শৈলকুপা শাহী মসজিদ

 লিখেছেনঃ
  ডিসে. 8, 2019
  533 Views
0 0
১৫-১৬ শতকের মাঝামাঝি সময়ে  এই ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদটি মোগল আমলে নির্মিত হয় বলে জানা যায়। মোগল সাম্রাজ্যের আগেও এ বাংলায় ইসলাম প্রচারে এসেছেন সূফী সাধকগণ। পুরো বাংলা জুড়েই তাদের বিচরণ লক্ষ্য করা যায়। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বেশ কিছু প্রাচীন মসজিদ মাদ্রাসা ও তার সাথে লাগোয়া  বিশাল দীঘি লক্ষ্য করা যায়।
সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নাসির সাহের আমলে তার উজির আলী এই মসজিদটি নির্মাণ করেন। নুসরত শাহ এই অঞ্চলে বেশ কিছু মসজিদ নির্মাণ করেন যা মসজিদ গুলোর আকৃতি ও বৈশিষ্ট্যর মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে ১৫২৩-১৫২৪ সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়। মসজিদের পূর্ব পাশে সুলতান নসরত শাহ এর আমলের পীর আলমশাহ রব্বানীর কবর ও মসজিদটির প্রতিষ্ঠাতা উজির আলীর মাজার লক্ষ্য করা যায়।
চুন সুরকি দিয়ে  নির্মিত এ মসজিদের বাইরের লাল রং চোখে পড়ার মতো। মসজিদের প্রতিটি দেয়ালের পুরুত্ব প্রায়  ৫.৫ ফুট। ১৯৪২ সালে সর্বপ্রথম এই মসজিদটি সংস্কার করা হয়। মসজিদের বাইরের দিকে  ৪৪×৩৩ ফুট  ও ভিতরে ৩৩×২২ ফুট। ভূমি থেকে মসজিদের ছাঁদ পর্যন্ত উচ্চতা প্রায় ২০ ফুট। মসজিদের উত্তর-দক্ষিণ মোট চারটি জানালা ও সামনের দিকে তিনটি দরজা রয়েছে। মসজিদের চার কোনায় চারটি বড় মিনার এর সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। ভিতর ও বাহিরে একসাথে ২৫০-৩০০ জন মুসল্লী নামাজ পড়তে পারে। ২০০৫ সালে মসজিদের  এক পাশে ওজুখানা নির্মাণ করা হয়েছে  যেখানে একসাথে ৩২ জন অজু করতে পারে।

অবস্থান

এটি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় অবস্থিত।

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে জিনাইদহ জেলায় সরাসরি এসি-নন এসি বাস এর ব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা ননএসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280295, ঝিনাইদহ মোবাইল-01711168043)
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।

সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া  ৪৫৫ টাকা

[ ঝিনাইদহ শহর থেকে শৈলকুপা উপজেলা ২৮ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে যেতে পারেন।এক ঘণ্টার মতো সময় লাগে আর ভাড়া পড়বে ৪০ টাকার মতো। শৈলকুপা সদর হতে ১ কিলোমিটার দূরে শৈলকুপা শাহী মসজিদ অবস্থিত। শৈলকুপা  সদর হতে রিকশা-ভ্যান যোগে শাহী মসজিদে যেতে পারেন]

কোথায় থাকবেন

ঝিনাইদহ শহরে বেশ কিছু হোটেল রয়েছে যেখানে রাত্রি যাপন করতে পারেন।

হোটেল জামান মোবাইল-01711152954
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880

শৈলকুপা উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে।

  [ ৩০০ থেকে  ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।