শৈলকুপা জমিদার বাড়ি

 লিখেছেনঃ
  ডিসে. 8, 2019
  1104 Views
0 0
টুকিটাকি
শৈলকুপা জমিদার বাড়িটি ঝিনাইদহের একটি ঐতিহ্যবাহী স্মৃতি বহনকারী স্থাপনা।এখনো ব্যক্তিমালিকানার এ জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম একটি স্থাপনা। ইট সুরকির প্রাচীরে ঘেরা এই জমিদারবাড়িটি সহজেই যে কোন পর্যটককে আকৃষ্ট করে। প্রায় ২০০ বছরের প্রাচীন এই জমিদার বাড়িটি ঝিনাইদহ জেলার দর্শনীয় জায়গা গুলোর সাথে যোগ করে নিতে পারেন।
এটি এক সময় ‘শিকদার স্ট্রিট’ নামে পরিচিত ছিল।  ৪০০ বিঘা জমির উপর নির্মিত জৌলুষপূর্ণ এই জমিদারবাড়িটি বর্তমানে বসবাস করে রামসুন্দর শিকদারের বংশধরেরা। এটির স্বত্বাধিকারী রামসুন্দর শিকদার।
শৈলকুপা জমিদার বাড়ি
ইতিহাস থেকে জানা যায় রামসুন্দর শিকদার নামক এক জমিদার  উনিশ শতকের প্রথম দিকে এই আবাইপুর অঞ্চলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। রামসুন্দর শিকদারের পূর্ব বংশের উপাধি ছিল তিলিকুন্ডু। রামসুন্দর শিকদারের দাদা কার্তিক সিকদার পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে শিকদার উপাধিটি পান। পরবর্তীতে তারা শিকদার বংশের পরিচয়ে পরিচিত হন। রামসুন্দর শিকদার এখানে জমিদারি ব্যবসা দেখাশোনার পাশাপাশি বেশ কিছু স্থাপনা তৈরি করেন। দানবীর এ জমিদার এলাকাবাসীর দুঃখ-দুর্দশায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতেন।
তিনি ঝিনাইদহের নামকরা পাট ব্যবসায়ী ছিলেন। ‘শিকদার এন্ড কোম্পানি’ তিনি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁদের বংশধর কেউই এখানে বসবাস করেন না। রামসুন্দর শিকদারের নামে আবাইপুর গ্রামে একটি ‘রামসুন্দর ইনস্টিটিউট’ উচ্চ বিদ্যালয় আছে।
উল্লেখিত এই জমিদার বাড়িতে মোট ৩৫০ টি কক্ষ আছে। প্রায় ১৩০ একর জায়গার ওপর দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদটি যে কোন পর্যটককেই আকর্ষণ করে। জমিদারবাড়িতে প্রাপ্ত একটি তরবারি, প্রাচীন আমলের বাদ্যযন্ত্র,  বেনারসি শাড়ি ,সেই সময়ের গ্রামোফোন, কাঠের হুক্কা,বর্তমানে  রামসুন্দর এর শেষ বংশধর রাজকুমার শিকদারের তত্ত্বাবধানে রয়েছে।
অবস্থান
এটি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার  আবাইপুর গ্রামে অবস্থিত।
[ শৈলকুপা জমিদার বাড়ির সাথে দেখে আসতে পারেন শৈলকুপা শাহী মসজিদ টিও যা শৈলকুপা উপজেলায় অবস্থিত]
কিভাবে যাবেন
ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে জিনাইদহ জেলায় সরাসরি এসি-নন এসি বাস এর ব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা ননএসি ৪৫০ টাকা ভাড়া।
বাস
জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280295, ঝিনাইদহ মোবাইল-01711168043)
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।
সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া  ৪৫৫ টাকা
[ ঝিনাইদহ শহর থেকে শৈলকুপা উপজেলা  ২৮ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে এক ঘণ্টার মতো সময় লাগে আর ভাড়া পড়বে ৪০ টাকার মতো। শৈলকুপা উপজেলা থেকে শৈলকুপা জমিদার বাড়ি ১৭ কিলোমিটার পথ সিএনজি যোগে যেতে পারেন এছাড়া ঝিনাইদহ শহর থেকে যাত্রার পূর্বে স্থানীয়দের সহযোগিতায় নিতে পারেন]
কোথায় থাকবেন
 ঝিনাইদহ শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে
হোটেল জামান মোবাইল-01711152954
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880
শৈলকুপা উপজেলার সদর থাকতে চাইলে ডাকবাংলোতে থাকতে পারেন সে জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে।

 [ ৩০০ থেকে  ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]

Article Categories:
খুলনা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।