বারোবাজারের অন্যান্য মসজিদের ন্যায় এই মসজিদটিও আটশত হিজরীতে নির্মিত। এই অঞ্চলের প্রায় সকল মসজিদের আকৃতি ও বৈশিষ্ট্য একই ।৮ শত হিজরীর দিকে হোসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এটি প্রতিষ্ঠা করেন।গম্বুজের প্রান্তদেশ থেকে মসজিদের বেদি পর্যন্ত এর উচ্চতা প্রায ২০ ফুট বর্গাকার মসজিদটি দৈর্ঘ্য প্রস্থে ৪০×৩০ ফুট। এখানে মসজিদের ভিতর ও বাহিরে একসাথে শতাধিক মুসল্লি নামাজ পড়তে পারে।
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।
সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া ৪৫৫ টাকা
[ ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ উপজেলা ২০ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে ভ্যানে বা সিএনজি যোগে ১০ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের তাহেরপুর রাস্তার পাশে গলাকাটা মসজিদ দেখতে যেতে পারেন। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ উপজেলায় ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো]
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880
[ ৩০০ থেকে ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]