দত্তনগর কৃষি খামার

 লিখেছেনঃ
  ডিসে. 14, 2019
  1590 Views
0 0

বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর কৃষি খামার ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত। এশিয়ার বৃহৎ কৃষি খামার গুলোর একটি এটি। ব্যক্তিগত মালিকানায় হেমচন্দ্র দত্ত নামক ব্যক্তি ১৯৪০ সালে প্রায় তিন  হাজার একর জমির ওপর  এই কৃষি খামার তৈরি করেন। এখানে মোট পাঁচটি ফার্ম আছে। ফার্ম অনুযায়ী বিভিন্ন ফার্মে বিভিন্ন ফসল উৎপাদিত হয়। ৩ হাজার একর জমির মধ্যে কৃষি জমির  পরিমাণ প্রায় ২৫০০ একর। এরমধ্যে নিচু জমি আছে প্রায় ৫০০ একর।

মূলত টাটকা সবজি চাষ হতো এখানে। এখানকার শাকসবজি দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি কলকাতাতেও পাঠানো হতো। যাতায়াত ব্যবস্থা তখন এতটা ভাল ছিলনা তাই হেলিকপ্টারযোগে এসব সবজি সরবরাহ করা হতো। হেমচন্দ্র দত্তের নামানুসারে এর নাম হয় দত্তনগর কৃষি খামার।সাতচল্লিশের দেশভাগের সময় হেমচন্দ্র দত্ত এটি ছেড়ে কলকাতায় চলে যান। পরবর্তীতে ১৯৪৯ সালের দিকে এই কৃষি-খামার টির দায়িত্ব নেন তৎকালীন পাকিস্তান সরকার।

মূলত এখন এখানে বি এ ডিসি শস্য বীজ উৎপাদন করে। ১৯৬২-৬৩ সালে  এ ফার্ম এর যাবতীয় সম্পত্তি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কাছে হস্তান্তর করা হয়। এখানে পুরো এলাকাটি জুড়ে শেচ কাজের সুবিধার জন্য বসানো হয়েছে গভীর ও অগভীর নলকূপ,পানি সরবরাহের ড্রেন, উৎপাদিত শস্য মাড়াই করার জন্য আধুনিক মেশিন। শেচের জন্য মোট ৩৫ টি গভীর ১২ টি অগভীর ও ১০ টি পাওয়ার পাম্প রয়েছে।

অবস্থান

এটি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় স্বরুপপুর ইউনিয়নেখালিশপুর নামক গ্রামে অবস্থিত।

কিভাবে যাবেন 

ঢাকার কল্যাণপুর গাবতলী ও মহাখালী হতে জিনাইদহ জেলায় সরাসরি এসি-নন এসি বাস এর ব্যবস্থা রয়েছে। এসি ১০০০ টাকা ননএসি ৪৫০ টাকা ভাড়া।

বাস

জে আর পরিবহন (কল্যাণপুর মোবাইল-01767280295, ঝিনাইদহ মোবাইল-01711168043)
পূর্বাশা পরিবহন কল্যাণপুর মোবাইল-01771028864, ঝিনাইদহ মোবাইল-01718100453)
এছাড়া হানিফ, শ্যামলী, স্কাইলাইন রয়েল বাসগুলো ঢাকা টু ঝিনাইদহ রুটে চলাচল করে।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে খুলনা গামী ট্রেন সুন্দরবন প্রভাতী ঝিনাইদহ মোবারকগঞ্জ স্টেশন থামে। সেখান থেকে বাস বা সিএনজি যোগে ঝিনাইদহ শহর যেতে পারেন।৪০-৪৫ মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকার মতো।

সুন্দরবন প্রভাতী ঢাকা থেকে ছাঁড়ে 6:20 Am
ভাড়া  ৪৫৫ টাকা

[জেলা শহর ঝিনাইদহ আরবপুর বাস স্ট্যান্ড থেকে বাসযোগে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আসতে হবে তারপর পুনঃরায় বাসযোগে জীবননগর বাসস্ট্যান্ডে নেমে বাসযোগে অথবা সিএনজি এর মাধ্যমে সরাসরি এশিয়ার বৃহত্তম দত্তনগর কৃষি খামারে যাওয়া যাবে]

কোথায় থাকবেন

হোটেল জামান মোবাইল-01711152954
ঝিনাইদহ সার্কিট হাউজ মোবাইল-01733074606
সৃজনী রেস্ট হাউস ফোন-045162497
ব্রাক রেস্ট হাউস-0451-62880

[ মহেশপুর উপজেলা সদর ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে ]

 [ ৩০০ থেকে  ৩ হাজার টাকার মত হোটেল গুলোর ভাড়া পরবে]

Article Categories:
ঝিনাইদহ
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।