গোপীনাথপুর মন্দির

 লিখেছেনঃ
  নভে. 27, 2019
  577 Views
1 0
ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গোপীনাথ মন্দির বেশ সমাদৃত। প্রায় ৫০০ বছরের পুরনো মন্দির গোপীনাথ ঠাকুর মন্দির নামে পরিচিত। এই মন্দিরে বারো মাসে তেরো টি পুজো হয়। মন্দির কে ঘিরে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে প্রতিবছর ফাগুন মাসে বিশাল মেলা বসে যা বাংলাদেশের প্রাচীন এবং বড় মেলা।
পঞ্চদশ শতাব্দীতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই মন্দিরের নামে তাম্রফলক লিখে পূর্ণ গোপীনাথপুর এবং গোপালপুর মৌজা সব সম্পত্তি দেবোত্তর হিসেবে প্রদান করে যান। তবে বাদশার দেওয়া এই তাম্রপত্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যায়।
অবস্থান
এটি বাংলাদেশের জয়পুরহাট জেলা শহর হতে ১৫ কিলোমিটার দূরে উপজেলা আক্কেলপুর   হতে ৭ কিলোমিটার পূর্বে গোপীনাথপুর নামক স্থানে অবস্থিত।
কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল থেকে জয়পুরহাট যাওয়ার বাস পাবেন ।
হানিফ এন্টারপ্রাইজ কল্যাণপুর মোবাইল-01713049573
এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কল্যাণপুর মোবাইল-01711394801
ঢাকা থেকে জয়পুরহাট ননএসি বাস ভাড়া ৪৫০ টাকা।

ট্রেন
ঢাকা কমলাপুর থেকে জয়পুরহাট
নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Am পৌঁছায়  02:48 pmবন্ধ সোমবারএকতা এক্সপ্রেস ছাঁড়ে 10:00 Am পৌঁছায় 5:00 pmদ্রুতযান এক্সপ্রেস ছাঁড়ে 8:00 Pm পৌঁছাই 02:34 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে  8:45 Pm পৌঁছায় 02:53 Am
বন্ধ বুধবারসকল ট্রেনের ভাড়া 410 টাকা
জয়পুরহাট থেকে ঢাকা কমলাপুর
নীলসাগর এক্সপ্রেস ছাঁড়ে 12:20 Am পৌঁছাই 07:10 Am
একতা এক্সপ্রেস 1:30 Am পৌঁছায় 8:10 Am
কুড়িগ্রাম এক্সপ্রেস ছাঁড়ে 10:52 Am পৌঁছায় 5:25 pmদ্রুতযান এক্সপ্রেস ছাড়ে 11:34 pm পৌঁছায় 6:10 Am[ জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে বাস বা সিএনজি যোগে আক্কেলপুর উপজেলা নেমে সেখান থেকে অটোভ্যান যোগে গোপীনাথপুর মন্দির যেতে পারেন। জয়পুরহাট থেকে আক্কেলপুর উপজেলা ৩০-৪৫  মিনিটের মত সময় লাগে আর ধরা পড়বে ৩০-৩৫ টাকার মতো। আক্কেলপুর উপজেলা থেকে গোপীনাথপুর মন্দির ৭ কিলোমিটার পথ ভ্যান বা অটো যোগে যেতে পারেন]

কোথায় থাকবেন

জয়পুরহাট শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে।

হোটেল সাদ, ১ নং স্টেশন রোড জয়পুরহাট মোবাইল-01721904488

প্রমি হোটেল, সদর থানার পশ্চিম পাশে  মোবাইল01727-806667

হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, সদর রোড,জয়পুরহাট মোবাইল-01717866529
[ আক্কেলপুর  উপজেলা সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে]

[ হোটেলগুলোর  ভাড়া ৩০০-৩০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।