নভে. 27, 2019
638 Views
0 0

বারো শিবালয় মন্দির

Written by

জয়পুরহাট জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে যমুনা নদীর কোলঘেঁষে  এই বারো শিবালয় মন্দির এর অবস্থান। এই বারশিবালয় মন্দির এর বৈশিষ্ট্য হলো এখানে ১২ টি শিব মন্দির  প্রাচীন স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহন করে একই চত্বরে দাঁড়িয়ে আছে যা উপমহাদেশে বিরল।

বারো শিবালয় মন্দির  এর সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দির স্থাপন করেন। আবার কারো কারো মতে ইতিহাস পরিচিত জগৎশেঠের বিত্তবান ছিলেন লোচন মন্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি যিনি বারো শিবালয় মন্দিরটি নির্মাণ করেন।

বেল আমলা হতে প্রাপ্ত বিভিন্ন তথ্যমতে এবং সেখান থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার চণ্ডী মূর্তি, সূর্য মূর্তি, বাসুদেব মূর্তি, দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল। রাজীব লোচন মন্ডলের বংশের অধঃস্তন জ্ঞানেন্দ্র নাথ চৌধুরী এক সময় এখানকার বিশাল জমিদারী মালিক ছিলেন।

পর্যায়ক্রমে গতি নাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরিলাল দত্ত চৌধুরীর সময় জমিদারী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। প্রতিবছর ফাল্গুন মাসের চতুর্দশীতে শিবরাত্রি এবারও শিবালয় কে ঘিরে পূজা-অর্চনা আয়োজিত হয়। শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় মানত, শিবদর্শন, গীতা পাঠ,উলুধ্বনি,ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের বাজনায় এলাকা মুখরিত থাকে।

অবস্থান`

এটি বাংলাদেশের জয়পুরহাট জেলার সদর উপজেলা থেকে ৩ কিলোমিটার দুরে বেল আমলা নামক গ্রামে অবস্থিত।

কিভাবে যাবেন
বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে জয়পুরহাট যাওয়ার বাস পাবেন ।
হানিফ এন্টারপ্রাইজ কল্যাণপুর মোবাইল-01713049573
এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কল্যাণপুর মোবাইল-01711394801
ঢাকা থেকে জয়পুরহাট ননএসি বাস ভাড়া ৪৫০ টাকা।

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে জয়পুরহাট
নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Am পৌঁছায়  02:48 pm

বন্ধ সোমবার

একতা এক্সপ্রেস ছাঁড়ে 10:00 Am পৌঁছায় 5:00 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Pm পৌঁছাই 02:34 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে  8:45 Pm পৌঁছায় 02:53 Am
বন্ধ বুধবার

সকল ট্রেনের ভাড়া 410 টাকা

জয়পুরহাট থেকে ঢাকা কমলাপুর

নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 12:20 Am পৌঁছাই 07:10 Am
একতা এক্সপ্রেস 1:30 Am পৌঁছায় 8:10 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে 10:52 Am পৌঁছায় 5:25 pm

দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে 11:34 pm পৌঁছায় 6:10 Am
[ জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে বা শহরের যে কোন জায়গা থেকে রিক্সা বা অটো যোগে বারো শিবালয় মন্দির যেতে পারেন। ১০-১৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ২৫-৩০ টাকার মতো]

কোথায় থাকবেন

জয়পুরহাট শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।হোটেল সাদ, ১ নং স্টেশন রোড জয়পুরহাট মোবাইল-01721904488

প্রমি হোটেল, সদর থানার পশ্চিম পাশে  মোবাইল01727-806667

হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, সদর রোড,জয়পুরহাট মোবাইল-01717866529

[ হোটেল গুলোর ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]
Article Categories:
জয়পুরহাট
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।