বাউল সম্রাট লালন শাহের মাজার

 লিখেছেনঃ
  ডিসে. 4, 2019
  572 Views
0 0

লালনের বিখ্যাত উক্তি;

‘আগে বোঝো পরে মজো বুঝে শুনে মানুষকে ভালোবাসো’

বিখ্যাত এই উক্তি থেকে বোঝা যায় লালনের ধ্যান, চিন্তা-চেতনা কত আধুনিক। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে লালনের চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই প্রতিনিয়ত। তিনি শুধু আধ্যাত্মিক চিন্তা-চেতনার মধ্যেই নিজেকে আবদ্ধ  রাখেননি তিনি একাধারে সমাজ সংস্কারক ও দার্শনিক।  কয়েকশো গানের গীতিকার ও সুরকার তিনি। বাউল গানের অগ্রদূত হিসেবে লালনকে বিবেচনা করা হয়। পরবর্তীতে তাকে অনুসরণ করে লালনগীতি দেশ-বিদেশে পরিচিতি লাভ করে। তিনি বাউল সম্রাট হিসেবেও পরিচিত।

লালন শাহ ১৭৭২ খ্রিস্টাব্দে  জন্মগ্রহণ করেন।বাংলা ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক বাউল শিরোমণি লালন শাহের জীবনাবসান ঘটে। তারপর থেকে যত দিন যাচ্ছে বিস্তৃত হচ্ছে লালনের বাণী ও চিন্তা। দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এখন লালনের কাব্যসাধনা তার জগত নিয়ে চলছে গবেষণা।

১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার নিজ দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালে মাজারটি নির্মাণ করা হয়।প্রতিবছর অসংখ্য ভক্তকূল ও  দর্শনার্থীদের নিয়ে এখানে আয়োজন করা হয় তিন দিনব্যাপী লালন উৎসব। প্রতিবছর সংস্কৃতি মন্ত্রণালয় উৎসব আয়োজন করে থাকে।  ২০০৪ সালে সেখানেই আধুনিক মানের অডিটরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়।

[ প্রতি বছর পহেলা কার্তিক লালন সাঁইজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার লালন আখড়ায় তিন দিনব্যাপী বিশাল মেলা হয় জালাল মেলা নামে পরিচিত]

অবস্থান

এটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া নামক স্থানে অবস্থিত।

[ কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিক্সা অটোরিক্সা যোগে ছেউড়িয়া লালন শাহ মাজার যাওয়া যায় ভাড়া ৩০ টাকা। কুষ্টিয়া পোড়াদহ রেল স্টেশন হতে রিকশা অটো যোগে যাওয়া যায় ভাড়া ২০-২৫ টাকা]

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে কুষ্টিয়া জেলায় সরাসরি এসি নন-এসি উভয় ধরনের বাস এর সুব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা আর নন এসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

শ্যামলী পরিবহন (গাবতলী মোবাইল- 01865068925, কুষ্টিয়া মোবাইল- 01711942709)
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল- 01767280295, কুষ্টিয়া মোবাইল-01767280287)
এছাড়া এস বি সুপার ডিলাক্স এস কে সুপার ডিলাক্স চলাচল করে ঢাকা টু কুষ্টিয়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য সহজ-  16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে কুষ্টিয়াগামী বেশ কয়েকটি ট্রেন যাওয়া আসা করে। সে ক্ষেত্রে কুষ্টিয়া শহরের অদূরেই পোরাদাহ্ স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটোরিক্সাযোগে  ১০ টাকা ভাড়া দিয়ে কুষ্টিয়া শহর যেতে পারেন।

ঢাকা কমলাপুর থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন

সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 12:21Pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছাই
12:57 Am
বন্ধু সোমবার

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ঢাকার কমলাপুর

চিত্রা ছাঁড়ে  11:58 Amপৌঁছায় 6:20 Pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11: 40 Pm পৌঁছায় 05:40 Am

সকল ট্রেনের ভাড়া ৩৮০ টাকা
[ কুষ্টিয়া শহর হতে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ২০ কিলোমিটার।  কুষ্টিয়া শহর হতে বাস বা সিএনজি যোগে কুমারখালী উপজেলা নেমে সেখান থেকে সিএনজি অটোরিকশায় রবীন্দ্র কুঠিবাড়ি যেতে পারেন। কুষ্টিয়া থেকে কুমারখালী উপজেলা বাস স্ট্যান্ড ৩০-৩৫ মিনিট সময় লাগে আর  ভাড়া পড়বে ৩০ টাকা]

কোথায় থাকবেন

কুষ্টিয়া শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।

সার্কিট হাউস কুষ্টিয়া ফোন-071-61400
জেলা পরিষদ ডাকবাংলো কুষ্টিয়া
ফোন-071-62390
হোটেল নূর ইন্টারন্যাশনাল মোবাইল-01722605459
আজমেরী রেসিডেন্সিয়াল হোটেল মোবাইল-01721507903

কুমারখালী উপজেলার সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে।

এছাড়া শিলাইদহ ডাকবাংলোতে থাকতে পারেন ফোন-071-73749

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

 

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।