বিশ শতকের শেষের দিকে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে বেশ কয়েকটি মসজিদ আবিষ্কৃত হয় যার মধ্যে জোড়বাংলা মসজিদ একটি। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৩ সালের দিকে ঝিনাইদহে প্রত্নতত্ত্ব স্থাপনার খোঁজে খনন শুরু করেন আর এর সমাপ্তি টানেন ১৯৯৩ সালে। বারোবাজারের অন্যান্য মসজিদের ন্যায় এই মসজিদটিও আটশত হিজরীতে নির্মিত। এই অঞ্চলের প্রায় সকল মসজিদের আকৃতি ও বৈশিষ্ট্য একই ।
৮ শত হিজরীর দিকে হোসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এটি প্রতিষ্ঠা করেন। এক গম্বুজবিশিষ্ট মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। মসজিদের পাশে রয়েছে বেশ কয়েকটি কবর। স্থানীয়দের মতে এগুলো পীর সাধকদের কবর বলে উল্লেখিত হয়। দক্ষিণ দিকে একটা দিঘী অবস্থিত যা অন্ধ পুকুর নামে পরিচিত। মূলত এটি তখনকার সময়ে এলাকাবাসীর দৈনন্দিন কাজ ও মসজিদের মুসল্লিদের ওজুর জন্য খনন করা হয়। মসজিদটি প্রায় ১২ ফুট একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত।
মসজিদ থেকে দিঘীতে নামার জন্য ইট দিয়ে বাঁধাই করা সিঁড়ি রয়েছে। মসজিদে প্রবেশের জন্য তিনটি দরজা ও উত্তর দক্ষিনে দুটি করে মোট চারটি জানালা লক্ষ্য করা যায়। বাহিরে চতুষ্কোণ চারটি প্রশস্ত পিলার ও ভিতরে চারটি মোট আটটি পিলারে ভর করে মসজিদটি দাঁড়িয়ে আছে। গম্বুজের প্রান্তদেশ থেকে মসজিদের বেদি পর্যন্ত এর উচ্চতা প্রায ২০ ফুট বর্গাকার মসজিদটি দৈর্ঘ্য প্রস্থে ৪০×৩০ ফুট। এখানে মসজিদের ভিতর ও বাহিরে একসাথে শতাধিক মুসল্লি নামাজ পড়তে পারে।
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।
সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া ৪৫৫ টাকা
[ ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ উপজেলা ২০ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে ভ্যানে বা সিএনজি যোগে বারোবাজার ইউনিয়নে জোড়বাংলা মসজিদ দেখতে যেতে পারেন। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ উপজেলায় ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো]
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880
[ ৩০০ থেকে ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]