নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট

 লিখেছেনঃ
  ডিসে. 7, 2019
  829 Views
0 0
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা ঝিনাইদহ। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলাটিতে ঐতিহাসিক স্থাপনাগুলোর সাথে প্রতিনিয়ত সময়ের সাথে পাল্লা দিয়ে যোগ হচ্ছে ব্যক্তিগত মালিকানায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পট। তেমনি একটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শৈলকুপা গ্রামে ব্যক্তিগত মালিকানায় তৈরি হয়েছে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট।
প্রতিদিন শত শত দর্শনার্থী এই রাজবাড়ী রিসোর্টটি দেখতে আসছেন। রাজবংশের ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিনোদন কেন্দ্রটি এরমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই জেলাতে।

তপ্ত রোদে একপশলা শীতল পরশ বুলিয়ে দিতে তৈরি হয়েছে ঝিনাইদহে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট। অপার সৌন্দর্যের আসন পেতে আছে এর প্রতিটি স্থাপনা। ঝিনাইদহ জেলা কে নতুন মাত্রায় রাঙিয়ে দিতে ও দর্শণার্থীদের মনের খোরাক মেটাতে নলডাঙ্গা রাজবাড়িটি অনন্য। এই রাজবাড়ী রিসোর্ট এর পরিচালক এমদাদুল হক সোহাগ। তার ব্যক্তিগত উদ্যোগে  প্রায় ২৭ একর জমির উপর এটি নির্মাণ করেন।  ২০০৯ সালে পার্কটি চালু করেন।

[ পার্কটিতে  নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারবেন। জনপ্রতি ৫০ টাকা এর প্রবেশ মূল্য। ৫০-১০০ জন নিয়ে এই পিকনিক স্পটে আসলে ৩-৪ হাজার টাকার মতো খরচ পড়বে। এখানে গাড়ী পার্কিং এর সুব্যবস্থা সহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এন্ড পিকনিক স্পট মোবাইল-০১৭৭০২৪৯৯০০]

অবস্থান

এটি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জমাল ইউনিয়নের তৈলকূপীর  নলডাঙ্গা গ্রামে অবস্থিত।

পার্কটির  সুযোগ-সুবিধা 

এই বিনোদন কেন্দ্রে রয়েছে মায়াবী স্পট,কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ, শিশুদের জন্য রাইটস লেক, হংসরাজ, প্যাডেল বোট, ওয়াটার পার্ক, বুলেট ট্রেন, কেবল ট্রেন, ভূতের বাড়ি, লাভস কর্নার মৎস্যকন্যা সহ বিনোদনের নানা ব্যবস্থা।

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে জিনাইদহ জেলায় সরাসরি এসি-নন এসি বাস এর ব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা ননএসি ৪৫০ টাকা ভাড়া।

বাস
জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280295, ঝিনাইদহ মোবাইল-01711168043)
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।

সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া  ৪৫৫ টাকা

[ ঝিনাইদহ সব থেকে কালীগঞ্জ উপজেলা ২০ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে কালীগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে অটো বা রিকশাযোগে ২০-২৫ টাকা ভাড়া দিয়ে নলডাঙ্গা জমিদার বাড়ি যেতে পারেন। ঝিনাইদহ থেকে কালিগঞ্জ উপজেলা ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে বাঁধা পড়বে ৩০-৩৫ টাকার মতো]

কোথায় থাকবেন

নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এর কটেজে প্রয়োজনে রাত্রি যাপন করতে পারবেন। কালীগঞ্জ উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে। এছাড়া ঝিনাইদহ শহরে বেশ কিছু হোটেল রয়েছে যেখানে রাত্রি যাপন করতে পারেন।

হোটেল জামান মোবাইল-01711152954
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880

  [ ৩০০ থেকে  ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।