মোহিনী মিল

 লিখেছেনঃ
  ডিসে. 6, 2019
  655 Views
0 0

একসময়ের এশিয়ার সর্ববৃহৎ বস্ত্র মিল এই মোহিনী মিল। প্রজন্মের পর প্রজন্ম কুষ্টিয়া শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই স্থাপনা। দেশের বৃহত্তম এই বস্ত্র মিল দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর ২০১০ সালে চালু হয়।বিশ শতকের প্রথম দিকে ভারতের প্রখ্যাত ব্যবসায়ী মোহিনী মোহন চক্রবর্তী কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে ৩৩ একর জায়গার ওপর মিলটি প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে মিলটি জাতীয়করণ করা হয় পরবর্তীতে ১৯৮২ সালে বন্ধ করে দেওয়া হয়।

তিন একর জমির মধ্যে কারখানা আছে প্রায় এক একর জায়গা জুড়ে।  মিলটির মালিকানা বেশ কয়েকবার হাতবদল হয়।  এ বিশাল আয়তনের মিলের মধ্যে কারখানা ছাড়াও নামাজ পড়ার জন্য তিনটি মসজিদ, তিনটি মন্দির,একটি স্কুল, একটি কলেজ ও দাতব্য চিকিৎসালয় আছে।

পুরো মিলের অংশজুড়ে রয়েছে নানা রকম অব্যবহৃত সেইসময়ের গাড়ি পরিত্যক্ত কারখানার যন্ত্রপাতি। নানা সংকটে বর্তমানে এই মিল। প্রভাবশালীদের লোলুপদৃষ্টি থেকে এই মিলকে রক্ষা করা এখন ওই জরুরী। কুষ্টিয়া শহরবাসীর আকুল আবেদন সরকার এর প্রতি সুদৃষ্টি না দিলে এর ঐতিহ্য স্থাপনা বিলীন হয়ে যাবে।

[ কুষ্টিয়া শহরের অদূরেই টেগর লজ অবস্থিত তাই টেগর লজ দেখতে আসলে তার সাথে যোগ করতে পারেন  মোহিনী মিল টি ও]

অবস্থান

এটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা শহর থেকে দুই কিলোমিটার দূরে কুষ্টিয়া পৌরসভায় অবস্থিত।

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে কুষ্টিয়া জেলায় সরাসরি এসি নন-এসি উভয় ধরনের বাস এর সুব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা আর নন এসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

শ্যামলী পরিবহন (গাবতলী মোবাইল- 01865068925, কুষ্টিয়া মোবাইল- 01711942709)
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল- 01767280295, কুষ্টিয়া মোবাইল-01767280287)
এছাড়া এস বি সুপার ডিলাক্স এস কে সুপার ডিলাক্স চলাচল করে ঢাকা টু কুষ্টিয়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য সহজ-  16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে কুষ্টিয়াগামী বেশ কয়েকটি ট্রেন যাওয়া আসা করে। সে ক্ষেত্রে কুষ্টিয়া শহরের অদূরেই পোরাদাহ্ স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটোরিক্সাযোগে  ১০ টাকা ভাড়া দিয়ে কুষ্টিয়া শহর যেতে পারেন।

ঢাকা কমলাপুর থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন

সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 12:21Pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছাই
12:57 Am
বন্ধু সোমবার

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ঢাকার কমলাপুর

চিত্রা ছাঁড়ে  11:58 Amপৌঁছায় 6:20 Pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11: 40 Pm পৌঁছায় 05:40 Am

সকল ট্রেনের ভাড়া ৩৮০ টাকা
[ কুষ্টিয়া শহর থেকে রিক্সা বা অটো যোগে ১৫-২০ টাকা ভাড়া দিয়ে মোহিনী মিল যেতে পারেন]

কোথায় থাকবেন

কুষ্টিয়া শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।

সার্কিট হাউস কুষ্টিয়া ফোন-071-61400
জেলা পরিষদ ডাকবাংলো কুষ্টিয়া ফোন-071-62390
হোটেল নূর ইন্টারন্যাশনাল মোবাইল-01722605459
আজমেরী রেসিডেন্সিয়াল হোটেল মোবাইল-01721507903

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।