যান ও রিসোর্ট জয়পুরহাট শহর থেকে এক কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমে বুলুপাড়া নামক স্থানে অবস্থিত। রিসোর্ট এর পাশাপাশি এখানে আছে শিশু ও বয়স্কদের জন্য একটি উদ্যান। প্রকৃতিপ্রেমী রফিকুল ইসলাম চৌধুরি (প্রিন্স) তার পৈত্রিক ৬০ বিঘা জমির ওপর ২০০৫ সালে গড়ে তুলেছেন এটি।

সাজানো-গোছানো এই শিশু উদ্যান এ রয়েছে বিশাল আকৃতির দুটি লেক। নানারকম ভাস্কর্য তৈরি করা হয়েছে লেক এ যা আপনাকে সহজেই মুগ্ধ করবে। এখানে রয়েছে কৃত্রিম হাতি ঘোড়া বাঘ ভাল্লুক জলহস্তী সহ বিভিন্ন প্রাণী । শিশুদের নানা রকম খেলনা জন্য রয়েছে নাগরদোলা, টয়ট্রেন, চড়কি, থ্রিডি মুভি, সুইমিংপুল, দোলনা  সহ বিভিন্ন রাইড। ছোট পরিসরে গড়ে তোলা হয়েছে খড়ের তৈরি ছোট ছোট ঘর। সবুজে ঘেরা শিশু উদ্যানে পিকনিক করার সুব্যবস্থার পাশাপাশি চালু হয়েছে শুটিং স্পট। সপ্তাহের ৭ দিনই এই শিশুপার্কটি খোলা থাকে সকাল ১০ টা থেকে বিকাল ৬ পর্যন্ত।

কিভাবে যাবেন

বাস
ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে জয়পুরহাট যাওয়ার বাস পাবেন ।
হানিফ এন্টারপ্রাইজ কল্যাণপুর মোবাইল-01713049573
এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কল্যাণপুর মোবাইল-01711394801
ঢাকা থেকে জয়পুরহাট ননএসি বাস ভাড়া ৪৫০ টাকা।
ট্রেন
ঢাকা কমলাপুর থেকে জয়পুরহাট

নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Am পৌঁছায়  02:48 pmবন্ধ সোমবার

একতা এক্সপ্রেস ছাঁড়ে 10:00 Am পৌঁছায় 5:00 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Pm পৌঁছাই 02:34 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে  8:45 Pm পৌঁছায় 02:53 Am
বন্ধ বুধবার

সকল ট্রেনের ভাড়া 410 টাকা

জয়পুরহাট থেকে ঢাকা কমলাপুর

নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 12:20 Am পৌঁছাই 07:10 Am
একতা এক্সপ্রেস 1:30 Am পৌঁছায় 8:10 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে 10:52 Am পৌঁছায় 5:25 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে 11:34 pm পৌঁছায় 6:10 Am

জয়পুরহাট শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে বুলু পাড়ায় অবস্থিত এটি।  শহরের যে কোন জায়গা থেকে অটো বা রিক্সা যোগে শিশু উদ্যান রিসোর্ট যেতে পারেন
কোথায় থাকবেন

জয়পুরহাট শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।হোটেল সাদ, ১ নং স্টেশন রোড জয়পুরহাট মোবাইল-01721904488

প্রমি হোটেল, সদর থানার পশ্চিম পাশে  মোবাইল01727-806667

হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, সদর রোড,জয়পুরহাট মোবাইল-01717866529

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
জয়পুরহাট
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।