গলাকাটা মসজিদ

 লিখেছেনঃ
  ডিসে. 10, 2019
  528 Views
0 0
মুসলিম স্থাপত্য শৈলীর অনেক নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেশের বিভিন্ন স্থানে। এমনই একটি দর্শনীয় স্থান জিনাইদহ কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের গলাকাটা মসজিদ। কালের বিবর্তনে অনেকটাই মলিন হলেও গৌরব ভরে ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। বারোবাজারের গলাকাটা মসজিদটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত।
আনুমানিক ১৪-১৫ শতকের মাঝামাঝি এই মসজিদটি নির্মিত হয়। মসজিদের ডান পাশে একটি  দিঘী লক্ষ্য করা যায় যা খানজাহান আলী কর্তৃক নির্মিত বলে জনশ্রুতি আছে। বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন।বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৩ সালের দিকে ঝিনাইদহে প্রত্নতত্ত্ব স্থাপনার খোঁজে খনন শুরু করেন আর এর সমাপ্তি টানেন ১৯৯৩ সালে।

বারোবাজারের অন্যান্য মসজিদের ন্যায় এই মসজিদটিও আটশত হিজরীতে নির্মিত। এই অঞ্চলের প্রায় সকল মসজিদের আকৃতি ও বৈশিষ্ট্য একই ।৮ শত হিজরীর দিকে হোসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এটি প্রতিষ্ঠা করেন।গম্বুজের প্রান্তদেশ থেকে মসজিদের বেদি পর্যন্ত এর উচ্চতা প্রায ২০ ফুট বর্গাকার মসজিদটি দৈর্ঘ্য প্রস্থে ৪০×৩০ ফুট। এখানে মসজিদের ভিতর ও বাহিরে একসাথে শতাধিক মুসল্লি নামাজ পড়তে পারে।

 অবস্থান
এটি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন  হতে তাহেরপুর রাস্তার পাশে অবস্থিত।
কিভাবে যাবেন
ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে জিনাইদহ জেলায় সরাসরি এসি-নন এসি বাস এর ব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা ননএসি ৪৫০ টাকা ভাড়া।
বাস
জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280295, ঝিনাইদহ মোবাইল-01711168043)
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।

সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া  ৪৫৫ টাকা

[ ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ উপজেলা ২০ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে ভ্যানে বা সিএনজি যোগে ১০ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের তাহেরপুর রাস্তার পাশে গলাকাটা মসজিদ দেখতে যেতে পারেন। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ উপজেলায় ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো]
কোথায় থাকবেন
নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এর কটেজে প্রয়োজনে রাত্রি যাপন করতে পারবেন। কালীগঞ্জ উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে। এছাড়া ঝিনাইদহ শহরে বেশ কিছু হোটেল রয়েছে যেখানে রাত্রি যাপন করতে পারেন।হোটেল জামান মোবাইল-01711152954
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880 

[ ৩০০ থেকে  ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।