মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা

 লিখেছেনঃ
  ডিসে. 6, 2019
  652 Views
0 0
‘মাতৃভাষায় যাহার আস্থা নাই সে মানুষ নহে’

বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ঐতিহ্যবাহী বাস্তুভিটা যা কুষ্টিয়ার এক অন্যতম নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার তিনি। তার প্রকৃত নাম সৈয়দ মীর মশাররফ হোসেন।বিষাদ-সিন্ধু জমিদার দর্পণ গাজী মিয়ার বস্তানী মতো বিখ্যাত সাহিত্যকর্ম স্রষ্টা তিনি।

১৮৪৭ সালের ১৩ ই নভেম্বর কুমারখালীর লাহিনীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন সেইসময়ের জমিদার। পরবর্তীতে মীর মশাররফ হোসেন চাকরির তাগিদে পাড়ি জমান রাজবাড়ীর পদ নদীতে। বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস কাব্য প্রবন্ধ রচনা করে আধুনিক যুগের প্রথম মুসলিম সার্থক সাহিত্যিকের খেতাব পান। তার রচিত বিষাদসিন্ধু উর্দু ফারসি সহ একাধিক ভাষায় অনূদিত হয়।

গ্রাম বার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্য গ্রুপ। তিনি  উনিশ শতকের  বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব স্টেটে চাকরি করে। তিনি কলকাতাতেও বসবাস করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর চাকুরীরত অবস্থায় ফরিদপুরে তার মৃত্যু হয়।

১৯৯২ সাল থেকে তার মৃত্যু দিবসে এখানে পালিত হয়ে আসছে তার লেখা সাহিত্য কর্ম নিয়ে নাটক,গান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা ৩ থেকে ৭ দিন পর্যন্ত হয়ে থাকে। এখানে রয়েছে মীর মশাররফ হোসেন অডিটোরিয়াম,পাঠাগার ও একটি জাদুঘর। জাদুঘরে রয়েছে মীর মশাররফ হোসেনের নানা সাহিত্যকর্ম ও তার চিত্র।

অবস্থান

এটি বাংলাদেশের কুষ্টিয়া জেলা সদর হতে ৩০ কিলোমিটার দূরে উপজেলা কুমারখালীর দক্ষিণ দিকে লাহিনিপাড়া নামক গ্রামে অবস্থিত।
কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে কুষ্টিয়া জেলায় সরাসরি এসি নন-এসি উভয় ধরনের বাস এর সুব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা আর নন এসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

শ্যামলী পরিবহন (গাবতলী মোবাইল- 01865068925, কুষ্টিয়া মোবাইল- 01711942709)
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল- 01767280295, কুষ্টিয়া মোবাইল-01767280287)
এছাড়া এস বি সুপার ডিলাক্স এস কে সুপার ডিলাক্স চলাচল করে ঢাকা টু কুষ্টিয়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য সহজ-  16374
বাস বিডি-16460
ট্রেন

ঢাকা থেকে কুষ্টিয়াগামী বেশ কয়েকটি ট্রেন যাওয়া আসা করে। সে ক্ষেত্রে কুষ্টিয়া শহরের অদূরেই পোরাদাহ্ স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটোরিক্সাযোগে  ১০ টাকা ভাড়া দিয়ে কুষ্টিয়া শহর যেতে পারেন।

ঢাকা কমলাপুর থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন

সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 12:21Pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছাই
12:57 Am
বন্ধু সোমবার

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ঢাকার কমলাপুর

চিত্রা ছাঁড়ে  11:58 Amপৌঁছায় 6:20 Pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11: 40 Pm পৌঁছায় 05:40 Am

সকল ট্রেনের ভাড়া ৩৮০ টাকা

[ কুষ্টিয়া শহর হতে মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা ৩০ কিলোমিটার পথ। কুষ্টিয়া সভাপতি বাস বা সিএনজি যোগে কুমারখালী উপজেলা নেমে সেখান থেকে সিএনজি অটোরিকশায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা যেতে পারেন। কুষ্টিয়া থেকে কুমারখালী উপজেলা বাস স্ট্যান্ড ৩০-৩৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০ টাকা]
কোথায় থাকবেন
কুষ্টিয়া শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
সার্কিট হাউস কুষ্টিয়া ফোন-071-61400
জেলা পরিষদ ডাকবাংলো কুষ্টিয়া ফোন-071-62390
হোটেল নূর ইন্টারন্যাশনাল মোবাইল-01722605459
আজমেরী রেসিডেন্সিয়াল হোটেল মোবাইল-01721507903কুমারখালী উপজেলার সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে।

[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।