টেগর লজ

 লিখেছেনঃ
  ডিসে. 5, 2019
  473 Views
0 0

কুষ্টিয়া শহরের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। আর এই ঐতিহাসিক নিদর্শন গুলোর মধ্যে একটা বড় অংশ দখল করে আছে রবীন্দ্রনাথের স্মৃতিময় স্থান গুলো।১৮৯৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে টেগর  এন্ড কোম্পানি করে তোলেন। সে বছরই প্রতিষ্ঠানটি কুষ্টিয়ায় স্থানান্তরিত করেন।

কুষ্টিয়া শহরের মিল পাড়ায় অবস্থিত এই বাড়িটির নামইই ‘টেগর লজ’। ৯ কাঠা জায়গার উপর লাল দোতলা বিশিষ্ট এ বাড়িটির প্রধান গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে রবীন্দ্রনাথের একটি ম্যুরাল। বাড়িটির নানা কারুকার্যের মাধ্যমে ফুটে উঠেছে সেই সময়ের আভিজাত্য।টেগর লজ এর ঝকঝকে সাদা দেয়ালগুলোতে লেখা আছে রবীন্দ্রনাথের নানা বাণী

‘ বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ।’

রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই ব্যবসা-বাণিজ্য দেখতেন।  জোড়াসাঁকো থেকে ব্যবসা পরিচালনা বেশ কষ্টদায়ক হত তাই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকের শেষ ভাগে কুষ্টিয়া রেল স্টেশনের পাশে এই ঐতিহ্যবাহী বাড়িটি নির্মাণ করেন। মূলত পাট ব্যবসার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন ‘টেগর এন্ড কোম্পানি’।কবিকে ব্যবসার কাজে সাহায্য করতেন তার দুই ভাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুর।

কি কি আছে

দোতলা বিশিষ্ট বাড়ির নিচতলায় একটি বড় হল ঘর ও একটি ছোট ঘর। উপরে তিনটি ঘর। একটি ঘরের আলমারিতে রাখা কবির রচিত গ্রন্থ মালা। দেয়ালে ঝোলানো কবির আঁকা বারটি ছবি। উপরতলায় এসবের মধ্যে আছে কয়েকটি চেয়ার ও হেলান দিয়ে বসা একটি লম্বা বেঞ্চ। এগুলো শিলাইদহের আসবাবের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকাল ৩- রাত ৯ টা পর্যন্ত টেগর লজ খোলা থাকে। বর্তমানে এটি কুষ্টিয়া পৌরসভার আওতাধীন।

অবস্থান

এটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে মিল পাড়ায় কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত।

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে কুষ্টিয়া জেলায় সরাসরি এসি নন-এসি উভয় ধরনের বাস এর সুব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা আর নন এসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

শ্যামলী পরিবহন (গাবতলী মোবাইল- 01865068925, কুষ্টিয়া মোবাইল- 01711942709)
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল- 01767280295, কুষ্টিয়া মোবাইল-01767280287)
এছাড়া এস বি সুপার ডিলাক্স এস কে সুপার ডিলাক্স চলাচল করে ঢাকা টু কুষ্টিয়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য সহজ-  16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে কুষ্টিয়াগামী বেশ কয়েকটি ট্রেন যাওয়া আসা করে। সে ক্ষেত্রে কুষ্টিয়া শহরের অদূরেই পোরাদাহ্ স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটোরিক্সাযোগে  ১০ টাকা ভাড়া দিয়ে কুষ্টিয়া শহর যেতে পারেন।

ঢাকা কমলাপুর থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন

সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 12:21Pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছাই
12:57 Am
বন্ধু সোমবার

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ঢাকার কমলাপুর

চিত্রা ছাঁড়ে  11:58 Amপৌঁছায় 6:20 Pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11: 40 Pm পৌঁছায় 05:40 Am

সকল ট্রেনের ভাড়া ৩৮০ টাকা

[ কুষ্টিয়া শহর থেকে রিক্সা বা অটো যোগে টেগর লজ যেতে পারেন ভাড়া পড়বে ২০-২৫ টাকার মতো]

কোথায় থাকবেন

কুষ্টিয়া শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
সার্কিট হাউস কুষ্টিয়া ফোন-071-61400
জেলা পরিষদ ডাকবাংলো কুষ্টিয়া
ফোন-071-62390
হোটেল নূর ইন্টারন্যাশনাল মোবাইল-01722605459
আজমেরী রেসিডেন্সিয়াল হোটেল মোবাইল-01721507903

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।